বন্দরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বন্দর উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান বলেন, বন্দরের জনদুর্ভোগ লাঘবে আগামী কয়েকদিনের মধ্যে বন্দর বাজার হতে ১নং খেয়াঘাট পর্যন্ত রাস্তার উপর অবৈধ দখলদার হকারদের স্থায়ীভাবে উচ্ছেদ, বন্দর বাজার হতে অটোষ্ট্যান্ড অপসারনসহ সিটি কর্পোরেশন ও ইউনিয়ন এলাকার ২৫টি স্পটে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।   

সভায় আরও বক্তব্য রাখেন বন্দর থানার অফিসার্স ইনচার্জ (তদন্ত) মো.

সাইফুল ইসলাম, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী,  উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ আসরাফুল ইসলাম, কৃষি কর্মকর্তা তাসলিমা বেগম, উপজেলা আবাসিক মিডিকেল অফিসার ডাঃ দীপু, প্রমুখ।

সভায় মাদক ও ইভটিজিং রোধে আইনি পদক্ষেপ, অবৈধ বালু উত্তোলন,গ্যাস সংযোগ,রাস্তার উপর ড্রজারের পাইপসহ অবৈধস্থাপনাসহ মোবাইল কোর্ট পরিচালনারও সিদ্ধান্ত হয়। 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ উপজ ল

এছাড়াও পড়ুন:

‘ওয়ার্ল্ড ক্যান্সার ডে রান ২০২৫’ অনুষ্ঠিত

ক্যানসার অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘ওয়ার্ল্ড ক্যান্সার ডে রান ২০২৫ পাওয়ার্ড বাই রেনাটা পিএলসি। ক্যান্সার সচেতনতা বৃদ্ধি এবং দরিদ্র ক্যান্সার রোগীদের সহায়তার উদ্দেশ্যে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের রেজিস্ট্রেশন ফি থেকে প্রাপ্ত অর্থের একটা অংশ বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার অন্যতম সেবাধর্মী প্রতিষ্ঠান আহছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের সুবিধাবঞ্চিত রোগী এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের দরিদ্র, অসহায় ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবায় দেওয়া হয়েছে। 

অনুদান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন- আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. গোলাম রাহমান, ঢাকা আহছানিয়া মিশনের ট্রেজারার মোহাম্মদ এম এ জলিল, বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসক অধ্যাপক ডা. আবুল আহসান দিদার, ডা. ফারহানা ফেরদৌসি, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের শিশু ক্যান্সার ও রক্তরোগ বিভাগের প্রধান প্রফেসর ডা. মো. বেলায়েত হোসাইন, ক্যান্সার অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের ফাউন্ডার ডা. মোহাম্মদ মাসুমুল হক, ও রেনাটা পিএলসির হেড অব মার্কেটিং (অনকোলজি ও হেমাটোলজি) আমীর আবদুল্লাহসহ অন্যান্যরা। সংবাদ বিজ্ঞপ্তি।


 

সম্পর্কিত নিবন্ধ