টিকটকে মেরিল-প্রথম আলো পুরস্কারের ভোট গ্রহণ শুরু
Published: 29th, April 2025 GMT
গত দুই বছরের ধারাবাহিকতায় এবারও মেরিল-প্রথম আলো পুরস্কারে বিনোদন সহযোগী হিসেবে রয়েছে ‘টিকটক’। টিকটকে থাকছে নানা রকমের ইন-অ্যাপ কার্যক্রম, লাইভ ইভেন্ট এবং এক্সক্লুসিভ কনটেন্ট।
মেরিল–প্রথম আলো পুরস্কারের চূড়ান্ত পর্যায়ের ভোট গ্রহণ চলছে। গত বুধবার (২৩ এপ্রিল) থেকে টিকটক ব্যবহারকারীরাও তাঁদের প্রিয় তারকাদের ভোট দিতে পারছেন। টিকটকে ভোট গ্রহণ চলবে ১৮ মে ২০২৫ পর্যন্ত। অ্যাপে ভোটিংয়ের জন্য থাকছে একটি বিশেষ পেজ আর এ পুরস্কারের অফিশিয়াল হ্যাশট্যাগ #MerilProthomAloAward।
বিনোদন সহযোগী হিসেবে এবারের অনুষ্ঠানে নানাভাবে যুক্ত থাকবে টিকটক। এবার টিকটক ও প্রথম আলো তৈরি করছে বিশেষ কনটেন্ট, যেখানে তুলে আনা হবে অনুষ্ঠান–মঞ্চের পেছনের গল্প, তারকাদের সাক্ষাৎকারসহ বিশেষ মুহূর্তগুলো। এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের নতুন কনটেন্ট ক্রিয়েটরদের খুঁজে বের করা, গড়ে তোলা এবং তাঁদের প্রতিভাকে তুলে ধরার চেষ্টা করা হবে।
এ বিষয়ে টিকটকের মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার মহাব্যবস্থাপক কিন্ডা ইব্রাহিম বলেন, ‘তৃতীয়বারের মতো মেরিল-প্রথম আলো পুরস্কারের এন্টারটেইনমেন্ট পার্টনার হতে পেরে আমরা খুবই আনন্দিত। টিকটক হলো জনশীলতা, সৃজনশীলতা ও বৈচিত্র্যের প্ল্যাটফর্ম। এই অংশীদারত্বের মাধ্যমে আমরা বাংলাদেশের বিনোদনজগতের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি আরও মজবুত করছি। ভক্তরা এখন আরও সহজে তাঁদের প্রিয় তারকাদের দেখতে ও তাঁদের সঙ্গে যুক্ত হতে পারবেন।’
প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক বলেন, ‘টিকটকের অংশীদারত্ব মেরিল-প্রথম আলো পুরস্কারে নতুন রং এনেছে। এর ফলে আমরা বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের দর্শকদের সঙ্গে আরও ভালোভাবে যুক্ত হতে পারছি। অতীতের সফলতার ধারাবাহিকতায় এ বছরও আমরা একসঙ্গে পুরস্কার অনুষ্ঠানটিকে দর্শকদের কাছে আরও আকর্ষণীয় ও নতুনভাবে উপস্থাপনের পরিকল্পনা করছি।’
১৯৯৮ সালে শুরু হওয়া মেরিল-প্রথম আলো পুরস্কার প্রতিবছর বাংলাদেশের বিনোদনশিল্পের সেরা কাজগুলোকে সম্মান জানায়। এখানে দর্শক জরিপ আর সমালোচক—দুই বিভাগে পুরস্কার দেওয়া হয়। দৈনিক প্রথম আলো ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান এখন দেশের টেলিভিশন ও চলচ্চিত্রজগতের অন্যতম বড় স্বীকৃতির প্রতীক হয়ে উঠেছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম র ল প রথম আল প রস ক র র অন ষ ঠ ন ট কটক
এছাড়াও পড়ুন:
‘ওয়ার্ল্ড ক্যান্সার ডে রান ২০২৫’ অনুষ্ঠিত
ক্যানসার অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘ওয়ার্ল্ড ক্যান্সার ডে রান ২০২৫ পাওয়ার্ড বাই রেনাটা পিএলসি। ক্যান্সার সচেতনতা বৃদ্ধি এবং দরিদ্র ক্যান্সার রোগীদের সহায়তার উদ্দেশ্যে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের রেজিস্ট্রেশন ফি থেকে প্রাপ্ত অর্থের একটা অংশ বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার অন্যতম সেবাধর্মী প্রতিষ্ঠান আহছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের সুবিধাবঞ্চিত রোগী এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের দরিদ্র, অসহায় ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবায় দেওয়া হয়েছে।
অনুদান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন- আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. গোলাম রাহমান, ঢাকা আহছানিয়া মিশনের ট্রেজারার মোহাম্মদ এম এ জলিল, বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসক অধ্যাপক ডা. আবুল আহসান দিদার, ডা. ফারহানা ফেরদৌসি, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের শিশু ক্যান্সার ও রক্তরোগ বিভাগের প্রধান প্রফেসর ডা. মো. বেলায়েত হোসাইন, ক্যান্সার অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের ফাউন্ডার ডা. মোহাম্মদ মাসুমুল হক, ও রেনাটা পিএলসির হেড অব মার্কেটিং (অনকোলজি ও হেমাটোলজি) আমীর আবদুল্লাহসহ অন্যান্যরা। সংবাদ বিজ্ঞপ্তি।