সলঙ্গায় গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগ, পিতা-পুত্র কারাগারে
Published: 29th, April 2025 GMT
সিরাজগঞ্জের সলঙ্গায় গৃহপরিচারিকাকে নির্যাতন ও ধর্ষণের অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত বাবা সলঙ্গার চড়িয়াকান্দি গ্রামের জামসেদ ফকির (৬৫) ও তার ছেলে আনারুল ইসলাম মুক্তা ফকির (৩৫)। আজ মঙ্গলবার সন্ধ্যায় তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে ভুক্তভোগীর গৃহপরিচারিকার মা বাদী হয়ে জামসেদ ও মুক্তাকে আসামি করে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন। এজাহারে তিনি দাবি করেন, ধর্ষণের ফলে তার মেয়ে দু’মাসের গর্ভবতী হয়েছেন।
সলঙ্গা থানার ওসি মোখলেসুর রহমান মামলার এজাহার ও স্থানীয়দের বরাত দিয়ে আজ সন্ধ্যার পর জানান, অভিযুক্তদের বাড়িতে প্রায় পাঁচ বছর ধরে কাজ করে আসছিলেন ওই গৃহপরিচারিকা। এ সময়ে নানা সুযোগে তাকে ধর্ষণ ও নির্যাতন করতেন অভিযুক্ত বাবা-ছেলে। এতে ওই গৃহপরিচারিকা দু’মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
তিনি আরও জানান, ঘটনাটি প্রকাশ পেলে তার মা থানা-পুলিশের শরণাপন্ন হলে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষার জন্য আগামীকাল সিভিল সার্জন অফিসের মাধ্যমে জেনারেল হাসপাতালে পাঠানো হতে পারে বলেও জানান ওসি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স র জগঞ জ গ হপর চ র ক সলঙ গ
এছাড়াও পড়ুন:
সম্পর্কের ৫০ বছর: বাংলাদেশে প্রথমবার চীনা ক্যালিগ্রাফি প্রদর্শনী
বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় প্রথমবারের মতো শুরু হয়েছে চীনা ক্যালিগ্রাফি প্রদর্শনী।
মঙ্গলবার (২৯ এপ্রিল) জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টাশালী এক্সিবিশন হলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই প্রদর্শনীর।
‘দ্য ল্যানটিং লিগ্যাসি’ প্রতিপাদ্যে সাত দিনব্যাপী এই প্রদর্শনী যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশে চীনা দূতাবাস, বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ সেন্টার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট।
উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন চীনা দূতাবাসের অ্যাটাশে সুন খ্যংনিং ও বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ সেন্টারের সাধারণ সম্পাদক এইচ এম জাহাঙ্গীর আলম রানা।
উদ্বোধনী বক্তৃতায় সুন খ্যংনিং বলেন, “আমরা এই বছর প্রথমবারের মতো চীনা ক্যালিগ্রাফি প্রদর্শনীর আয়োজন করেছি। তাড়াহুড়া করে এই আয়োজন করা হয়েছে, তাই সুন্দরভাবে আয়োজন করতে পারিনি। এর জন্য ক্ষমাপ্রার্থী; তবুও আশা করি, দর্শকরা চীনা ক্যালিগ্রাফির সৌন্দর্য উপভোগ করবেন।”
চীন-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীতে দুই দেশের সম্পর্ক আরো উচ্চ স্তরে পৌঁছাবে এবং গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জাহাঙ্গীর আলম রানা বলেন, চীনা ক্যালিগ্রাফি তিন হাজার বছরের পুরোনো। তুলি, কালি, কলম ও কাগজ দিয়ে চীনা শিল্পীরা নান্দনিক ক্যালিগ্রাফি তৈরি করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চীনা ক্যালিগ্রাফিভক্ত লিউ চেন, কো তাহাই, হু সংসহ বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ সেন্টার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/হাসান/রাসেল