ভয়কে জয়ের মন্ত্রে গান বেঁধেছেন সংগীতশিল্পী ও সুরকার জেফার রহমান। ‘তীর’ শিরোনামে গানের ভিডিও চিত্র প্রকাশিত হবে শিগগিরই।
গানটি গাওয়ার পাশাপাশি সুরও করেছেন জেফার। গীতিকার আদিব কবিরের সঙ্গে যৌথভাবে গানের কথাও লিখেছেন তিনি।
শনিবার গানের পোস্টার প্রকাশ করেছেন জেফার। পোস্টারে ভিন্ন লুকে ধরা দিয়েছেন এই গায়িকা। গানের বিষয়বস্তু নিয়ে আজ প্রথম আলোকে বলেন, ভয়ের বিরুদ্ধে লড়াইকে উপজীব্য করে গানটি বেঁধেছেন তাঁরা।
জেফার জানান, গানটি ২০২১ সালের দিকে প্রথমবার সুর করেছেন। তবে গানটির কাজ শেষ করা হয়নি। ২০২৪ সালে কাজ শেষ করেছেন।
অ্যালবামের পোস্টার.উৎস: Prothomalo
কীওয়ার্ড: কর ছ ন
এছাড়াও পড়ুন:
‘জংলি’ শাকিবের ‘প্রিয়তমা’র রেকর্ড ভাঙতে পারল কি
দেশে অল্প কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘জংলি’। যতই দিন যাচ্ছিল, ছবিটি নিয়ে দর্শক আগ্রহ বাড়ার খবরও মিলছিল। এর মধ্যে চতুর্থ সপ্তাহে এসে দেশের ২৭ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ছবিটি। দেশের পাশাপাশি ২৫ এপ্রিল কানাডা ও যুক্তরাষ্ট্রের ৩৩ প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে জংলি। প্রথম ৩ দিনে ছবিটি ৩৫ হাজার ডলার সমপরিমাণ টিকিট বিক্রি করেছে। ছবিটির পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রোর সভাপতি এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
‘জংলি’ ছবির দৃশ্যে সিয়াম ও বুবলী