আন্তর্জাতিক নৃত্য দিবসে শিল্পকলা একাডেমির দুই দিনের আয়োজন
Published: 29th, April 2025 GMT
আন্তর্জাতিক নৃত্য দিবস নৃত্যের একটি বৈশ্বিক উদযাপন। নৃত্য মানুষের সম্মিলন ঘটায় তার পরিচিত ভাষা দিয়ে। নৃত্যের আনন্দ বিনিময় ঘটে দর্শকদের মধ্যে, তার বোধ-উপলব্ধিকে সচেতন করার জন্য। নৃত্যে অংশগ্রহণ এবং নৃত্য শিক্ষাকে উৎসাহিত করার লক্ষ্যে আজ ২৯ এপ্রিল সারা বিশ্বে দিবসটি উৎসবমুখরভাবে পালিত হয়ে আসছে। আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে আজ ও আগামীকাল জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হবে ২ দিনব্যাপী অনুষ্ঠান ‘মুক্ত সুরের ছন্দ’।
আজ বিকেল ৫ টায় জাতীয় নাট্যশালার সম্মুখে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন এবং স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান। এছাড়াও বিশিষ্ট নৃত্য পরিচালক ও নৃত্যশিল্পীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অতিথিবৃন্দের বক্তব্যের পর নাট্যশালার সম্মুখে বেলুন উড়িয়ে আন্তর্জাতিক নৃত্য দিবসের উদ্বোধন করবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এরপর আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি, সভাপতি, সকল বিভাগের পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, নৃত্য পরিচালক ও শিল্পী বৃন্দরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন।
জাতীয় নাট্যশালা মিলনায়তনে মূল আয়োজনে শুরুতেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা সমবেত নৃত্য ‘প্রাণ’ পরিবেশন করবেন, সংগীত পরিচালনা করেছেন ফাহাল হোসাইন। সমবেত নৃত্য ‘সপ্তসুরের শিখায় আমি’ পরিবেশন করবে ভঙ্গিমা ডান্স থিয়েটার, নৃত্য পরিচালনায় সৈয়দা শায়লা লিমা। ‘আদিবাসি নৃত্য’ পরিবেশন করবে তপস্যা, নৃত্য পরিচালনায় ফিফা চাকমা। মিউজিকের সাথে নৃত্য পরিবেশন করবে অ্যালিফিয়া ডান্স এটেলিয়ার, নৃত্য পরিচালনায় মোফাসসল আলিফ। সমেবেত নৃত্য ‘সেদিন আর কত, আমাদের নানান, আহ্বান’ পরিবেশন করবে ভাবনা নৃত্যদল, নৃত্য পরিচালনায় সামিনা হোসেন। ‘বিদেশী লোক নৃত্য’ পরিবেশন করবে রেওয়াজ পারফর্মাস স্কুল, নৃত্য পরিচালনায় মুনমুন আহমেদ। সমবেত নৃত্য ‘অন্তহীন’ পরিবেশন করবে কাথ্যাকিয়া-দা সেন্টার অফ আর্টস, নৃত্য পরিচালনায় এস.
‘গৌড়ীয় আঙ্গিকে নৃত্য’ পরিবেশন করবে বাংলাদেশ গৌড়ীয় নৃত্য একাডেমি, নৃত্য পরিচালনায় এগনেসর র্যা সেল প্রিয়াংকা। সমবেত নৃত্য ‘পরী জাফরানী’ পরিবেশন করবে নান্দনিক নৃত্য সংগঠন, নৃত্য পরিচালনায় নিলুফার ওয়াহিদ পাপড়ী। নবীন নৃত্যশিল্পী পরিবেশন করবে ‘ফোক মেলডী’। সমবেত নৃত্য ‘শক্তি’ পরিবেশন করবে আটিস্ট্রি, নৃত্য পরিচালনায় আরোহী ইসলাম। সমবেত নৃত্য ‘বৈশাখ’ পরিবেশন করবে নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্র, নৃত্য পরিচালনায় কবিরুল ইসলাম রতন। ‘মারমা উৎসব নৃত্য’ পরিবেশন করবে কালারস অব হিল, নৃত্য পরিচালনায় অন্তর দেওয়ান। ‘লোক আঙ্গিকে সৃজনশীল নৃত্য’ পরিবেশন করবে বন্যা ললিতকলা একাডেমি, নৃত্য পরিচালনায় আব্দুর রশিদ স্বপন। দিব্য সাংস্কৃতিক সংগঠন পরিবেশন করবে নৃত্যগুরু জি. এ. মান্নান রচিত নৃত্য, নৃত্য পরিচালনায় দীপা খন্দকার। ‘রাঙ্গামাটির পথে লো’ পরিবেশন করবে নন্দন কলাকেন্দ্র, নৃত্য পরিচালনায় এম. আর ওয়াসেক। ৭০ দশকের সিনেমার গানের সাথে সমবেত নৃত্য পরিবেশন করবে নৃত্যভূমি, নৃত্য পরিচালনায় ইভান শাহরিয়ার সোহাগ। ‘তালে লয়ে ছন্দে’ সমবেত নৃত্য পরিবেশন করবে ঘুঙুর নৃত্যালাপ, নৃত্য পরিচালনায় মোঃ নাজিব মাহফুজ লিমন।
আগামীকাল বিকাল ৫টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে নৃত্য পরিবেশনায় অংশগ্রহণ করবে ২৯টি দল। এই অনুষ্ঠান সকলের জন্য উন্মুক্ত থাকবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: শ ল পকল এক ড ম ন ত যশ ল প ল দ শ শ ল পকল সমব ত ন ত য এক ড ম র অন ষ ঠ ন করব ন ন করব
এছাড়াও পড়ুন:
আইনগত সহায়তা দিবসে আলোচনা সভা-শোভাযাত্রা
ঢাকা জেলা লিগ্যাল এইড কমিটি ও জেলা লিগ্যাল এইড অফিস উৎসবমুখর পরিবেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করেছে। সোমবার দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।
ঢাকার আদালত প্রাঙ্গণে ঢাকার জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন এই শোভাযাত্রার উদ্বোধন করেন।
শোভাযাত্রায় অংশ নেন ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. মোস্তাফিজুর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) নুরে আলম ভূইয়া, বিভিন্ন আদালতের বিচারক, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ আলম মিয়া, ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী, ঢাকা আইনজীবী সমিতির নেতাসহ সাধারণ আইনজীবীরা অংশ নেন।
আইনগত সহায়তা দিবস উপলক্ষে ঢাকার আদালত প্রাঙ্গণে শোভাযাত্রা বের করা হয়। ঢাকা, ২৮ এপ্রিল