সুনামগঞ্জ শহরে রিকশাচালকের ছদ্মবেশে ছিনতাইকারী আবু ছায়েদকে আটক করেছে পুলিশ। সে বিশ্বম্ভরপুর উপজেলার বাগবেড় আক্তাপাড়ার লিয়াকত আলীর ছেলে। আটকের সময় তার কাছ থেকে মাদকও উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। এর আগে গতকাল সোমবার সন্ধ্যার দিকে শহরের হাছননগরের (বক পয়েন্টের) এক নারী ছিনতাইয়ের শিকার হন। ওই ঘটনার সিটিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

জানা গেছে, সোমবার সন্ধ্যার পর Mehendi Artist By Mimi নামের একটি ফেসবুক আইডি থেকে একটি ঘটনা পোস্ট করা হয়। পোস্ট করার পরেই ভাইরাল হয় পোস্টটি। সতর্ক থাকার জন্য শেয়ার করতে থাকেন সুনামগঞ্জ শহরের অনেকে। 

ওই আইডিতে লেখা হয়, ‘সতর্কতা পোস্ট’ আমি সুনামগঞ্জ শহরের স্থানীয় মেয়ে আমার সাথে এমন ঘটনা কখনো ঘটেনি। এই যে ছবিতে লোকটি- উনি, কত বড় চোর পুরো কাহিনীটি আমি বলছি, আজকে (সোমবার) বিকাল ৫টায় আমি শহরের কালিবাড়ি স্বর্ণা জুয়েলার্সে গিয়েছি কিছু জিনিস কিনব, গোল্ড কিনতে একটু সময় লেগে যায়। মাগরিবের আজান পড়ে যায়, স্বর্ণালংকারটি কিনতে আমার চার হাজার টাকার মতো শর্ট ছিল। আমার সাথে থাকা আরেক ভাবী আমাকে টাকা দিয়ে সহযোগিতা করেন। যেহেতু দুজন জন একসাথে যাব উনি উকিলপাড়া আর আমি বকপয়েন্ট, আমি ভাবীকে রিকশায় রেখে ওপর থেকে টাকা ৪ হাজার টাকা এনে দিলাম। তিনি তার বাসায় যাচ্ছিলেন হঠাৎ ওই রিকশাচালক সুনামগঞ্জ উচ্চবালিকা বিদ্যালয়ের সামনে অন্ধকারে দাঁড় করিয়ে রাখে রিকশা। ভাবী বললেন, এখানে কেন দাঁড়িয়েছেন, ওই জানোয়ার বললো- ‘আমার কাছে ছুরি আছে তোর বাচ্চাসহ তোরে শেষ করে দেব, যা আছে তাড়াতাড়ি দে, চিৎকার করবি না, ভাবীর হাত থেকে এ সময় মোবাইল পড়ে যায়, ওনার আট মাসের বাচ্চা কোলে তাই আমার দেওয়া চার হাজার, ওনার কাছে থাকা আরও দুই হাজার টাকাসহ ছয় হাজার টাকা দিয়ে বাঁচেন তিনি। ২০ টাকা রিকশা ভাড়াও রাখেনি ব্যাগে।’

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘টাকাটা তো বড় কথা নয়, সুনামগঞ্জের কী অবস্থা হয়েছে, তা ভেবে উৎকণ্ঠা হয়, এভাবে যে করোর সাথে ঘটতে পারতো।’ 

তিনি লিখেছেন, ‘রিকশাচালকের ছবিটি স্বর্ণের দোকানের সিসি টিভি থেকে নেওয়া, যদি কেউ তাকে চিনতে পারেন, উপযুক্ত শাস্তি দেবার চেষ্টা করবেন।
বিষয়টি নিয়ে কথা বলার জন্য মঙ্গলবার বিকালে শহরের কালীবাড়ির স্বর্ণা জুয়েলার্সে গেলে নয়ন রায় নামের একজন জুয়েলারি কর্মচারী জানান, ওই গ্রাহক রিকশা দাঁড় করিয়ে কিছু সময়ের মধ্যেই তার পছন্দের অলংকার কিনে নিয়ে চলে যায়।’ 

সুনামগঞ্জ সদর থানার ওসি আবুল কালাম মঙ্গলবার বিকেলেই জানান, কাল রাতেই অনেকে এই ফেসবুক স্ট্যাটাসের লিংক তাকে পাঠিয়েছেন। তিনিও ছিনতাইয়ের এই ঘটনায় হতবাক হয়েছেন। যেহেতু রিকশাচালকের ছবি তারা পেয়েছেন, সে পালাতে পারবে না। একজন সাবইন্সপেক্টরকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে বলা হয়েছে।

সুনামগঞ্জ সদর থানার সাব-ইন্সপেক্টর জহির বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা ভাইরাল হলে আমাদের নজরে আসে। ওসি স্যারের নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করি। সারাদিন খোঁজাখুঁজি করে সন্ধ্যার পর অভিযুক্ত রিকশাচালককে আটক করি। তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স ন মগঞ জ আটক স ন মগঞ জ ছ নত ই স বর ণ শহর র

এছাড়াও পড়ুন:

দেম্বেলের গোলের পর দোন্নারুম্মার বীরত্ব, আর্সেনালকে হারিয়ে এগিয়ে গেল পিএসজি

আর্সেনাল ০–১ পিএসজি

লন্ডনের এমিরেটস স্টেডিয়ামের ৬০ হাজার দর্শকের আসন হয়তো তখনো সেভাবে গরম হয়নি। হয়তো কোনো কিছু বুঝে উঠতেও পারেননি। এর মধ্যেই আচমকা এক আক্রমণ থেকে গোল!

এই গোল দেখতে নিশ্চয় প্রস্তুত ছিলেন না আর্সেনাল সমর্থকেরা। কারণ, জালটা যে কেঁপেছে আর্সেনালেরই। কাঁপিয়েছেন উসমান দেম্বেলে।

সেমিফাইনালের প্রথম লেগের চতুর্থ মিনিটে দেম্বেলের গোলের পর গোলপোস্টের নিচে বীরত্ব দেখিয়েছেন জিয়ানলুইজি দোন্নারুম্মা। আর্সেনালের অন্তত পাঁচটি গোলের সুযোগ নস্যাৎ করে দিয়েছেন তিনি।

শেষ পর্যন্ত বিশ্বকাপজয়ী দেম্বেলের গোল আর ইউরোজয়ী দোন্নারুম্মার অসাধারণ সেভগুলোই ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছে। তাতে আর্সেনালকে তাদেরই মাঠে ১–০ ব্যবধানে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পথে এগিয়ে গেছে পিএসজি।   

বিস্তারিত আসছে... 

সম্পর্কিত নিবন্ধ