মেসির উত্তরসূরি নাকি মেসির সতীর্থ, কার রাত আজ
Published: 30th, April 2025 GMT
ইশ, বার্সেলোনার বিপক্ষে ম্যাচটি যদি এক সপ্তাহ আগে হতো! কে জানে, ইন্টার মিলান সমর্থকেরা এমন কিছু ভেবে হাহুতাশ করছেন কি না। এক সপ্তাহ আগেও লড়াইটা একরকম সমতাতেই ছিল। দুই দলের সামনে ক্রমেই উজ্জ্বল হচ্ছিল ‘ট্রেবল’ জয়ের সম্ভাবনা। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিত করার পর তো দুই দলেরই আত্মবিশ্বাস রীতিমতো টগবগ করে ফুটছিল।
কিন্তু সপ্তাহ না পেরোতেই মিলান শহরের নীল অংশজুড়ে কেবল হতাশা। নাহ, ইন্টারের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের সম্ভাবনা এখনো হওয়ায় মিলিয়ে যায়নি। হাতছাড়া হয়ে যায়নি লিগ শিরোপাও। তবুও বাতাস ভারী হওয়ার মতো যথেষ্ট উপাদান আশপাশে ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে নিজেদের পতন্মুখ পারফরম্যান্স তো আছেই, পাশাপাশি প্রতিপক্ষ বার্সেলোনার ছন্দে থাকাও এখন ইন্টার–সমর্থকদের কপালে ভাঁজ ফেলেছে।
বার্সার মাঠ অলিম্পিক স্টেডিয়ামে ইন্টার–বার্সার আজ রাত ১টায় ম্যাচটি চ্যাম্পিয়নস লিগে শেষ চারের সূচি নিশ্চিত হওয়ার পর থেকেই উত্তাপ ছড়াচ্ছিল। শুরুতে দুই দলকে একই সমতাতেও রাখা হয়েছিল, কিন্তু গত কদিনে পাল্লাটা হেলে গেছে বার্সার দিকেই। এর পেছনে অবশ্য যৌক্তিক কারণও আছে। এই কদিনে বার্সা যেখানে ট্রেবল জয়কে সামনে রেখে তেতে উঠেছে, সেখানে ট্রেবল সম্ভাবনার কবর রচনা করে সব হারানোর শঙ্কায় ইন্টার।
আরও পড়ুনস্পেনে ভয়াবহ বিদ্যুৎবিভ্রাট: বার্সেলোনা-ইন্টার ম্যাচ হবে কি১৯ ঘণ্টা আগে১৬ এপ্রিল বায়ার্ন মিউনিখের সঙ্গে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ২–২ গোলে ড্র করে দুই লেগ মিলিয়ে ৪–৩ অগ্রগামিতায় চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিত করে ইন্টার। এটুকু পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। বায়ার্নের মতো ফেবারিটকে হারিয়ে সেমিতে যাওয়া মোটেই সহজ ছিল না। মৌসুম শুরুর আগে এই ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করতে বলা হলে বেশির ভাগ রায় নিশ্চিতভাবে বায়ার্নের পক্ষেই যেত। ফলে সেই জয় বেশ উজ্জীবিত করে তুলেছিল ইন্টারকে।
কিন্তু সেই প্রেরণা ইন্টার পরের ম্যাচে অনূদিত করতে পারেনি। বোলোনিয়ার বিপক্ষে লিগ ম্যাচে ইন্টার হেরে যায় ১–০ গোলে। বোলোনিয়া সিরি আ–র অন্যতম সফল দল, তাদের কাছে হারাটা হতাশার হলেও অঘটন ছিল না। সমর্থকদের প্রত্যাশা ছিল ইতালিয়ান কাপের ফাইনালে হয়তো ঘুরে দাঁড়াবে ইন্টার। কিন্তু সেই ফাইনালে আরও বড় ধাক্কা খায় নেরাজ্জুরিরা। চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানের কাছে ১–০ গোলে হেরে হাতছাড়া হয়ে যায় কাপ শিরোপা, একই সঙ্গে শেষ হয় ট্রেবল জয়ের স্বপ্নও।
বার্সার দুই সেরা তারকা ইয়ামাল ও রাফিনিয়া.উৎস: Prothomalo
কীওয়ার্ড: চ য ম প য়নস ল গ ইন ট র ট র বল ফ ইন ল
এছাড়াও পড়ুন:
এক রাতে এত দুঃসংবাদ, রিয়াল এখন কী করবে
রিয়াল মাদ্রিদ কিংবা ক্লাবটির সমর্থকদের জন্য কাল রাতটা ছিল দুঃস্বপ্নের মতো। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে ব্যাপারটি বর্ণনা করেছেন এভাবে—রুডিগারের অস্ত্রোপচার, মৌসুম শেষ। মেন্দির অস্ত্রোপচার, মৌসুম শেষ। আলাবার অস্ত্রোপচার, মৌসুম শেষ। লুকাস ভাসকেজ ২ ম্যাচ নিষিদ্ধ। রুডিগার ৬ ম্যাচ নিষিদ্ধ। অর্থাৎ চোটের কারণে অস্ত্রোপচার, নিষেধাজ্ঞায় রিয়ালের রক্ষণভাগ উজাড়!
আরও পড়ুনরেফারিকে আক্রমণ করে ৬ ম্যাচ নিষিদ্ধ রুডিগার, বেলিংহামরা কে কত ম্যাচ১৯ মিনিট আগেসবার আগে এসেছে রুডিগারের মৌসুম শেষ হওয়ার খবর। গতকাল তাঁর হাঁটুতে অস্ত্রোপচারের পর জানা গেল, আট সপ্তাহের জন্য রিয়াল সেন্টারব্যাককে মাঠের বাইরে থাকতে হবে। অর্থাৎ লিগ মৌসুম শেষ রুডিগারের। ১৪ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপেও খেলতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ আছে। এরপর গভীর রাতে দুঃসংবাদ ভেসে আসে এক এক করে।
কোপা দেল রে ফাইনালে চোট পেয়ে মাঠ ছাড়েন মেন্দি