ড্যাফোডিলের পলিটেকনিকগুলোর সঙ্গে ডিইএ-বিডির সমঝোতা স্মারক সই
Published: 29th, April 2025 GMT
‘ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক (ডিইএন)’–এর অধীনে ড্যাফোডিল পলিটেকনিকগুলোর সঙ্গে ‘দ্য ডিউক অব এডিনবার্গস অ্যাওয়ার্ড ফাউন্ডেশন বাংলাদেশ (ডিইএ–বিডি)’–এর একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
আজ মঙ্গলবার ডিইএ–বিডির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রিজওয়ান বিন ফারুক এবং ডিইএনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের নির্বাহী পরিচালক রথীন্দ্রনাথ দাসসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সমঝোতা স্মারকের মাধ্যমে ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের অধীনে পাঁচটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে দ্য ডিউক অব এডিনবার্গস ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রোগ্রামের সঙ্গে যুক্ত হলেন।
বিশ্বব্যাপী ১৩০টির বেশি দেশে ১৪ থেকে ২৪ বছর বয়সী তরুণদের অপ্রাতিষ্ঠানিক শিক্ষা প্রোগ্রাম, এই অ্যাওয়ার্ড প্রয়োজনীয় জীবন দক্ষতা বিকাশ, তাদের লুকানো প্রতিভা আবিষ্কার, স্বেচ্ছাসেবী সেবা, শারীরিক বিনোদন, দক্ষতা বৃদ্ধি এবং দুঃসাহসিক ভ্রমণের মাধ্যমে আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে বেড়ে ওঠার সুযোগ দেয়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: সমঝ ত
এছাড়াও পড়ুন:
‘ওয়ার্ল্ড ক্যান্সার ডে রান ২০২৫’ অনুষ্ঠিত
ক্যানসার অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘ওয়ার্ল্ড ক্যান্সার ডে রান ২০২৫ পাওয়ার্ড বাই রেনাটা পিএলসি। ক্যান্সার সচেতনতা বৃদ্ধি এবং দরিদ্র ক্যান্সার রোগীদের সহায়তার উদ্দেশ্যে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের রেজিস্ট্রেশন ফি থেকে প্রাপ্ত অর্থের একটা অংশ বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার অন্যতম সেবাধর্মী প্রতিষ্ঠান আহছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের সুবিধাবঞ্চিত রোগী এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের দরিদ্র, অসহায় ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবায় দেওয়া হয়েছে।
অনুদান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন- আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. গোলাম রাহমান, ঢাকা আহছানিয়া মিশনের ট্রেজারার মোহাম্মদ এম এ জলিল, বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসক অধ্যাপক ডা. আবুল আহসান দিদার, ডা. ফারহানা ফেরদৌসি, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের শিশু ক্যান্সার ও রক্তরোগ বিভাগের প্রধান প্রফেসর ডা. মো. বেলায়েত হোসাইন, ক্যান্সার অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের ফাউন্ডার ডা. মোহাম্মদ মাসুমুল হক, ও রেনাটা পিএলসির হেড অব মার্কেটিং (অনকোলজি ও হেমাটোলজি) আমীর আবদুল্লাহসহ অন্যান্যরা। সংবাদ বিজ্ঞপ্তি।