জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমানের ফেসবুক আউডি হ্যাক করে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমানের সুনাম ও ভাবমূর্তি নষ্ট করতে মঙ্গলবার তার ফেসবুক আউডি হ্যাক করে দুর্বৃত্তরা। একইসঙ্গে ০১৩৩৭৫৩৪৯৬৬ মোবাইল নম্বর থেকে কল করে বিভিন্ন ধরনের আপত্তিকর তথ্য প্রচার করা হচ্ছে । এছাড়াও ০১৩৩৬৯৩০৯৯২ বিকাশ নম্বর থেকে কল করে বিভিন্ন পরিমাণ টাকা দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে মেসেজ দেওয়া হচ্ছে।

আরো পড়ুন:

জুলাই হামলাকারীদের শাস্তি চেয়ে জাবি ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’

জাবিতে জুলাই হামলায় জড়িত ২৬৮ শিক্ষক-শিক্ষার্থীকে শাস্তি

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড.

মাহফুজুর রহমান জানান, ওই মোবাইল নম্বরগুলো তার নয়। কতিপয় ব্যক্তি অসৎ উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের এবং তার সুনাম-ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত হয়ে এ ঘৃণ্য কাজটি করছে, যা শাস্তিযোগ্য অপরাধ।

ওই ফেসবুক আইডি এবং মোবাইল নম্বর থেকে আসা মেসেজে কিংবা ফোনকলে বিভ্রান্ত না হওয়া, কোনো রকম আর্থিক লেন-দেন না করা এবং এ ব্যাপারে সবাইকে সর্তক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

অপরাধীকে সনাক্ত করে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানা গেছে।

ঢাকা/আহসান/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপ উপ চ র য ফ সব ক

এছাড়াও পড়ুন:

‘ওয়ার্ল্ড ক্যান্সার ডে রান ২০২৫’ অনুষ্ঠিত

ক্যানসার অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘ওয়ার্ল্ড ক্যান্সার ডে রান ২০২৫ পাওয়ার্ড বাই রেনাটা পিএলসি। ক্যান্সার সচেতনতা বৃদ্ধি এবং দরিদ্র ক্যান্সার রোগীদের সহায়তার উদ্দেশ্যে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের রেজিস্ট্রেশন ফি থেকে প্রাপ্ত অর্থের একটা অংশ বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার অন্যতম সেবাধর্মী প্রতিষ্ঠান আহছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের সুবিধাবঞ্চিত রোগী এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের দরিদ্র, অসহায় ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবায় দেওয়া হয়েছে। 

অনুদান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন- আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. গোলাম রাহমান, ঢাকা আহছানিয়া মিশনের ট্রেজারার মোহাম্মদ এম এ জলিল, বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসক অধ্যাপক ডা. আবুল আহসান দিদার, ডা. ফারহানা ফেরদৌসি, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের শিশু ক্যান্সার ও রক্তরোগ বিভাগের প্রধান প্রফেসর ডা. মো. বেলায়েত হোসাইন, ক্যান্সার অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের ফাউন্ডার ডা. মোহাম্মদ মাসুমুল হক, ও রেনাটা পিএলসির হেড অব মার্কেটিং (অনকোলজি ও হেমাটোলজি) আমীর আবদুল্লাহসহ অন্যান্যরা। সংবাদ বিজ্ঞপ্তি।


 

সম্পর্কিত নিবন্ধ