নারায়ণগঞ্জের বন্দরে এলজিইডি অফিসে দুদকের অভিযান, নিয়ে গেছে বিভিন্ন নথি
Published: 29th, April 2025 GMT
স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নারায়ণগঞ্জের বন্দর উপজেলা কার্যালয়ে অভিযান চালিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দলের সদস্যরা। এ সময় তাঁরা ওই কার্যালয় থেকে বর্তমানে বিভিন্ন চলমান প্রকল্প ও গত পাঁচ বছরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নথি নিয়ে গেছেন।
আজ মঙ্গলবার বেলা দেড়টা থেকে তিনটা পর্যন্ত এই অভিযান চালায় দুদকের দলটি।
অভিযানে ছিলেন দুদকের উপসহকারী পরিচালক মশিউর রহমান ও শরিফুল ইসলাম। অভিযান শেষে দুদকের উপসহকারী পরিচালক মশিউর রহমান প্রথম আলোকে জানান, তাঁরা প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী বন্দর উপজেলা এলজিইডি কার্যালয়ে অভিযান চালান। তিনি বলেন, ‘গত পাঁচ বছরের উন্নয়নকাজ ও বর্তমানে যেসব কাজ চলমান রয়েছে, সেসব কাজের আমরা তথ্য চেয়েছি। এখানে কোনো অনিয়ম ও দুর্নীতি হয়েছে কি না, তা দেখতে এখানে এসেছি। এখানে অনেক ধরনের কাজ রয়েছে, এখানে কাজের ভলিউম বেশি, তাই সেসব কাজের বিষয়ে তথ্য চেয়ে নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে প্রয়োজনে আমরা এই অফিসে আবার আসব।’
বেলা তিনটার দিকে দুদকের দলটি এলজিইডির উপজেলা কার্যালয় ত্যাগ করে। দুদক দলের অভিযান প্রসঙ্গে জানতে চাইলে বন্দর উপজেলা এলজিইডি কার্যালয়ের প্রকৌশলী শামসুর নাহার প্রথম আলোকে বলেন, দুদকের একটি দল তাঁর কার্যালয়ে এসেছিল। তারা বর্তমান চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কী অবস্থা ও গত পাঁচ বছরের যেসব উন্নয়নকাজ হয়েছে, সেসবের বিষয়ে তথ্য জানতে চেয়েছে। তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন কাজের তথ্য দেওয়া হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র উপজ ল
এছাড়াও পড়ুন:
রাতের ব্যবধানে শত কৃষকের সর্বনাশ
ধারদেনা করে ৮৫ শতাংশ জমিতে বোরো ধানের আবাদ করেছেন মজিবর রহমান (৬৫)। এ জমির ধান দিয়েই ছয় সদস্যের পরিবারের সারা বছরের খোরাকি হবে– এমন আশা ছিল তাঁর মনে। ঢাকার ধামরাই উপজেলার বাসনা নয়াপাড়ার এই চাষির আশা দুরাশায় পরিণত হয়েছে পাশের একটি ইটভাটার কারণে। গত বুধবারও সুস্থ-সবল ধান ছিল ক্ষেতে। ওই রাতেই পাশের টাটা ব্রিকস থেকে ছেড়ে দেওয়া হয় বিষাক্ত গ্যাস। এতে বাতাস উত্তপ্ত হয়ে পুড়ে গেছে মজিবরের ক্ষেতের সব ধান।
গতকাল শনিবার নিজ জমির ধান দেখিয়ে আক্ষেপ করছিলেন মজিবর রহমান। তাঁর প্রশ্ন, ঋণের টাকা কীভাবে পরিশোধ করবেন, পুরো বছর কীভাবেই বা চালাবেন সংসার খরচ? এই চাষির মতো ক্ষতির শিকার হয়েছেন বাসনা নয়াপাড়া ও নওগাঁহাটি এলাকার আব্দুল খালেক, আব্দুল মজিদ, আব্দুল লতিফ, কালু মিয়া, হানিফ আলী, রকেট, জিয়াউদ্দিন, নজরুল ইসলাম, সালামসহ শতাধিক কৃষক। তাদের অন্তত ২০০ বিঘা জমির আধাপাকা ধান পুড়ে গেছে।
ক্ষতিপূরণের দাবি জানিয়ে গতকাল শনিবার ও শুক্রবার কৃষকরা উপজেলা কৃষি কর্মকর্তার কাছে নালিশ করেন। তাঁর নির্দেশনায় শনিবার উপসহকারী কৃষি কর্মকর্তা পরিতোষ বিশ্বাস, তাপস কুমার সরকার ও সুমন হোসেন ধানি জমিগুলো পরিদর্শন করেছেন।
ধামরাই উপজেলায় ফসলি জমির আশপাশে গড়ে তোলা ইটভাটার সংখ্যা দুই শতাধিক। এরই একটি নওগাঁহাটি এলাকার টাটা ব্রিকস। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, গত বুধবারও তাদের জমির বোরো ধানগাছ সবুজ ছিল। সেদিন রাতেই ওই টাটা ইটভাটার কিলিনে জমে থাকা বিষাক্ত গ্যাস ছেড়ে দেওয়া হয়। এর পরই এলাকার বাতাস উত্তপ্ত হয়ে যায়। ওই বাতাস যেদিক দিয়ে প্রবাহিত হয়েছে সেই অংশেরই ধান গাছের পাতা পুড়ে গেছে। বৃহস্পতিবার থেকেই সব ধানগাছ লাল হয়ে চিটা ধরে যায়।
সব মিলিয়ে আশপাশের প্রায় ২০০ বিঘা বোরো ধান ক্ষেতের ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন বাসনা নয়াপাড়ার কৃষক নজরুল ইসলাম ও আব্দুল
খালেক। তারা এ জন্য ওই ইটভাটার বিষাক্ত গ্যাসকেই দায়ী করেন। বিষয়টি তারা উপজেলা কৃষি কর্মকর্তাকে জানিয়েছেন।
ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শনের পর উপসহকারী কৃষি কর্মকর্তা পরিতোষ বিশ্বাস বলেন, ইটভাটার মালিকপক্ষ ধানক্ষেত পুড়ে নষ্ট হওয়ার কথা স্বীকার করেছে। তারা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন।
টাটা ব্রিকসের ব্যবস্থাপক আব্দুল খালেকও তাদের ভাটা থেকে ছাড়া গ্যাসের আগুনে কিছু জমির ধান নষ্ট হওয়ার কথা স্বীকার করেন। তাঁর ভাষ্য, উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করেছেন। তাদের ভাটা মালিক আবুল হোসেন ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা চেয়েছেন। এ বিষয়ে তাদের (কৃষক) সঙ্গে বসেই সমাধান করা হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ইটভাটার আগুনে ধানের ব্যাপক ক্ষতি হওয়ার বিষয়টি কৃষকদের কাছ থেকে জানতে পারেন তিনি। পরে তিন কর্মকর্তা ক্ষতিগ্রস্ত ক্ষেত পরিদর্শন করেছেন। ইটভাটা মালিক কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন। দু-এক দিনের মধ্যে না দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।