এক চার্জে ১০০ কিলোমিটার, খরচ হবে ৩০০ টাকার কম
Published: 29th, April 2025 GMT
বিওয়াইডি গাড়ির কথা উঠলেই মনে হতে পারে তারা শুধু বৈদ্যুতিক গাড়িই তৈরি করে। বাস্তবে কিন্তু কোম্পানিটি জ্বালানিতে চলে এমন গাড়িও বানায়। বাংলাদেশের ক্রেতাদের কথা মাথায় রেখে সে রকম, অর্থাৎ জ্বালানি ও বৈদ্যুতিক চার্জ উভয় পদ্ধতিতে চালিত একটি গাড়ি নিয়ে এসেছে সিজি রানার বাংলাদেশ। তারা এনেছে বিওয়াইডির সিলায়ন-৬ মডেলের এসইউভি গাড়ি।
আমন্ত্রিত সাংবাদিক ও অতিথিদের সিলায়ন-৬ মডেলের গাড়িতে ভ্রমণের অভিজ্ঞতা দিতে সিজি রানার বাংলাদেশ আজ মঙ্গলবার সকালে ‘বিওয়াইডি মিডিয়া ড্রাইভ’ শীর্ষক একটি ইভেন্টের আয়োজন করে। সে অনুযায়ী রাজধানীর তেজগাঁওয়ের বিওয়াইডি ফ্ল্যাগশিপ বিক্রয়কেন্দ্র থেকে শুরু করে মাওয়ার হিলশা রেস্তোরাঁ পর্যন্ত সাংবাদিক ও অতিথিদের নেওয়া হয়।
এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল গাড়িটির শক্তি, দক্ষতা, স্টাইল আর প্রযুক্তির উৎকর্ষ প্রদর্শন। দিনব্যাপী এই আয়োজনে বিওয়াইডি সিলিয়ন-৬-এ চড়ার মাধ্যমে এক আধুনিক, আরামদায়ক ও স্মার্ট ড্রাইভিং বা ভ্রমণের অভিজ্ঞতা পাওয়া গেছে বলে জানান সাংবাদিক ও অতিথিরা।
সকাল সাড়ে ৮টায় বিওয়াইডি ফ্ল্যাগশিপ শোরুমে সকালের নাশতা পরিবেশন ও আলাপচারিতার মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। এরপর সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়। গন্তব্য—মাওয়ার প্রজেক্ট হিলশা। প্রায় ৪৫ কিলোমিটার দূরত্বের এই যাত্রায় মাওয়া এক্সপ্রেসওয়ের মসৃণ পথ যেন বিওয়াইডি সিলিয়ন-৬-এর কার্যদক্ষতা (পারফরম্যান্স) প্রদর্শনের এক আদর্শ পথ হয়ে উঠেছিল। আসা-যাওয়া মিলিয়ে ঘণ্টা তিনেকের এই ভ্রমণ ছিল দারুণ।
বিওয়াইডি সিলায়ন-৬ মূলত একটি হাইব্রিড ধরনের এসইউভি (স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল)। আধুনিক প্রযুক্তি আর চমৎকার কার্যক্ষমতার এক দারুণ সংমিশ্রণে তৈরি করা হয়েছে এ গাড়ি। প্রথম দেখায় বিওয়াইডি সিলায়ন-৬ চোখে পড়বে এটির চমৎকার ডিজাইন বা নকশার কারণে। ওসেন অ্যাসথেটিকস ধারণা অনুযায়ী নকশা করা হয় গাড়িটির। তাই এটির নামকরণও করা হয় সামুদ্রিক প্রাণী সিলায়নের নামে।
এসইউভিটির সামনের দিকে রয়েছে বড় ফ্রন্ট গ্রিল, স্লিক এলইডি হেডলাইট ও স্কাল্পটেড বডি শেপ, যা গাড়িকে একটি প্রিমিয়াম স্পোর্টিং লুক দিয়েছে। গাড়ির ১ হাজার ৯৪০ কেজি ওজন ও ৭ ইঞ্চির গ্রাউন্ড ক্লিয়ারেন্স বৈশিষ্ট্য, শহরের রাস্তাসহ অফ-রোড বা লম্বা হাইওয়ে ট্রিপেও অনায়াসে মানিয়ে চলতে সক্ষম বলে জানানো হয়। গাড়িটিতে ভ্রমণ করেও সে প্রমাণই পাওয়া গেল।
বিওয়াইডি সিলায়ন-৬ একটি প্লাগ-ইন হাইব্রিড গাড়ি। এতে রয়েছে ডিএমআই প্লাগ-ইন হাইব্রিড ধরনের অকটেন ইঞ্জিন ও শক্তিশালী ইলেকট্রিক মোটর, যা শূন্য থেকে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতি তুলতে সময় নেয় মাত্র ৮ দশমিক ৫ সেকেন্ড। হাইওয়েতে চলার সময় মনে হয়েছে গাড়িটি ঝাঁকুনিহীন।
বিওয়াইডির গ্রাহকসেবা বিশেষজ্ঞ রেজওয়ান রহমান বলেন, বিওয়াইডি সিলায়ন-৬ একটা প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক গাড়ি। এটার সুবিধা হচ্ছে শুধু ইলেকট্রিক চার্জেও চালানো যায়। প্রয়োজন হলে রেগুলার তেলের গাড়ির মতো চালানো সম্ভব।
গাড়িটিতে রয়েছে প্যানারোমিক সানরুফ। ফলে দূরের যাত্রায় মাথার ওপরের এই ছাদ খুলে মাওয়ার নীল আকাশ উপভোগ করতে ভালোই লাগছিল। সিজি রানার বাংলাদেশের কর্মকর্তারা জানান, বিওয়াইডি সিলায়ন-৬-এ রয়েছে অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম। এতে আছে লেন কিপ অ্যাসিস্ট, অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল, অটোনোমাস ইমার্জেন্সি ব্রেকিংয়ের মতো আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য। গাড়িটির ইন্টেরিয়র বা অভ্যন্তরীণ নকশা ও সুবিধাগুলো বেশ আকর্ষণীয়। যেমন এতে কৃত্রিম (সিনথেটিক) চামড়ার সিট, ১৫ দশমিক ৬ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে, ইনফিনিটি ব্র্যান্ডের ১০টি স্পিকারের সাউন্ড সিস্টেম ও মাল্টি জোন ক্লাইমেট কন্ট্রোল পদ্ধতি এটিকে বিশেষ উপভোগ্য করেছে। এ ছাড়া সবচেয়ে আকর্ষণীয় ছিল ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে গাড়ি নিয়ন্ত্রণ করা। অর্থাৎ ভয়েস কমান্ডের মাধ্যমে গাড়ির জানালা, এসি, সানরুফ ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায়।
এ ছাড়া ১০টি ক্যামেরার মাধ্যমে ৩৬০ ডিগ্রির এইচডি ক্যামেরা ও ৬টি এয়ারব্যাগের মতো উন্নত নিরাপত্তা প্রযুক্তি গাড়িটিকে অধিকতর সুরক্ষিত ও নির্ভরযোগ্য করে তুলেছে। ইকো, নরমাল ও স্পোর্টস—এই তিনটি ড্রাইভিং মোডে চালানো যাবে গাড়িটি। সিলায়ন-৬ হারবার গ্রে, স্টোন গ্রে, আর্কটিক হোয়াইট ও ডিলান ব্ল্যাক—এই চার রঙে পাওয়া যাচ্ছে। প্রথম ২০০ জন ক্রেতার জন্য গাড়িটির দাম ৬৩ লাখ ৯০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ক্রেতারা চাইলে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে দামের ৭০ শতাংশ পর্যন্ত ঋণ নিয়ে গাড়িটি কিনতে পারবেন।
গাড়ির সামনে চাইলে যে কেউ তাঁর মোবাইল ফোনে তারবিহীন চার্জ দিতে পারবেন। এ ছাড়া সামনে ও পেছনে ইউএসবি ও টাইপ সি চার্জিং পদ্ধতি রয়েছে। ধরা যাক, কেউ ১০ তলা বাড়ি থেকে গাড়ির চাবি নিয়ে নামতে ভুলে গেলে পকেটে থাকা এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) কার্ড দিয়ে চালাতে পারবেন গাড়িটি। ‘বিওয়াইডি সিলায়ন-৬’ মডেলের গাড়িটি এক চার্জে ও ফুল ট্যাংক জ্বালানিতে চলবে ১ হাজার ৯২ কিলোমিটার পথ। জ্বালানি ও চার্জ—এই দুই মাধ্যমে গাড়িটি চালালে প্রতি কিলোমিটার ৪ টাকা ১২ পয়সা খরচ হবে। শুধু ব্যাটারিতে চালালে প্রতি কিলোমিটারে ৩ টাকার কম খরচ হবে। পূর্ণ এক চার্জে গাড়িটি চলবে ১০০ কিলোমিটার। অর্থাৎ এ গাড়িতে ১০০ কিলোমিটার যেতে খরচ হবে ৩০০ টাকার কম।
সর্বাধুনিক সব ফিচারের পাশাপাশি ওয়ারেন্টি সুবিধা মিলবে এই গাড়িতে। এর মধ্যে ব্যাটারি ও ড্রাইভ ইউনিটের জন্য ৮ বছর এবং অন্যান্য প্রধান যন্ত্রাংশের জন্য ৬ বছরের ওয়ারেন্টি রয়েছে।
বিওয়াইডি বাংলাদেশের ব্যবস্থাপক চার্লস রেন বলেন, ‘বিওয়াইডি সিলায়ন-৬ গাড়ি অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি, যা আমাদের এটাকে আরও বেশি পরিবেশবান্ধব ও শক্তিশালী করে তুলেছে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় আরও সাশ্রয়ী ও উন্নত প্রযুক্তির গাড়ি বাজারে আনার পরিকল্পনা রয়েছে।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ১০০ ক ল ম ট র ভ রমণ
এছাড়াও পড়ুন:
কানাডায় গাড়ি চালিয়ে হামলার ঘটনায় সন্দেহভাজনের বিরুদ্ধে হত্যার আট অভিযোগ
কানাডার ভ্যাঙ্কুভার শহরে উৎসব চলাকালে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় আটক সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। গতকাল রোববার পুলিশ এ তথ্য জানিয়েছে। পুলিশ বলেছে, ৩০ বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে আরও কিছু অভিযোগ আনা হতে পারে।
গতকাল ভ্যাঙ্কুভারের সড়কে ফিলিপাইনের নাগরিকদের লাপু লাপু উৎসব চলাকালে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়া হয়। এতে ১১ জন নিহত হন। এ ঘটনায় আটক সন্দেহভাজনের নাম কাই জি অ্যাডাম লো। তিনি ভ্যাঙ্কুভারের বাসিন্দা।
ভ্যাঙ্কুভার পুলিশ বিভাগ বলেছে, অ্যাডাম লোর বিরুদ্ধে হত্যার আটটি অভিযোগ আনা হয়েছে।
কাই জি অ্যাডামের বিরুদ্ধে যে হত্যার অভিযোগ আনা হয়েছে, তা সেকেন্ড ডিগ্রির। ফার্স্ট ডিগ্রির হত্যার অভিযোগের তুলনায় এটি কম গুরুতর হলেও পূর্বপরিকল্পনা ছাড়া হত্যাকাণ্ডের ক্ষেত্রে এ ধরনের অভিযোগ আনা হয়ে থাকে।
গতকাল কাই জি অ্যাডামকে আদালতে হাজির করা হয়েছিল। পরে আবার তাঁকে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়। পুলিশ বলছে, কাই জি অ্যাডাম ইচ্ছাকৃতভাবে এ হামলা চালিয়েছেন। তাঁর মানসিক সমস্যায় ভোগার ইতিহাস আছে।
শনিবার সন্ধ্যায় কানাডার পশ্চিমাঞ্চলীয় শহর ভ্যাঙ্কুভারে হওয়া ওই হামলার পেছনে উদ্দেশ্য কী, তা এখনো নিশ্চিত করা যায়নি। তবে পুলিশ বলছে, এ ঘটনায় সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের সম্পর্ক নেই।
কানাডায় সাধারণ নির্বাচনের এক দিন আগে হওয়া এই গাড়ি হামলার ঘটনা পুরো দেশকে হতবাক করে দেয়। কানাডীয় পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ এবং দীর্ঘদিনের মিত্র ও বাণিজ্যিক অংশীদার কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ করার হুমকির মধ্যে এ নির্বাচন হচ্ছে।
পুলিশপ্রধান স্টিভ রাই বলেছেন, ৩০ বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তি একটি কালো রঙের অডি এসইউভি চালাচ্ছিলেন।
ঘটনার সময় কানাডায় বসবাসকারী ফিলিপাইনের নাগরিকেরা ভ্যাঙ্কুভারের সানসেট অন ফ্রেজার এলাকায় তাঁদের ঐতিহ্যবাহী লাপু লাপু উৎসবে অংশ নিয়েছিলেন। এসইউভিটি ভিড়ের ভেতরে ঢুকে পড়ে এবং মানুষকে ধাক্কা দেয়।
উপনিবেশবিরোধী ফিলিপাইনের ১৬ শতকের এক নেতাকে স্মরণ করে লাপু লাপু উৎসব উদ্যাপিত হয়ে থাকে।