বেসরকারি এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি (এক্সিম ব্যাংক) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার

পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ–৪.

০০-এর মধ্যে কমপক্ষে সিজিপিএ–৩.০০ বা প্রথম শ্রেণি থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে জিপিএ–৫.০০-এর মধ্যে ৫.০০ অথবা ও লেভেলে ৩টি ‘এ’ ও ২টি ‘বি’ এবং এ লেভেলে একটি ‘এ’ ও একটি ‘বি’ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কম্পিউটারে দক্ষতাসহ এমএস অফিস, ই-মেইল ও ইন্টারনেটের কাজ জানতে হবে। উপস্থাপনায় দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। নিয়োগের পর থেকে অন্তত পাঁচ বছরের এই ব্যাংকে চাকরি করার মানসিকতা থাকতে হবে।

আরও পড়ুনবেসরকারি ব্যাংক নেবে অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার, বেতন ৩০,০০০ টাকা২৭ এপ্রিল ২০২৫

বয়স: ৩০ এপ্রিল ২০২৫ সর্বোচ্চ ৩২ বছর।

বেতন-ভাতা: এক বছর প্রবেশনকালে মাসিক বেতন ৫২,৪০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। প্রবেশনকাল শেষে এক্সিকিউটিভ অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৬৭,৯০০ টাকা। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের এক্সিম ব্যাংকের ক্যারিয়ারসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৫।

আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অফ স র

এছাড়াও পড়ুন:

ইতিহাস গড়তে যাচ্ছেন শাহরুখ খান

বলিউডের কিং খান। শাহরুখ খান। বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে যাঁর রাজত্ব। এত বছর ধরে অগণিত আন্তর্জাতিক সম্মাননা পেলেও এখনও একটা জায়গায় পড়েনি তাঁর পদচিহ্ন। তা হলো ‘মেট গালা’। বিশ্ব ফ্যাশন জগতের সবচেয়ে প্রতীক্ষিত ও মর্যাদাপূর্ণ আসর এটি। শাহরুখ যা পরেন বা যেভাবে পরেছেন, তাতে মুগ্ধ ভক্তরা। তিনি সবসময় বুঝিয়ে দিয়েছেন নিজেকে ভালো দেখানোর জন্য ফ্যাশনের পিছু নেওয়া দরকার নেই। স্টাইল থাকলেই হবে। সেই তিনিই এবার হাজির হচ্ছেন ফ্যাশনের তীর্থক্ষেত্র মেট গালায়।

২০২৫ সালের মেট গালায় প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছেন শাহরুখ খান। আর এ আয়োজনের জন্য তাকে সাজাবেন ভারতের প্রখ্যাত বাঙালি ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জি।

শাহরুখের মেট গালায় অংশগ্রহণের খবর প্রথম প্রকাশ করে জনপ্রিয় ফ্যাশন ইনস্টাগ্রাম পেজ ‘ডায়েট সব্য’। তাদের পোস্টে লেখা ছিল, ‘দ্য কিং ইজ কামিং টু মেট!– এক লাইনেই যেন শাহরুখের আগমনের মাহাত্ম্য প্রকাশ পেয়েছে। এর পরপরই শাহরুখের দীর্ঘদিনের ম্যানেজার পূজা দাদলানির একটি ইনস্টাগ্রাম পোস্টে ‘লাইক’ দেওয়ার বিষয়টি নজরে আসে, যা আরও জোরালো করে এ গুঞ্জন। অবশেষে আন্তর্জাতিক বিভিন্ন ফ্যাশন ও বিনোদনমাধ্যম খবরটি নিশ্চিত করে: সত্যিই, শাহরুখ খান মেট গালায় হাঁটতে চলেছেন।

এর আগে মেট গালায় বলিউড থেকে প্রতিনিধিত্ব করেছেন প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট। গত কয়েক বছরে তারা নজর কেড়েছেন সেখানে। তবে বলিউডের ইতিহাসে শাহরুখ হলেন প্রথম পুরুষ, যিনি মেট গালার লাল গালিচায় হাঁটবেন। কেমন পোশাক পরে হাঁটবেন তিনি, আপাতত জল্পনা শুরু হয়েছে তা নিয়েই। 

২০২৫ সালের মেট গালার থিম ‘থাইলরেড ফর ইউ’। অর্থাৎ আপনার জন্য সাজানো’। এ থিমে বিশেষভাবে উদযাপন করা হবে ক্ল্যাসিক টেইলারিং এবং কৃষ্ণাঙ্গ ফ্যাশনের ইতিহাস ও বিবর্তন। পাশাপাশি এ আয়োজনে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের কস্টিউম ইনস্টিটিউটের এ প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে ‘সুপারফাইন: ধাইলরিং ব্ল্যাক স্টাইল’। পুরো আয়োজনের নেতৃত্ব দেবেন কো-চেয়ার ফারেল উইলিয়ামস, লুইস হ্যামিলটন, কোলম্যান ডমিঙ্গো এবং এস্যাপ রকি। এ ছাড়াও থাকছেন বাস্কেটবল তারকা লেব্রন জেমস।

‘মেট গালা হলো’ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাশনের আয়োজন। যেখানে প্রায় ৪০০ জন তারকাশিল্পী অংশ নেন। মেট গালায় অংশগ্রহণ করা সহজ বিষয় নয়। এতে একজনের একক টিকিটের মূল্য প্রায় ৭৫ হাজার মার্কিন ডলার। কর্পোরেট টেবিল বুকিং শুরু ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার থেকে। তবুও বিশ্বের সব তারকারা বছরের পর বছর ধরে অপেক্ষা করে এ লাল গালিচায় হাঁটার জন্য। কারণ, মেট গালা শুধু ফ্যাশন প্রদর্শন নয়, এটি এক ধরনের সম্মান। 

এখন অপেক্ষা শুধু ৫ মে’র সন্ধ্যার। নিউইয়র্কের আকাশে যখন উজ্জ্বল আলো ঝলমল করবে, ক্যামেরার ফ্ল্যাশে ভরে উঠবে লালগালিচায়, তখন বিশ্বের সামনে প্রকাশ পাবে শাহরুখ খানের মেট গালা অভিষেক। আর সেই মুহূর্ত নিশ্চয়ই ইতিহাসের পাতায় লেখা থাকবে– কিং খান মেট গালা জয় করলেন।

সম্পর্কিত নিবন্ধ

  • বেসরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ, বেতন ১৫,০০০
  • ইউনিক হোটেলের ৯ মাসে মুনাফা কমেছে ২০.০৫ শতাংশ
  • ঢাকা শিক্ষা বোর্ডে একাদশ ও দ্বাদশ শ্রেণির ইটিসি, বিটিসির সময় বৃদ্ধি
  • আইসিবির ৯ মাসে লোকসান বেড়েছে ৪.৫৪ শতাংশ
  • সিঙ্গারের গ্রস প্রফিট মার্জিন কমেছে ১.৮ শতাংশ
  • আজ টিভিতে যা দেখবেন (২৯ এপ্রিল ২০২৫)
  • আগামী বছর হজ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে: ধর্ম উপদেষ্টা
  • হজ ফ্লাইট উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা
  • ইতিহাস গড়তে যাচ্ছেন শাহরুখ খান