অভিনেতার রহস্যজনক মৃত্যু, পরিবার বলছে খুন
Published: 29th, April 2025 GMT
শরীরে একাধিক আঘাতের চিহ্ন অবস্থায় ভারতীয় অভিনেতা রোহিত বাসফোর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় অসমের গড়ভাঙ্গা জঙ্গলে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে আর ফেরেননি। পরে গুয়াহাটিতে অভিনেতার মৃতদেহ পাওয়া যায়।
ভারতের গণমাধ্যম সূত্রে জানা গেছে, রোহিতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাথা, মুখ এবং অন্যান্য অংশে ক্ষতসহ তার শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
গত রোববার সন্ধ্যায় আসামের গড়ভাঙ্গা জঙ্গলে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন রোহিত। তারপর আর ফেরেননি। পরে গুয়াহাটিতে অভিনেতাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ওই দিন দুপুর সাড়ে ১২টা নাগাদ তিনি বাড়ি থেকে বের হন। বাড়িতে জানিয়ে যান ঘুরতে যাচ্ছেন। তারপর একটা সময় আর অভিনেতার পরিবার তার সঙ্গে যোগাযোগ করে উঠতে পারে না।
হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এক বন্ধুই দুর্ঘটনার কথা অভিনেতার পরিবারকে জানায়। রোহিতকে দুর্ঘটনার কারণে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে পৌঁছানোর পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিনেতা সম্প্রতি একটা বিরোধে জড়িয়ে পড়েছিলেন। সেই সময় রঞ্জিত বাসফোর, অশোক বাসফোর ও ধরম বাসফোর নামের তিন ব্যক্তি নাকি তাঁকে প্রাণনাশের হুমকিও দিয়েছিল। তাই তাঁর পরিবারের দাবি, অভিনেতা ‘খুন হয়েছেন’।
অভিনেতার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অমরদীপ নামের এক জিমের মালিক রোহিতকে এ সফরে আমন্ত্রণ জানিয়েছেন। অভিনেতার পরিবারের পক্ষ থেকে এই চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এই চারজন অভিযুক্তই পলাতক। এর মধ্যেই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
আগে কাজ করলেও এই তরুণ অভিনেতা আলোচনায় আসেন অ্যামাজন প্রাইম ভিডিওর বহুল আলোচিত সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’–তে সুযোগ পাওয়ার পর। রাজ ও ডিকের সিরিজটি চলতি বছরই মুক্তি পাওয়ার কথা। এ সিরিজে সুযোগ পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন রোহিত। হিন্দুস্থান টাইমস।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
পটুয়াখালীতে ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু
পটুয়াখালীতে এক ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) রাত ১০টায় সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের টেঙ্গাতলা এলাকায় নিজ বসতঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সরোয়ার তালুকদারের (৩২) ওই গ্রামের মৃত আলতাফ তালুকদারের ছেলে ও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক।
নিহতের স্বজনেরা জানান, শনিবার দুপুরে ফুপুর বাড়িতে দাওয়াত খেয়ে এসে নিজ ঘরে ঘুমাতে যান সরোয়ার। সন্ধ্যা ৭টার দিকে চাচাত বোন মাহিনুর তাকে ডাকতে গেলে কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়ির লোকজনকে জানান। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে সরোয়ারকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
আরো পড়ুন:
ফরিদপুরে বাবার গাড়ির নিচে চাপা পড়ে সন্তানের মৃত্যু
কিশোরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু
ফুপাত বোন লুৎফা বেগম অভিযোগ করে বলেন, ‘‘ঘরের মাঝখানের দরজা এবং দুটো জানালা নিচের দিক দিয়ে ভাঙা ছিল। আমার ভাই আত্মহত্যা করতে পারেনা। তাকে হত্যা করা হয়েছে।’’
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ বলেন, ‘‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/ইমরান/রাজীব