রাজধানীর একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে সূত্রাপুর থানাধীন সোহরাওয়ার্দী কলেজের পেছনে একটি মেসে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত ছাত্রীর নাম প্রত্যাশা মজুমদার অথৈ। তিনি বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মিডফোর্ড হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ড.

রাজীব এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, আজ বিকেলে মেস থেকে অথৈকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইন্সটিটিউট এবং পরে মিডফোর্ড হাসপাতালে নেন এক যুবক। তবে ঘটনার পর ওই যুবক পুলিশ হেফাজতে রয়েছেন।

অথৈ-এর মেসের সদস্য সোনালী সাহা বলেন, ‘আমি মেসে ছিলাম না। ফোন পেয়ে পরে হাসপাতালে এসেছি।’ 

বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর বলেন, ‘অথৈ সাড়ে ৪টা পর্যন্ত আমার সঙ্গে ছিল। পরে শুনি, সে আত্মহত্যা করেছে।’ 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, সে আত্মহত্যা করেছে। তবে একজনকে আটক করা হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনী প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

দেম্বেলের গোলের পর দোন্নারুম্মার বীরত্ব, আর্সেনালকে হারিয়ে এগিয়ে গেল পিএসজি

আর্সেনাল ০–১ পিএসজি

লন্ডনের এমিরেটস স্টেডিয়ামের ৬০ হাজার দর্শকের আসন হয়তো তখনো সেভাবে গরম হয়নি। হয়তো কোনো কিছু বুঝে উঠতেও পারেননি। এর মধ্যেই আচমকা এক আক্রমণ থেকে গোল!

এই গোল দেখতে নিশ্চয় প্রস্তুত ছিলেন না আর্সেনাল সমর্থকেরা। কারণ, জালটা যে কেঁপেছে আর্সেনালেরই। কাঁপিয়েছেন উসমান দেম্বেলে।

সেমিফাইনালের প্রথম লেগের চতুর্থ মিনিটে দেম্বেলের গোলের পর গোলপোস্টের নিচে বীরত্ব দেখিয়েছেন জিয়ানলুইজি দোন্নারুম্মা। আর্সেনালের অন্তত পাঁচটি গোলের সুযোগ নস্যাৎ করে দিয়েছেন তিনি।

শেষ পর্যন্ত বিশ্বকাপজয়ী দেম্বেলের গোল আর ইউরোজয়ী দোন্নারুম্মার অসাধারণ সেভগুলোই ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছে। তাতে আর্সেনালকে তাদেরই মাঠে ১–০ ব্যবধানে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পথে এগিয়ে গেছে পিএসজি।   

বিস্তারিত আসছে... 

সম্পর্কিত নিবন্ধ