আই/ও সম্মেলনের আগেই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে গুগল, কেন
Published: 29th, April 2025 GMT
বার্ষিক আই/ও সম্মেলনের মাত্র এক সপ্তাহ আগে অ্যান্ড্রয়েড–বিষয়ক আলাদা একটি অনুষ্ঠানের আয়োজনের ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিয়েছে গুগল। ‘দ্য অ্যান্ড্রয়েড শো: আই/ও এডিশন’ নামের ভার্চ্যুয়াল এই অনুষ্ঠান আগামী ১৩ মে ইউটিউব ও অ্যান্ড্রয়েডের ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হবে।
২০ মে হবে গুগলের বার্ষিক সম্মেলন ‘গুগল আই/ও ২০২৫’। ডেভেলপার বা প্রোগ্রামারদের নিয়ে আয়োজিত দুই দিনের গুগল আই/ও সম্মেলনের মাত্র এক সপ্তাহ আগে অ্যান্ড্রয়েড–বিষয়ক আলাদা একটি অনুষ্ঠান আয়োজন বিশেষ গুরুত্ব বহন করছে। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, এবারের সম্মেলনে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন প্রযুক্তি, বিশেষ করে ‘জেমিনি’ ও অন্যান্য এআইয়ের সুবিধা বেশি গুরুত্ব পাবে। পাশাপাশি ‘প্রজেক্ট অ্যাস্ট্রো’ সম্পর্কেও নতুন ঘোষণা আসতে পারে।
অ্যান্ড্রয়েড–বিষয়ক আলাদা অনুষ্ঠান আয়োজনের বিষয়ে গুগলের অ্যান্ড্রয়েড ইকোসিস্টেম বিভাগের প্রেসিডেন্ট সামীর সামাত বলেন, ‘আই/ও সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে আমরা কিছু গুরুত্বপূর্ণ খবর আগেভাগেই জানাব। তবে আই/ও–তে আরও বিশেষ ঘোষণা ও চমক অপেক্ষা করছে।’
কয়েক বছর আগেও আই/ও সম্মেলনে অ্যান্ড্রয়েডই ছিল মূল আকর্ষণ। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই পটভূমি বদলেছে। গত বছর সম্মেলনে অ্যান্ড্রয়েড নিয়ে আলোচনা হলেও তা আগের মতো আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল না।
সূত্র: দ্য ভার্জ
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অন ষ ঠ ন
এছাড়াও পড়ুন:
আইপিএল দিল্লি–কলকাতা
বয়স ৩৭ ছুঁইছুঁই। স্বাভাবিকভাবেই সেরা সময় পার করে এসেছেন সুনীল নারাইন। এবারের আইপিএলেও বল হাতে খুব একটা ভালো করতে পারছিলেন না। সর্বশেষ দুই ম্যাচে ছিলেন কিছুটা খরুচে, পাননি কোনো উইকেট।
প্রশ্নটা তাই কলকাতা নাইট রাউডার্সের সামাজিক যোগাযোগমাধ্যম পেজগুলোতে বেশি উঠছিল—নারাইন কি ফুরিয়ে গেলেন?
না, নারাইন এখনো ফুরিয়ে যাননি। ‘বুড়ো’ বয়সেও যে তাঁর বোলিং অনেক কাছে রহস্যময় হয়ে আছে, আজ চোখের পলক ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়ে সেটাই যেন বুঝিয়ে দিলেন! দিল্লি ক্যাপিটালসের মুঠো থেকে ম্যাচের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়ে ১৪ রানে জেতালেন কলকাতাকে।
নিজেদের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে কলকাতাকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল দিল্লি। টপ ও মিডল অর্ডারের ছয় ব্যাটসম্যানের অবদানে ৯ উইকেট হারিয়ে ২০৪ রান করেছিল কলকাতা। লক্ষ্য তাড়ায় ৯ উইকেটে ১৯০ রানে থেমেছে দিল্লি। এ জয়ে আইপিএলের প্লে–অফে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখল বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা।
টপাটপ ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন নারাইন