ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে মঙ্গলবার মোহামেডানকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে আবাহনী। ওই ম্যাচে শুরুতে ব্যাট করে ৭ উইকেটে ২৪০ রান করে মোহামেডান। মাহমুদউল্লাহ রিয়াদ ৫০ রানের ইনিংস খেলেন। 

৯.৪ ওভার থাকতে হেরে যায় মোহামেডান। ম্যাচ শেষেই ঘটে বিপত্তি। গ্যালারি থেকে কিছু একটা শুনে তেড়ে যান মোহামেডানের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। পরে মোহামেডানের টিম ম্যানেজমেন্ট তাকে সেখান থেকে ফিরিয়ে আনে। 

পরে মোহামেডানের দল সূত্রে জানা গেছে, ড্রেসিংরুমে ফেরার পথে গ্যালারি থেকে এক ভক্ত রিয়াদের উদ্দেশ্যে ‘ভুয়া’ বলে চিৎকার দেন। এটা শুনে রিয়াদ গ্র্যান্ড স্টান্ডের দিকে যান। তবে টিম ম্যানেজমেন্ট সেখান থেকে তাকে সরিয়ে আনে। 

ডিপিএলের চলতি মৌসুমে মোহামেডান কয়েকটি বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছে। আবাহনীর বিপক্ষে ম্যাচে তাওহীদ হৃদয় আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ করেন। তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হলেও তা কমিয়ে এক ম্যাচ করা হয়। এক ম্যাচ খেলার পরে পুনরায় তার বাকি এক ম্যাচের নিষেধাজ্ঞা বলবৎ হয়। কিন্তু মোহামেডান বিসিবির ওপর চাপ প্রয়োগ করে ওই নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করায়। 

পরের ম্যাচেই গাজী গ্রুপের বিপক্ষে হৃদয় আউট হলেও ক্রিজ না ছেড়ে বেশ কিছু সময় দাঁড়িয়ে থাকেন। ওই ঘটনায় তাকে একটি ডি মেরিট পয়েন্ট দেওয়া হয়। এছাড়া তাকে অর্থ দ্বন্দ্ব দেওয়া হয়। একটি ডি মেরিট পাওয়ার হৃদয়ের ডি মেরিট পয়েন্ট দাঁড়ায় আটটি। যে কারণে চার ম্যাচ নতুন করে নিষিদ্ধ হয়েছেন তিনি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ড প এল

এছাড়াও পড়ুন:

মাটির পাত্রে রাখা পানি

এক সময় মানুষ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি বাসনপত্রে রান্না করত। পানি সংরক্ষণের জন্যও ব্যবহার করা হতো মাটির পাত্র। এ অভ্যাস তৎকালীন প্রজন্মকে সুস্থ জীবনযাপনে সাহায্য করত। সময়ের বিবর্তনে আবারও ফিরে এসেছে সেই চল। অনেকে আজকাল পানি সংরক্ষণের জন্য মাটির ফিল্টার ও জগ ব্যবহার করছেন। অনেকে আবার পানি খাওয়ার জন্য ব্যবহার করছেন মাটির মগ বা গ্লাস। মাটির পাত্রে রাখা পানি পানে নানা ধরনের উপকারিতা রয়েছে। যেমন–
প্রাকৃতিকভাবে পানি ঠান্ডা রাখে 
মাটির পাত্রে রাখা পানি প্রাকৃতিকভাবে ঠান্ডা থাকে। এ গরমে বাইরে থেকে ফিরে ফ্রিজের ঠান্ডা পানি না খেয়ে এ পাত্রে রাখা পানি পান করুন। এতে শরীর শীতল হবে। 
হজম শক্তিকে উন্নত করে
মাটির পাত্রে পানি রেখে পান করলে হজম শক্তি উন্নত হয়। মাটিতে থাকা ক্ষার পানির অম্লতা নিরপেক্ষ করে, যা স্বাস্থ্যের জন্য বেশ ভালো। সেই সঙ্গে মাটিতে থাকা খনিজ ও লবণ হজমের জন্য উপকারী। মাটির পাত্রে রাখা পানি পানে এসিডিটি, ফোলাভাব ও কোষ্ঠকাঠিন্যের মতো হজমের সমস্যা কমে। শরীরে টক্সিক কেমিক্যালের মাত্রা কমাতে সাহায্য করে মাটির পাত্রে রাখা পানি।
হিটস্ট্রোক প্রতিরোধ করে
প্রচণ্ড গরমে হিটস্ট্রোক একটি সাধারণ সমস্যা। মাটির পাত্রে রাখা পানি পান করলে হিটস্ট্রোক প্রতিরোধে সাহায্য করে। কারণ এ পাত্রে পানি থাকায় খনিজ এবং পুষ্টি উপাদানগুলো অক্ষত থাকে। এর ফলে শরীর দ্রুত ডিহাইড্রেট হয়।
পানির গুণমান উন্নত
মাটির পাত্র কেবল পানি ঠান্ডা করে না, বরং প্রাকৃতিকভাবে পানি বিশুদ্ধ করার জন্যও কার্যকর। কাদামাটি দিয়ে তৈরি ছিদ্রযুক্ত মাটির পাত্র প্রাকৃতিকভাবে পানি ফিল্টার করে। যার ফলে পরিষ্কার এবং বিশুদ্ধ পানি পাওয়া যায়।
স্বাদ বাড়ায়: মাটির পাত্র রাখা পানি পান করলে পানিতে অন্য রকম এক স্বাদ ও সুগন্ধ যোগ হয়। মাটির বিভিন্ন উপাদান পানিতে মিশে স্বাদটা ভিন্নমাত্রা পায়। এ কারণে এই পানি খেতে অনেক সতেজ লাগে।  
পরিবেশবান্ধব
প্লাস্টিকের বোতলের চেয়ে মাটির পাত্র বেশি ভালো হওয়া কারণ, এটি পরিবেশবান্ধব। এ ছাড়া কাচের বোতলের চেয়ে মাটির বোতল ব্যবহার করা সাশ্রয়ী। মাটির পাত্র দীর্ঘ সময় ব্যবহারও করা যায়। v
সূত্র: ইকোনমিক টাইমস, হেলথ শটস

সম্পর্কিত নিবন্ধ