Samakal:
2025-04-29@21:24:09 GMT

চীনে রেস্তোরাঁয় আগুন, নিহত ২২

Published: 29th, April 2025 GMT

চীনে রেস্তোরাঁয় আগুন, নিহত ২২

চীনের লিয়াওনিং প্রদেশের লিয়াওইয়াং শহরে একটি রেস্তোরাঁয় আগুন লেগে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। 

মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ২৫ মিনিটে আবাসিক এলাকায় অবস্থিত ওই রেস্তোরাঁয় আগুন ছড়িয়ে পড়ে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হলো, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ঘটনাস্থলে আগুন নেভাতে ২২টি অগ্নিনির্বাপণ গাড়ি ও ৮৫ দমকলকর্মী কাজ করছেন বলে জানিয়েছেন লিয়াওনিং প্রদেশের ক্ষমতাসীন দলের কমিটি সেক্রেটারি হাও পেং। 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই ঘটনাকে ‘চরম শিক্ষা নেওয়ার মতো’ একটি ঘটনা বলে তুলে ধরেছেন। তিনি দ্রুত আগুন লাগার কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। এএফপি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আগ ন

এছাড়াও পড়ুন:

দেম্বেলের গোলের পর দোন্নারুম্মার বীরত্ব, আর্সেনালকে হারিয়ে এগিয়ে গেল পিএসজি

আর্সেনাল ০–১ পিএসজি

লন্ডনের এমিরেটস স্টেডিয়ামের ৬০ হাজার দর্শকের আসন হয়তো তখনো সেভাবে গরম হয়নি। হয়তো কোনো কিছু বুঝে উঠতেও পারেননি। এর মধ্যেই আচমকা এক আক্রমণ থেকে গোল!

এই গোল দেখতে নিশ্চয় প্রস্তুত ছিলেন না আর্সেনাল সমর্থকেরা। কারণ, জালটা যে কেঁপেছে আর্সেনালেরই। কাঁপিয়েছেন উসমান দেম্বেলে।

সেমিফাইনালের প্রথম লেগের চতুর্থ মিনিটে দেম্বেলের গোলের পর গোলপোস্টের নিচে বীরত্ব দেখিয়েছেন জিয়ানলুইজি দোন্নারুম্মা। আর্সেনালের অন্তত পাঁচটি গোলের সুযোগ নস্যাৎ করে দিয়েছেন তিনি।

শেষ পর্যন্ত বিশ্বকাপজয়ী দেম্বেলের গোল আর ইউরোজয়ী দোন্নারুম্মার অসাধারণ সেভগুলোই ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছে। তাতে আর্সেনালকে তাদেরই মাঠে ১–০ ব্যবধানে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পথে এগিয়ে গেছে পিএসজি।   

বিস্তারিত আসছে... 

সম্পর্কিত নিবন্ধ