বন্দরে ১৪ কেঁজি গাঁজাসহ সাথী মনি (২০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উক্ত মাদক মামলায় তাকে আদালতে প্রেরন করেছে পুলিশ। 

এরআগে সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকা গামী এমআর এন্টারপ্রাইজের ঢাকা মেট্রো ব ১২-১৫৪৭ নাম্বারে যাত্রিবাহী বাসে তল্লাশি চালিয়ে উক্ত গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সাথী মনি সুদূর দিনাজপুর জেলার বিরামপুর থানার শান্তিনগর এলাকার শহীদ মিয়ার মেয়ে ও  তাইজুল ইসলামের স্ত্রী। 

গাঁজা উদ্ধারের ঘটনায় র‌্যাব-১১ নায়েক সুবেদার  গিয়াস উদ্দিন সিকদার বাদী হয়ে ধৃত নারী মাদক কারবারি বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।   
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

আইপিএল দিল্লি–কলকাতা

বয়স ৩৭ ছুঁইছুঁই। স্বাভাবিকভাবেই সেরা সময় পার করে এসেছেন সুনীল নারাইন। এবারের আইপিএলেও বল হাতে খুব একটা ভালো করতে পারছিলেন না। সর্বশেষ দুই ম্যাচে ছিলেন কিছুটা খরুচে, পাননি কোনো উইকেট।

প্রশ্নটা তাই কলকাতা নাইট রাউডার্সের সামাজিক যোগাযোগমাধ্যম পেজগুলোতে বেশি উঠছিল—নারাইন কি ফুরিয়ে গেলেন?

না, নারাইন এখনো ফুরিয়ে যাননি। ‘বুড়ো’ বয়সেও যে তাঁর বোলিং অনেক কাছে রহস্যময় হয়ে আছে, আজ চোখের পলক ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়ে সেটাই যেন বুঝিয়ে দিলেন! দিল্লি ক্যাপিটালসের মুঠো থেকে ম্যাচের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়ে ১৪ রানে জেতালেন কলকাতাকে।

নিজেদের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে কলকাতাকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল দিল্লি। টপ ও মিডল অর্ডারের ছয় ব্যাটসম্যানের অবদানে ৯ উইকেট হারিয়ে ২০৪ রান করেছিল কলকাতা। লক্ষ্য তাড়ায় ৯ উইকেটে ১৯০ রানে থেমেছে দিল্লি। এ জয়ে আইপিএলের প্লে–অফে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখল বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা।

টপাটপ ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন নারাইন

সম্পর্কিত নিবন্ধ