নীলফামারীতে সিলিন্ডার বিস্ফোরণের পৃথক ঘটনায় এক নারী নিহত, দুইজন দগ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। তারা সবাই উত্তরা ইপিজেডের শ্রমিক। এদিকে ইপিজেডে দুর্ঘটনার পর স্বজন ও স্থানীয়রা কারখানা মালিকপক্ষের অবহেলায় শাস্তির দাবিতে এক ঘণ্টা নীলফামারী-সৈয়দপুর সড়ক অবরোধ করে রাখেন। 

স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, বাবার অভাবের সংসারে দারিদ্র্য ঘোচাতে নীলফামারীর উত্তরা ইপিজেডে কাজ নিয়েছিলেন দুই বোন। প্রতিদিনের মতো কাজে যাওয়ার জন্য‍ দুই বোন ভোরে উঠে গ্যাসের চুলায় রান্না বসান। এ সময় গ্যাস সিলিন্ডারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়ায় দগ্ধ হন তারা। প্রতিবেশীরা বাসার দেয়াল ভেঙে তাদের উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সকাল ৯টার দিকে রংপুর মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এক বোন সুইটি। আরেক বোন তাসকিনার আক্তারের অবস্থা আশঙ্কাজনক। 

বেলা সোয়া ১১টার দিকে উত্তরা ইপিজেডের সনিক কারখানায় ইজেকশন মেশিন বিস্ফোরণে আরও দুই শ্রমিক দগ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। তারা হলেন লিটন চন্দ্র রায় ও গজেন্দ্রনাথ রায়। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা হলেন দেলোয়ার হোসেন, নাজিম উদ্দীন ও মিনি আক্তার। তারা ঘটনার সময় ওই মেশিনে কাজ করছিলেন। 

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন, প্লাস্টিক ও কসমেটিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা.

মো. শাহীন শাহ বলেন, ‘দুই বোনের শরীর শতভাগ পুড়ে গেছে। সুইটি নামে একজন মারা গেছেন। অন্যজনের অবস্থা খুবই সংকটাপন্ন। তাঁকে ঢাকায় পাঠানোর চেষ্টা করছি না। আমাদের চিকিৎসাসেবা অব্যাহত আছে।’
 

উৎস: Samakal

কীওয়ার্ড: অবস থ

এছাড়াও পড়ুন:

বৃষ্টি বিরতির পর আবার শুরু খেলা

বৃষ্টি থেমে আবার শুরু হয়েছে খেলা। ৯১ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ৩০৬। স্বাগতিকদের লিড এখন ৭৯। ২৩ রানে খেলছেন মেহেদী হাসান মিরাজ। তাইজুলের রান ১২।

তিন’শ পেরিয়ে বাংলাদেশ, বৃষ্টিতে খেলা বন্ধ

৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয়দিন শুরু করেছিল বাংলাদেশ। মুজারাবানির ওভারে তাইজুলের বাউন্ডারিতে তিন’শ রানে পৌঁছে গেল বাংলাদেশ। এর দুই বল পর খেলা বন্ধ হয়ে গেল বৃষ্টির বাগড়ায়। ৮৯.৪ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ৩০৩। স্বাগতিকদের লিড এখন ৭৬। ৪৪ বলে দুই চারে ২১ রানে খেলছেন মেহেদী হাসান মিরাজ। ২১ বলে দুই চারে তাইজুলের রান ১১।
 

সম্পর্কিত নিবন্ধ