মোংলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক উইংয়ের ডাকা পূর্বঘোষিত সমাবেশ বিএনপি সমর্থিত শ্রমিকদের হামলায় পণ্ড হয়েছে। সমাবেশস্থল সংলগ্ন মদিনা হোটেল এলাকায় পৌঁছামাত্রই তাদের ওপর অতর্কিত হামলা হয়। এ হামলায় এনসিপির শ্রমিক সংগঠনের এক নারী নেত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার সন্ধ্যায় মাগরিবের আজানের আগে এ ঘটনা ঘটে। এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতারা তাদের সমর্থিত স্থানীয় শ্রমিকদের সঙ্গে নিয়ে এ সমাবেশে যোগ দিতে যাচ্ছিল। শেষ পর্যন্ত সমাবেশ স্থলে না পৌঁছে প্রাণ বাঁচাতে দিগ্বিদিক ছুটে রক্ষা পেয়েছেন তারা।

হামলা ও লাঞ্ছনার শিকার হয়ে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা রাত সাড়ে ৮টায় মোংলা ত্যাগ করে। এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় নেতাদের অভিযোগ, ‘জিয়ার সৈনিক, এক হও’ শ্লোগান দিয়ে বিএনপির নেতৃত্বাধীন দুষ্কৃতিকারীরা তাদের ওপর ন্যাক্কারজনক হামলা চালায়।

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার বিকাল পাঁচটায় এনসিপির শ্রমিক উইং মোংলা বন্দরে জাহাজে কর্মরত মজুরিভিত্তিক শ্রমিকদের নিয়ে শ্রমিক সংঘ চত্বরে (মাঠে) সাধারণ সভা আয়োজন করে। এনসিপির কেন্দ্রীয় শ্রমিক উইংয়ের নেতারা এদিন আসতে দেরি করেন। পরে পৌনে ৬টার দিকে শ্রমিক সংঘ সংলগ্ন মদিনা হোটেল এলাকায় পৌঁছুলে তাদের মিছিল ও যাত্রারোধ করে সেখানে আগে থেকে জড়ো হওয়া বিপুল সংখ্যক বিএনপি সমর্থিত শ্রমিকসহ তাদের সহযোগীরা। এ সময় শুরু হয় হট্টগোল। একপর্যায়ে হামলা ও মারধরের ঘটনা ঘটে।

এর আগে সোমবার দুপুরে শ্রমিক সংঘ চত্বরে পূর্বঘোষিত সমাবেশস্থল দেখতে গিয়ে এনসিপির কেন্দ্রীয় সংগঠক ও শ্রমিক উইংয়ের স্থানীয় নেতা তিতুমীর চোকদারসহ ৩-৪ জন শ্রমিক হামলা ও মারধরের শিকার শিকার হয়। এ ঘটনায় মোংলা বন্দরে শ্রমিক সংগঠন দখল নিয়ে বিএনপি ও এনসিপি মুখোমুখী অবস্থান নেয়।

এ ঘটনার প্রতিবাদে (সোমবার সন্ধ্যায়) ঢাকায় এনসিপির প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। এনসিপির এ কর্মসূচির প্রতিবাদে মঙ্গলবার দুপুরে মোংলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বিএনপি সমর্থিত শ্রমিক নেতারা। এ সময় লিখিত বক্তব্যে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন তারা। এছাড়া সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, পতিত আ’লীগের দোসর চক্র এনসিপির ওপর ভর করে মোংলা সমুদ্র বন্দরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে।

সংবাদ সম্মেলনে বাগেরহাট জেলা যুবদলের সদস্য ও মোংলা পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো.

আলাউদ্দিন নিজেকে মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের সভাপতি দাবি করে বলেন, বিগত ১৭ বছর আ’লীগ সমর্থিত শ্রমিক নেতারা সাধারণ শ্রমিকদের জিম্মিসহ তাদের অধিকার থেকে বঞ্চিত করেছেন। একইসঙ্গে এনসিপি সমর্থিত শ্রমিক নেতা তিতুমীরকে আ’লীগের দোসর হিসেবে উল্লেখ করেন।

বিএনপির এ সংবাদ সম্মেলন ও ঢাকায় এনসিপির বিক্ষোভ মিছিল এবং মঙ্গলবার বিকালে মোংলায় শ্রমিক উইংয়ের সমাবেশকে ঘিরে দুপুর থেকে শহর জুড়ে উত্তেজনা বিরাজ করছিল। বিকাল ৩টা থেকে শ্রমিক সংঘ চত্বর ও আশপাশে পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড টহল ব্যবস্থা জোরদার করা হয়। শহরের মোড়ে  মোড়ে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

অপরদিকে দুপুর থেকে মোংলা শহরের বিএনপি সমর্থিত শ্রমিকদের একাংশের বিক্ষোভ মিছিল ও মহড়ায় শহর উত্তপ্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর প্রাচীর ভেদ করে শ্রমিকদের কোনো পক্ষ সভাস্থলে পৌঁছাতে পারেনি। আর দ্বিধাবিভক্ত  শ্রমিকদের হামলা ও পাল্টা হামলায় পণ্ড হয় এনসিপির শ্রমিক সংগঠনের সমাবেশ।

এ প্রসঙ্গে এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় শাখার যুগ্ম সমন্বয়কারী মোশারফ হোসেন স্বপন অভিযোগ করে বলেন, বিগত আ’লীগ আমলে বন্দরের শ্রমিক সংগঠন অকার্যকর রেখে সাধারণ শ্রমিকদের ওপর জুলুম করা হয়েছিল। এ সংগঠনের নির্বাচন ও তলবি সাধারণ সভায় অতিথি হিসেবে তিনি এবং কেন্দ্রীয় নারী নেত্রীসহ ৮ নেতা যোগ দিতে এসেছিলেন। কিন্তু তাদের ওপর ন্যাক্কারজনক হামলা চালানো হয়। হামলাকারীরা ‘জিয়ার সৈনিক’ হিসেবে শ্লোগান দিয়ে এ হামলায় অংশ নেয়। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে দাবি জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে এনসিপির শ্রমিক উইং কেন্দ্রীয় কমিটি কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

এদিকে হামলার পর বিএনপি সমর্থিত শ্রমিকরা শহরে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় বিএনপি সমর্থিত শ্রমিক নেতা মো. আলাউদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, তারা শান্তিপূর্ণভাবে রাস্তার পাশে অবস্থান করছিলেন। এ সময় শ্রমিক নামধারী তিতুমীরের নেতৃত্বে বহিরাগতরা মিলে তাদের ওপর হামলা চালিয়ে সাতজনকে আহত করেছে।

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, মঙ্গলবার সন্ধ্যার আগ মুহূর্তে শ্রমকিদের দুই গ্রুপের মধ্যে হামলা ও সংঘাতের ঘটনা ঘটে। তবে কেউ লিখিত কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে মোংলা বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে মঙ্গলবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ রেজি নং-২১৪৩ শাব্দিক অর্থে মোংলা বন্দরের শ্রমিক মনে হলেও প্রকৃতপক্ষে এটি একটি স্টিভেডর নিয়ন্ত্রিত শ্রমিক দ্বারা পরিচালিত সংগঠন। এই শ্রমিকগণ স্টিভেডরদের নিয়ন্ত্রণে বন্দরে আগত সকল বাণিজ্যিক জাহাজ থেকে পণ্য খালাস-বোঝাইয়ের কাজ করে থাকে। মোংলা বন্দরের লাইসেন্সপ্রাপ্ত স্টিভেডররা এ সকল শ্রমিকদের নিয়োগ, পরিচালনা ও সকল পাওনাদি পরিশোধ করে থাকেন। মোংলা বন্দর কোনো শ্রমিক নিয়োগ/পরিচালনা করে না। মোংলা বন্দরের শ্রমিক নেতাদের উপর হামলার সংবাদটি মূলত স্টিভেডর শ্রমিকদের অভ্যন্তরীণ কোন্দলের বহিঃপ্রকাশ।

বন্দরের পরিচালক (বোর্ড) স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের আমদানি-রপ্তানির ধারাবাহিকতা ও উত্তরোত্তর উন্নয়ন অব্যাহত রাখতে এই সমুদ্রবন্দর বিশেষ ভূমিকা পালন করে আসছে। শ্রমিকদের এ ধরনের অভ্যন্তরীণ কোন্দলের কারণে দেশে ও বিদেশে মোংলা বন্দরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, এ ধরনের সৃষ্ট সমস্যার ফলে যদি মোংলা বন্দরে জাহাজ আগমন কমে যায় তাহলে বন্দরের উপর নির্ভরশীল হাজার হাজার শ্রমিক বেকার হয়ে সপরিবারে মানবেতর জীবন যাপনে বাধ্য হবে। সে সাথে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হবে। দেশের অভ্যন্তরে ও বিদেশে বন্দরের ভাবমূর্তি সম্পর্কিত বিধায় বন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ এনস প ত দ র ওপর স গঠন র অবস থ ন পর চ ল ব এনপ এ সময়

এছাড়াও পড়ুন:

দেম্বেলের গোলের পর দোন্নারুম্মার বীরত্ব, আর্সেনালকে হারিয়ে এগিয়ে গেল পিএসজি

আর্সেনাল ০–১ পিএসজি

লন্ডনের এমিরেটস স্টেডিয়ামের ৬০ হাজার দর্শকের আসন হয়তো তখনো সেভাবে গরম হয়নি। হয়তো কোনো কিছু বুঝে উঠতেও পারেননি। এর মধ্যেই আচমকা এক আক্রমণ থেকে গোল!

এই গোল দেখতে নিশ্চয় প্রস্তুত ছিলেন না আর্সেনাল সমর্থকেরা। কারণ, জালটা যে কেঁপেছে আর্সেনালেরই। কাঁপিয়েছেন উসমান দেম্বেলে।

সেমিফাইনালের প্রথম লেগের চতুর্থ মিনিটে দেম্বেলের গোলের পর গোলপোস্টের নিচে বীরত্ব দেখিয়েছেন জিয়ানলুইজি দোন্নারুম্মা। আর্সেনালের অন্তত পাঁচটি গোলের সুযোগ নস্যাৎ করে দিয়েছেন তিনি।

শেষ পর্যন্ত বিশ্বকাপজয়ী দেম্বেলের গোল আর ইউরোজয়ী দোন্নারুম্মার অসাধারণ সেভগুলোই ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছে। তাতে আর্সেনালকে তাদেরই মাঠে ১–০ ব্যবধানে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পথে এগিয়ে গেছে পিএসজি।   

বিস্তারিত আসছে... 

সম্পর্কিত নিবন্ধ