জাকসুর তফসিল ঘোষণার দাবিতে বাগছাসের বিক্ষোভ
Published: 29th, April 2025 GMT
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দ্রুততম সময়ে জুলাই হামলাকারীদের বিচার প্রক্রিয়া সম্পন্ন ও ৩০ এপ্রিলের মধ্যে জাকসুর তফসিল ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় সংগঠনটির জাবি শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন রাস্তা থেকে বিক্ষোভ শুরু হয়ে বটতলা অতিক্রম করে রেজিস্ট্রার ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়েছে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ৪৯ ব্যাচের শিক্ষার্থী আহসান লাবীব বলেন, “জুলাই অভ্যুত্থানের পরে যে প্রশাসন গঠিত হয়েছে, তার কাছে আমাদের বারবার বিভিন্ন দাবি নিয়ে আসতে হচ্ছে, এটা আমাদের জন্য লজ্জাজনক। প্রশাসন বারবার জাকসু ও জুলাইয়ের বিচার নিয়ে টালবাহানা শুরু করেছে।”
তিনি বলেন, “একদল মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থী চাচ্ছে না নিয়মিত শিক্ষার্থীরা দ্বারা জাকসু গঠিত হোক। তারা ভালো করেই জানে নিয়মিত শিক্ষার্থীরা ক্ষমতায় গেলে তারা টেন্ডারবাজি করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না। তাই প্রশাসনকে মনে করিয়ে দিতে চাই, আপনারা যদি শিক্ষার্থীবান্ধব না হন, আপনাদের অবস্থাও খুব বেশি ভালো হবে না।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, “প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনারা একাধিকবার অছাত্রদের হল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু আমরা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ লক্ষ্য করিনি। এতে পরিষ্কার যে, আপনারা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার পথেই হাঁটছেন।”
তিনি বলেন, “আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, বিগত দিনে যেমন শিক্ষার্থীরা প্রতারিত হয়েছে, এবার আর আমরা প্রতারিত হতে চাই না। আগামীকাল যদি তফসিল ঘোষণা না করা হয়, তাহলে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সর্বত্র আন্দোলন গড়ে তুলব।”
৫০ ব্যাচের শিক্ষার্থী নাজমুল ইসলাম লিমন বলেন, “জাকসুকে কেন্দ্র করে ছাত্রলীগকে পুনর্বাসনের একটা চেষ্টা চালানো হচ্ছে। আট মাস পেরিয়ে গেলেও এখনো গণ অভ্যুত্থানের বিচার করেনি প্রশাসন। যখনই জাকসুর তফসিল ঘোষণার সময় আসে, তখনই প্রশাসন একটা টালবাহানা শুরু করে দেয়।”
তিনি বলেন, “আগামীকাল জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করতেই হবে। যদি আগামীকাল তফসিল ঘোষণা না করে কোনো রকম টালবাহানা করার চেষ্টা করেন, তাহলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা দেখে নেবে আপনারা কিভাবে ওই গদিতে বসে থাকেন।”
৫১ ব্যাচের শিক্ষার্থী নাদিয়া রহমান বলেন, “প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকে কোনো না কোনোভাবে জাকসু পেছানোর চেষ্টা করেছে। ক্যাম্পাসে জাকসু না থাকায় আপনারা দেখেছেন বিগত প্রশাসনগুলো কিভাবে স্বৈরাচার হয়েছিল উঠেছিল। তাই আমরা চাই না এরকম স্বৈরাচার আবারো তৈরি হোক।”
তিনি বলেন, “জুলাই হামলার নয় মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত হামলার বিচার আমরা দেখতে পাইনি। হামলাকারীরা ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে, এতে আমরা শংকিত হই। আমরা চাই প্রশাসন দ্রুত সময়ে হামলাকারীদের বিচার কার্য সম্পন্ন করবে এবং আগামীকাল তফসিল ঘোষণার যে ডেডলাইন, সেটা তারা বাস্তবায়ন করবে।”
ঢাকা/আহসান/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ইশরাককে মেয়র ঘোষণা: ইসির ভূমিকা নিয়ে এনসিপির উদ্বেগ
আদালতের রায়ের পর বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশের পর নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ উদ্বেগ জানান।
বিবৃতিতে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ইশরাক হোসেনের মামলার প্রথম তিন বছর পাঁচ মাসে ৩২টি তারিখ নির্ধারণ করা হলেও ২০২৪ সালের অক্টোবর থেকে মাত্র চার মাসে ১৭টি তারিখ দিয়ে মামলাটি তড়িঘড়ি করে নিষ্পত্তি করা হয়েছে। কিন্তু একই সময়ে অন্যান্য মামলার ক্ষেত্রে এত দ্রুততার সঙ্গে তারিখ ধার্য করা হয়নি। ট্রাইব্যুনাল একটি পক্ষকে বিশেষ অগ্রাধিকার দিয়ে অন্যায্য সুবিধা দিয়েছে কি-না, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।
বিবৃতিতে বলা হয়, মামলার হলফনামাগুলো বেআইনিভাবে তৃতীয় পক্ষের মাধ্যমে সম্পাদন ও দাখিল করে আরজি সংশোধন করে ভিন্ন প্রতিকার চাওয়া হয়েছে। কিন্তু ট্রাইব্যুনাল কোনোরূপ বিচার-বিবেচনা না করে তা গ্রহণ ও মঞ্জুর করেছে। এই ঘটনাগুলো বিচারিক পদ্ধতির স্বচ্ছতা এবং নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে।
এ মামলায় কমিশনের ভূমিকা রহস্যজনক ছিল উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, বিবাদী হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশন মামলায় প্রতিদ্বন্দ্বিতা করেনি, যার ফলে একতরফা রায় হয়েছে। এমনকি উচ্চ আদালতে প্রতিকার না চেয়ে বাদীকে বিশেষ সুবিধা দিয়েছে ইসি। কমিশনের এমন তৎপরতা অস্বাভাবিক ও উদ্বেগজনক। এর আগেও দেখেছি নির্বাচন কমিশন তার নিরপেক্ষ আচরণ বজায় রাখার পরিবর্তে এমন সব বক্তব্য দিয়েছে, যা একটি বৃহৎ রাজনৈতিক দলকে সুবিধা দিচ্ছে বলে জনগণ মনে করে।
এতে বলা হয়, ১৯ আগস্ট ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ করা হয়েছে। ফলে পুরো মামলাটিই অকার্যকর। এরপরও রায় এবং তড়িঘড়ি করে কমিশন কর্তৃক গেজেট প্রকাশের পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য ছিল কি-না, তা জনসাধারণের সামনেপরিষ্কার করতে হবে। স্বাধীন ও নিরপেক্ষ বিচারব্যবস্থা ছাড়া গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা অসম্ভব। এনসিপি এই পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করছে।