ফরিদপুরের সালথায় লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ৪০ জন কলেজছাত্রী অংশ নেয়। ফাউন্ডেশন ওম্যান পসিবিলিটিস এবং নন্দিতা সুরক্ষা যৌথভাবে এ সেমিনারের আয়োজনে করে।

সেমিনারে লিঙ্গভিত্তিক সহিংসতা ও জেন্ডার রোল বিষয়ক আলোচনা করেন ব্লাস্টের ফরিদপুর জেলা শাখার সমন্বয়কারী অ্যাডভোকেট শীপ্রা গোস্বামী। আর স্বাস্থ্য সচেতনতা, স্যানিটারি ন্যাপকিন, মেন্সট্রুয়াল কাপ, ট্যাম্পন ইত্যাদি ঋতুস্রাব উপকরণ পরিচিতি, ঋতুস্রাবকালীন খাদ্য অভ্যাস, পরিচ্ছন্নতা নিয়ে আলোচনা ও ঋতুস্রাব বান্ধব সমাজ গঠনের ইতিবাচক প্রভাব ও করণীয় বিষয় আলোচনা করেন নন্দিতা সুরক্ষার প্রকল্প সমন্বয়কারী তাহিয়াতুল জান্নাত রেমি।

এ সময় বক্তব্য রাখেন কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মারুফ হোসাইন। সমাপনী বক্তব্য দেন ফাউন্ডেশন ফর ওম্যান পসিবিলিটিস-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ফসিউল আহসান।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সম্পর্কের ৫০ বছর: বাংলাদেশে প্রথমবার চীনা ক্যালিগ্রাফি প্রদর্শনী

বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় প্রথমবারের মতো শুরু হয়েছে চীনা ক্যালিগ্রাফি প্রদর্শনী।

মঙ্গলবার (২৯ এপ্রিল) জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টাশালী এক্সিবিশন হলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই প্রদর্শনীর।

‘দ্য ল্যানটিং লিগ্যাসি’ প্রতিপাদ্যে সাত দিনব্যাপী এই প্রদর্শনী যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশে চীনা দূতাবাস, বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ সেন্টার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট।

উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন চীনা দূতাবাসের অ্যাটাশে সুন খ্যংনিং ও বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ সেন্টারের সাধারণ সম্পাদক এইচ এম জাহাঙ্গীর আলম রানা।

উদ্বোধনী বক্তৃতায় সুন খ্যংনিং বলেন, “আমরা এই বছর প্রথমবারের মতো চীনা ক্যালিগ্রাফি প্রদর্শনীর আয়োজন করেছি। তাড়াহুড়া করে এই আয়োজন করা হয়েছে, তাই সুন্দরভাবে আয়োজন করতে পারিনি। এর জন্য ক্ষমাপ্রার্থী; তবুও আশা করি, দর্শকরা চীনা ক্যালিগ্রাফির সৌন্দর্য উপভোগ করবেন।”

চীন-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীতে দুই দেশের সম্পর্ক আরো উচ্চ স্তরে পৌঁছাবে এবং গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

জাহাঙ্গীর আলম রানা বলেন, চীনা ক্যালিগ্রাফি তিন হাজার বছরের পুরোনো। তুলি, কালি, কলম ও কাগজ দিয়ে চীনা শিল্পীরা নান্দনিক ক্যালিগ্রাফি তৈরি করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চীনা ক্যালিগ্রাফিভক্ত লিউ চেন, কো তাহাই, হু সংসহ বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ সেন্টার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/হাসান/রাসেল

সম্পর্কিত নিবন্ধ