বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১২ পদে মোট ৩৮ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ১২ মে।

আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে আবেদনকারীকে কিছু শর্ত মেনে চলতে হবে বলে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন ব্যতীত মুদ্রিত/হস্তলিখিত কোনো প্রকার আবেদন বা কাগজপত্র ডাকযোগে বা অন্য কোনো উপায়ে প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না। অসম্পূর্ণ/ভুল তথ্যসংবলিত আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল করা হবে। প্রার্থীদের লিখিত, মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। পরীক্ষাসংক্রান্ত তথ্যাদি বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের ওয়েবসাইটে (www.

bfdc.gov.bd) পাওয়া যাবে।

১. ব্যবস্থাপক (অস্থায়ী)

পদসংখ্যা:

গ্রেড:

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি/বাণিজ্য/পরিসংখ্যান/মৎস্যবিজ্ঞানে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা উক্ত বিষয়ে দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।

২. হিসাবরক্ষক (স্থায়ী)

পদসংখ্যা: ২

গ্রেড: ১১

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা

আবেদনের যোগ্যতা: বাণিজ্যে স্নাতক ডিগ্রি।

৩. ফিস প্রসেসিং টেকনিশিয়ান (স্থায়ী)

পদসংখ্যা: ২ (দুই)

গ্রেড: ১১

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা

আবেদনের যোগ্যতা: কেমিস্ট্রি বা বায়োকেমিস্ট্রি ও প্রাণিবিদ্যা বা মৎস্যবিজ্ঞানে স্নাতক ডিগ্রি।

৪. মার্কেটিং সহকারী (অস্থায়ী)

পদসংখ্যা: ৫ (পাঁচ)

গ্রেড: ১৪

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

আবেদনের যোগ্যতা: স্নাতক ডিগ্রি।

৫. স্লিপওয়ে অপারেটর (স্থায়ী)

পদসংখ্যা: ১ (এক)

গ্রেড: ১৪

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

আবেদনের যোগ্যতা: সংশ্লিস্ট কাজে তিন বছরের অভিজ্ঞতাসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাস।

৬. ক্যাশিয়ার (অস্থায়ী)

পদসংখ্যা: ৫ (পাঁচ)

গ্রেড: ১৪

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

আবেদনের যোগ্যতা: বাণিজ্যে স্নাতক ডিগ্রি তবে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৭. সহকারী হিসাবরক্ষক (স্থায়ী)

পদসংখ্যা: ৩ (তিন)

গ্রেড: ১৪

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

আবেদনের যোগ্যতা: প্রাণিবিদ্যাসহ বিজ্ঞানে উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস, তবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৮. নার্সারি সহকারী (স্থায়ী)

পদসংখ্যা: ২ (দুই)

গ্রেড: ১৪

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

আবেদনের যোগ্যতা: প্রাণিবিদ্যাসহ বিজ্ঞানে উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস, তবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুনবেসরকারি ব্যাংক নেবে অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার, বেতন ৩০,০০০ টাকা২৭ এপ্রিল ২০২৫৯. ড্রাইভার (স্থায়ী)

পদসংখ্যা: ৩ (তিন)

গ্রেড: ১৬

বেতন স্কেল: ৯৩০০০-২২৪৯০ টাকা

আবেদনের শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।

১০. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (স্থায়ী)

পদসংখ্যা:

গ্রেড: ১৬

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

আবেদনের যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পাস এবং প্রতি মিনিটে মুদ্রাক্ষর লিখনে বাংলায় ২০ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।

আরও পড়ুন৪০৪ পদে সরকারি চাকরি, আবেদন শেষ আগামীকাল৬ ঘণ্টা আগে১১. বাজেট সহকার‌ী (স্থায়ী)

পদসংখ্যা: ১

গ্রেড: ১৬

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

আবেদনের যোগ্যতা: বাণিজ্যে উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে, তবে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

১২. টালি সহকারী (অস্থায়ী)

পদসংখ্যা:৫

গ্রেড: ১৭

বেতন স্কেল: ১০,০০০-২১,৮০০ টাকা

আবেদনের যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেটসহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন৭ বৃত্তিতে বিদেশে পড়াশোনা, আবেদনের সুযোগ ২ দিন৬ ঘণ্টা আগেআবেদনের বয়স

১ এপ্রিল ২০২৫–এ আবেদনকারী প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনোক্রমেই অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের সময়সীমা

অনলাইনে আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমা শুরু ১২ মে ২০২৫ সকাল ১০টা থেকে। আবেদন ফরম জমাদানের শেষ তারিখ ১১ জুন ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত। আবেদনকারী প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি ও সার্ভিস চার্জ জমা দিতে পারবেন।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা (https://cme.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পদস খ য র জন য পর ক ষ সহক র

এছাড়াও পড়ুন:

হজ ফ্লাইট উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা

হজ ফ্লাইট-২০২৫ উদ্বোধন করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সোমবার সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজক্যাম্পে প্রধান অতিথি হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের (হিজরি ১৪৪৬) হজ ফ্লাইটের উদ্বোধন ঘোষণা করেন।

এসময় তিনি হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। উপদেষ্টা হজযাত্রীদের সৌদি আরবের আইনকানুন মেনে চলা এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ থেকে বিরত থাকতে অনুরোধ জানান।

খালিদ হোসেন বলেন, এ দেশের হজযাত্রীরা যাতে যৌক্তিক খরচে হজ পালন করতে পারেন সে বিষয়ে আমরা তৎপর রয়েছি। 

হজযাত্রীদের নিবন্ধন থেকে শুরু করে সব প্রক্রিয়া কীভাবে আরও সহজ করা যায় সেটা নিয়েও আমরা কাজ করছি। আগামী বছরের হজ ব্যবস্থাপনায় অনেক ইতিবাচক পরিবর্তন আসবে বলে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন।

সোমবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটে বাংলাদেশি হজযাত্রী বহনকারী প্রথম প্লেনটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে। সৌদি আরবের জাতীয় ক্যারিয়ার সাউদিয়ার মাধ্যমে শুরু হচ্ছে এ বছরের হজ ফ্লাইট। প্রথম ফ্লাইটে (এসভি ৩৮০৩) পবিত্র হজ পালনের জন্য ঢাকা ত্যাগ করবেন ৩৯৮ জন হজযাত্রী।

প্রথম দিনে মোট ১০টি ফ্লাইটে ৪ হাজার ১৮০ জন হজযাত্রী সৌদি যাবেন। এর মধ্যে আটটি ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে এবং দুটি ফ্লাইট মদিনায় প্রিন্স মুহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও সচিব নাসরীন জাহান, বাংলাদেশে সৌদি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আবদুল আজিজ ফাহাদ এম আল ইব্রাহিম, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবির ভূইয়া, হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমদ মজুমদার অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন।

এ অনুষ্ঠানে দুজন হজযাত্রী হজ ব্যবস্থাপনা নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন। এ বছরের সার্বিক হজ ব্যবস্থাপনায় তারা সন্তুষ্টি প্রকাশ করেন। এ অনুষ্ঠানে হজ কার্যক্রমের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

এ বছর তিনটি এয়ারলাইন্স ২৩২টি প্রাক-হজ ফ্লাইটের মাধ্যমে হজযাত্রী পরিবহন করবে। বাংলাদেশ বিমান ১১৮টি প্রাক-হজ ফ্লাইটে ৪৪ হাজার ৩০৭ জন, সাউদিয়া ৮০টি ফ্লাইটে ৩২ হাজার ৭৪০ জন ও ফ্লাইনাস ৩৪টি ফ্লাইটে ১৩ হাজার ৬৫ জন হজযাত্রী পরিবহন করবে।  ৩১ মে প্রাক-হজ ফ্লাইট শেষ হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ১০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি মাধ্যমে এবং বেসরকারি মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন। চাঁদ দেখা সাপেক্ষে ৫ জুন হজ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এ বছর হজযাত্রীদের জন্য যোগাযোগ সুবিধাসহ বিভিন্ন দরকারি ফিচার সম্বলিত একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। এ ছাড়া তাদের হজ প্রিপেইড কার্ড ও মোবাইল সিম রোমিং সুবিধা দেওয়া হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ

  • বেসরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ, বেতন ১৫,০০০
  • বেসরকারি ব্যাংক নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি, করুন আবেদন, বেতন ৫২ হাজার
  • ইউনিক হোটেলের ৯ মাসে মুনাফা কমেছে ২০.০৫ শতাংশ
  • ঢাকা শিক্ষা বোর্ডে একাদশ ও দ্বাদশ শ্রেণির ইটিসি, বিটিসির সময় বৃদ্ধি
  • আইসিবির ৯ মাসে লোকসান বেড়েছে ৪.৫৪ শতাংশ
  • সিঙ্গারের গ্রস প্রফিট মার্জিন কমেছে ১.৮ শতাংশ
  • আজ টিভিতে যা দেখবেন (২৯ এপ্রিল ২০২৫)
  • আগামী বছর হজ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে: ধর্ম উপদেষ্টা
  • হজ ফ্লাইট উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা