ট্রাম্প কানাডাকে ‘ভেঙে ফেলতে’ চেয়েছিলেন
Published: 29th, April 2025 GMT
সাধারণ নির্বাচনে জয় পাওয়ার পরে সোমবার রাতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তার ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তুলোধুনো করেছেন। তিনি দাবি করেছেন, ডোনাল্ড ট্রাম্প কানাডাকে ‘ভেঙে ফেলতে’ চেয়েছিলেন।
লিবারেলদের এই বিজয় এক অলৌকিক রাজনৈতিক পুনরুত্থান এবং কার্নির জন্য একটি যুগান্তকারী বিজয় হিসেবে চিহ্নিত করা হচ্ছে। কারণ কার্নির পূর্বসুরি জাস্টিন ট্রুডোর সরকারের ওপর সমর্থন তুলে নিয়েছিল জগমিত সিংয়ের নেতৃত্বাধীন মধ্য-বামপন্থি নিউ ডেমোক্রেটিক পার্টি। এর পর গত বছরের ডিসেম্বরে হঠাৎ করে অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড পদত্যাগ করেন। এক সপ্তাহের মধ্যে লিবারেল পার্টির ২১ এমপি ট্রুডোকে পদত্যাগ করতে প্রকাশ্যে আহ্বান জানান। জনগণের চাপে ক্ষমতা ছাড়তে বাধ্য হন ট্রুডো। পরে ঘোষণা আসে আগাম নির্বাচনের।
ট্রাম্প নির্বাচিত হওয়ার পর কানাডার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। কানাডার সার্বভৌমত্ব নিয়েও হুমকি দিতে ছাড়েননি তিনি। দেশটিকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন ট্রাম্প।
কার্নি তার সমর্থকদের উদ্দেশে বলেছেন, ট্রাম্প “আমাদের ভেঙে ফেলতে চান, যাতে আমেরিকা আমাদের মালিক হয়। তবে এটা কখনও হবে না।”
তিনি বলেন, “আমেরিকান বিশ্বাসঘাতকতার ধাক্কা আমরা কাটিয়ে উঠেছি। কিন্তু আমরা কখনই শিক্ষা ভুলব না।”
নতুন প্রধানমন্ত্রী বলেন, “যদিও আমরা সরকারকে জবাবদিহি করার এবং আরও ভালো বিকল্প প্রস্তাব করার আমাদের সাংবিধানিক দায়িত্ব পালন করব, তবুও আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক এবং অন্যান্য দায়িত্বজ্ঞানহীন হুমকি উপেক্ষা করার সময় কানাডাকে সবসময় প্রথমে রাখব।”
দলের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, “রক্ষণশীলরা বিতর্কে নেতৃত্ব দিচ্ছেন এবং আমরা সারা দেশে আমাদের জনগণের জীবন উন্নত করার জন্য সর্বোত্তম যুক্তিগুলো তুলে ধরতে থাকব।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আমরা জুলুম করে রাজনীতি করতে চাই না : নাহিদ ইসলামের বাবা
“আমরা জুলুম করে রাজনীতি করতে চাই না, জনগণ আমাদের কাজ দেখে ভালোবেসে ভোট দিলে আমরা ক্ষমতায় যাব।” বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম জামির।
শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় নড়াইল জেলা শিল্পকলা একাডেমির হল রুমে নতুন দল এনসিপির প্রথম পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বদরুল ইসলাম জামির বলেন, “আন্দোলনের পরে দেখলাম এক ফ্যাসিস্ট সরকারকে তাড়ানোর পর আরেক ফ্যাসিস্ট সরকার মাথা চাড়া দিচ্ছে। এ জন্যই তরুণদের নেতৃত্বে এই নতুন রাজনৈতিক দলের প্রকাশ। আন্দোলনের সময় আমাদের একটা স্লোগান ছিল ‘ক্ষমতা না জনতা - জনতা জনতা’। আমরা ক্ষমতার জন্য দল করিনি, দেশ ও জনগণের সেবার জন্য দল করে জনতার কাতারেই থাকতে চাই। আমাদের দেশে তো নির্বাচন হয় না। নির্বাচনেতো ভোটের প্রতিফলন হয়নি। আর নির্বাচন যখন হয়, তখন দেশের জনগণ কিন্তু মার্কা দেখে ভোট দেয়। জনগণকে অনুরোধ করবো মার্কা দেখে নয়, দলের কাজ দেখে যেন ভোট দেন।”
এনসিপি নড়াইল জেলা শাখার আহবায়ক শরিফুল ইসলামের সভাপতিত্বে পরিচিতি সভায় আরও বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম-আহবায়ক তানজিল আহমেদ, কমিটি উপদেষ্টা নোমান আহমেদ, জেলা নাগরিক পার্টির সদস্য সচিব পাঁচগ্রাম ইউপি চেয়ারম্যান এস এম সাইফুজ্জামান, নলদী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইলের আহবায়ক আব্দুর রহমান মেহেদী।
চলতি বছরের ২৮ ফেরুয়ারি নতুন দল গঠনের পর নড়াইলে প্রথম জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) আনুষ্ঠানিক কোনো সভা অনুষ্ঠিত হলো।
পরে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করে।
ঢাকা/শরিফুল/টিপু