চট্টগ্রাম থেকে রংপুরে যাওয়ার পথে বগুড়ার মহাস্থান গড়ের ব্রিজ এলাকায় সয়াবিন তেলভর্তি ট্রাক লুট করে ডাকাতরা। পরে লুট করা ওই ট্রাকের চালক ও তার হেলপারকে হাত-পা বাঁধা ও মুখে কসটেপ লাগানো অবস্থায় জয়পুরহাটের কালাই পৌরশহরের পূর্বসড়াইল এলাকায় ধান ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় এক কৃষক জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে কালাই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে। পরে তাদের দুজনকে আহত অবস্থায় কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  

আহত ট্রাক চালক আব্দুল মালেক (৪৫) রংপুর সদরের বাবুগাঁও গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে এবং হেলপার নজরুল ইসলাম একই জেলার মিঠাপুকুর উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা। এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন। 

প্রত্যক্ষদর্শী, আহত চালক ও থানা পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, গত রোববার চট্টগ্রাম বন্দর থেকে সয়াবিন তেলভর্তি ট্রাক নিয়ে রংপুরের উদ্দেশে রওনা হন। ঢাকা-রংপুর মহাসড়ক হয়ে আসার পথে রোববার দিবাগত রাত তিনটার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান গড় ব্রিজ এলাকায় পৌঁছালে ১৫/২০ জনের একদল ডাকাত পেছন থেকে আরেকটি ফাঁকা ট্রাক নিয়ে এসে তাদের পথরোধ করে। তেলভর্তি ট্রাকে ওঠে চালক ও হেলপারকে মারপিট করে তাদের ট্রাকে ওঠিয়ে মুখে কসটেপ লাগিয়ে হাত-পা বেঁধে রাখেন। এরপর দুইটি ট্রাক তাদের নিয়ন্ত্রণে নিয়ে ডাকাতরা রংপুরের দিকে রওনা হন। পথে মোকামতলায় এসে ডাকাতরা রাস্তা পরিবর্তন করে জয়পুরহাটের দিকে রওনা দেয়। ট্রাকের চালক ও সহকারীকে হাত-পা বাঁধা ও মুখে কসটেপ লাগানো অবস্থায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই পৌরশহরের পূর্বসড়াইল এলাকায় ধান ক্ষেতে ফেলে যায়।

সোমবার বিকেলে সড়াইল মহল্লার কৃষক খলিলুর রহমান ধান ক্ষেতে গিয়ে তাদেরকে দেখতে পায়। তিনি জরুরি সেবা ৯৯৯ কল দিয়ে ঘটনাটি জানান। পরে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়।  

হাসপাতালে অসুস্থ অবস্থায় চালক আব্দুল মালেক বলেন, আমাদেরকে মারপিট করেছে ডাকাতরা। রাত তিনটা থেকে আমরা দুজন ধান ক্ষেতের কাঁদা-পানির মধ্যে পড়ে আছি। মুখে টেপ লাগানো ছিল, তাই চিৎকার করতে পারিনি। অনেককে ধান ক্ষেতের আঁইলে যাতায়াত করতে দেখতে পেয়েও কিছু বলতে পারিনি। ডাকাতরা ট্রাক নিয়ে কোনদিকে গেছে তাও বলতে পারি না। 

কৃষক খলিলুর রহমান বলেন, বিকেলে ধান ক্ষেতে গিয়ে ওদের দুইজনকে কাঁদামাখা দেখে ভেবেছিলাম দুইটা লাশ পড়ে আছে। পরে তাদের নড়াচড়া দেখে ভয়ে ৯৯৯ এ কল দিয়ে জানাই। পুলিশ এসে তাদের দুইজনকে উদ্ধার করে নিয়ে গেছে। 

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে চালক ও হেলপারকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে তাদেরকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। সুস্থ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ল টপ ট অবস থ য় চ লক ও এল ক য় উপজ ল

এছাড়াও পড়ুন:

ভারতে পাঠ্যবই থেকে বাদ মোগল-সুলতানি শাসন, যুক্ত মগধ মৌর্য শুঙ্গ

ভারতে সপ্তম শ্রেণির নতুন সমাজবিজ্ঞান বই থেকে বাদ দেওয়া হয়েছে দিল্লির মোগল এবং সুলতানি শাসনামলের কথা। এর বদলে নতুন সংযোজন করা হয়েছে ভারতীয় শাসকদের কথা।

নতুন শিক্ষানীতি অনুসরণ করে চলতি বছরে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সমাজবিজ্ঞানের নতুন বই প্রকাশ করেছে ভারতের ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন অ্যান্ড ট্রেনিং–এনসিইআরটি। পুরোনো বইয়ে মোগল আমল এবং সুলতানি সাম্রাজ্য নিয়ে আলাদা দুটি পরিচ্ছদ ছিল। নতুন বইয়ে ওই পরিচ্ছদ দুটি আর নেই। এ দুটির পরিবর্তে প্রাচীন ভারতীয় সাম্রাজ্যের ওপর লেখা একটি নতুন পরিচ্ছদ। মোগল আমল ও সুলতানি সাম্রাজ্যর ওই পরিচ্ছদে মুহাম্মদ বিন তুঘলক, ইখতিয়ার উদ্দিন বিন মুহাম্মদ বখতিয়ার খিলজি, মামলুক ও ইব্রাহিম লোদির কথাও পড়ানো হতো। এগুলো বাদ দেওয়া হয়েছে। ভারতীয় শাসকদের মধ্য মগধ, মৌর্য ও শুঙ্গ সাম্রাজ্যসহ কয়েকজন শাসকের কথা নতুন বইয়ে তুলে ধরা হয়েছে। ২০২৫ সালে উত্তর প্রদেশের প্রয়াগরাজে হওয়া কুম্ভমেলার প্রসঙ্গও আছে নতুন বইয়ে। এগুলোর সঙ্গে যুক্ত হয়েছে ‘মেক ইন ইন্ডিয়া’, ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ এবং অটল টানেলের কথা। নতুন বইয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ও দেশটির সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামও অন্তর্ভুক্ত হয়েছেন।

আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫

প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বিভিন্ন পাঠ্যপুস্তক সংস্কারের কাজে হাত দিয়েছে এনসিইআরটি। নতুন বইগুলোতে ভারতীয় সভ্যতা-সংস্কৃতির ওপর জোর দেওয়া হয়েছে। এনসিইআরটির পাঠ্যপুস্তক দেশের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বোর্ডের অধীন স্কুলগুলোতে পড়ানো হয়। এনসিইআরটির নির্দেশিকা মেনে গত কয়েক বছরে পরিবর্তন ঘটেছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রম। কোনো শ্রেণিতে মোগল যুগ বাদ পড়েছে। কোথাও ডারউইনের বিবর্তনবাদ ও কোথাও নারী আন্দোলনের ইতিহাসও বাদ দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: ইকোনমিক টাইমস ও আনন্দবাজার

আরও পড়ুনঅস্ট্রেলিয়ায় বিদেশি ছাত্রদের ভিসা ফি আরও বাড়ছে২৮ এপ্রিল ২০২৫আরও পড়ুনজাপানে উচ্চশিক্ষা: যাত্রা শুরু করবেন কোথা থেকে, কীভাবে?২৮ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ