গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজের আগুনে দগ্ধ অন্তঃসত্ত্বার মৃত্যু
Published: 29th, April 2025 GMT
গাজীপুর নগরের মোগরখাল এলাকায় গ্যাস লিকেজের আগুনে দগ্ধ আরেক নারীর মৃত্যু হয়েছে। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছেন তাঁর স্বজনেরা। আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত নারীর নাম তাসলিমা আক্তার (৩০)। তিনি শেরপুরে নালিতাবাড়ী উপজেলার বাইগরপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। এর আগে গতকাল সোমবার দগ্ধ সীমা আক্তার নামের এক নারীর মৃত্যু হয়।
আরও পড়ুনগাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজের আগুনে পাঁচজন দগ্ধ২৮ এপ্রিল ২০২৫পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাত আটটার দিকে মোগরখাল মোল্লা মার্কেট এলাকার একটি বাড়িতে রান্না করছিলেন পারভিন আক্তার নামের এক নারী। এ সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে হঠাৎ আগুন ধরে যায়। এতে পারভিনসহ পাঁচজন দগ্ধ হন। তাঁদের প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাসলিমার মৃত্যু হয়। এ ছাড়া একই ঘটনায় দগ্ধ আরও তিনজন সেখানে চিকিৎসাধীন। তাঁরা হলেন পারভিন আক্তার (৩৫), তাঁর দেড় বছর বয়সী ছেলে আয়ান ও তানজিলা (১০)।
আরও পড়ুনগাজীপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজের আগুনে দগ্ধ পাঁচজনের মধ্যে এক নারী মারা গেছেন২৮ এপ্রিল ২০২৫রাজধানীর শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সেলিম হোসেন জানান, গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ ব্যক্তিদের মধ্যে এক অন্তঃসত্ত্বার আজ মৃত্যু হয়েছে। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
হাসিনাকে দেশে ফিরে মামলা মোকাবিলার চ্যালেঞ্জ দিলেন ফখরুল
পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে মামলা মোকাবিলার চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে গণসংযোগকালে তিনি এ আহ্বান জানান।
বিএনপির মহাসচিব এসময় শেখ হাসিনার শাসন আমলে বিএনপি নেতাকর্মীদের ওপর চালানো নির্যাতনের কথা তুলে ধরেন। গুম, খুন, ভিত্তিহীন মামলা, লুটপাট, টাকা পাচার, বাক স্বাধীনতা হরণ ও ভোট চুরিসহ নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি।
আরো পড়ুন:
জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ ৪০৮ জনের বিরুদ্ধে আরেক মামলা
হাসিনা-রেহানাসহ ২২ জনের গ্রেপ্তার-সংক্রান্ত প্রতিবেদন ১২ মে
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, “আমাদের নেতাকর্মীদের গুম করা হয়েছে। লাখ লাখ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করা হয়েছে, তাদের ঘরে থাকতে দেননি আপনি। আমরা তো কোথাও পালিয়ে যাইনি। আদালতে মিথ্যা মামলা আইনের মাধ্যমে ফেইস (মোকাবিলা) করেছি। উকিল ধরে জামিন নিয়েছি। আপনি (শেখ হাসিনা) পালিয়ে আছেন কেন? আপনিও মামলা লড়েন। আপনি দেশে এসে দাড়ান না দেখি।”
জনগণের উদ্দেশ্য তিনি বলেন, “আপনারা অনেকে মনে করেন শেখ হাসিনা আবারো দেশে ফিরে আসবেন। তিনি তো ১৫ বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তার বাবা শেখ মুজিবুর রহমান একজন বিখ্যাত মানুষ ছিলেন। তার তো দেশ থেকে পালানোর কথা ছিল না। তিনি পালালেন কেন? কারণ তিনি একজন ডাইনি ছিলেন। জনগণের ওপর এমন নির্যাতন করেছেন যে তিনি পালাতে বাধ্য হয়েছেন। জনগণ যদি সেদিন তাকে পেত তাহলে ছিঁড়ে খেত।”
তিনি দলীয় নেতাকর্মীদের বলেন, “হাসিনা দেশে ফিরে রাজনীতি করলে আমাদের কিছু করতে হবে না, জনগণই তাকে দেখে নেবে।”
মির্জা ফখরুল বলেন, “বিএনপির নেতাকর্মীরা যেন আওয়ামী লীগের মতো অন্যায় না করে। এতে মানুষ ভালোবাসবে না। দলের কোনো নেতাকর্মীরা অন্যায় করলে যেন জেলার নেতারা তাদের শক্ত হাতে দমন করেন, তারা যেন অন্যায়কারীদের পুলিশের হাতে তুলে দেন। তাই অপকর্ম বন্ধ করুন, না হলে আওয়ামী লীগের মতো অবস্থা হবে।”
ঢাকা/মঈনুদ্দীন/মাসুদ