সামাজিক ব্যবসা ড. ইউনূসের নেতৃত্বে বিকশিত হয়েছে: সালাহউদ্দিন নোমান
Published: 29th, April 2025 GMT
সামাজিক ব্যবসার মাধ্যমে বেসরকারি বিনিয়োগ সক্রিয় করার গুরুত্ব তুলে ধরেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী। এছাড়াও টেকসই উন্নয়নের জন্য বেসরকারি বিনিয়োগ সক্রিয় করতে সামাজিক ব্যবসার সম্ভাবনাকে উদ্ভাবনী উপায় হিসেবে গুরুত্বারোপ করেছেন তিনি।
মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে ইকোসক ফোরামের (ইকোসক ফোরাম অন ফিন্যান্সিং ফর ডেভেলপমেন্ট) এক প্যানেল আলোচনায় বক্তব্য প্রদানকালে তিনি এসব বিষয় তুলে ধরেন।
সামাজিক ব্যবসাকে একটি পরীক্ষিত মডেল হিসেবে তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বিকশিত হয়েছে এটি। এই মডেলে বিনিয়োগের লক্ষ্য থাকে ব্যক্তিগত মুনাফার পরিবর্তে সামাজিক উন্নয়ন।
বাংলাদেশের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, এ পদ্ধতিতে নারীর ক্ষমতায়ন, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তা এবং খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা ও নবায়নযোগ্য শক্তির মতো গুরুত্বপূর্ণ খাতে চ্যালেঞ্জ মোকাবিলায় সফলভাবে বেসরকারি সম্পদ কাজে লাগানো হয়েছে।
বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আরও উল্লেখ করেন, উদ্ভাবনী অর্থায়ন পদ্ধতির প্রসার ঘটানো এবং যথাযথ নীতিমালা, মিশ্র অর্থায়ন পদ্ধতি ও ঝুঁকি হ্রাসকারী ব্যবস্থার মাধ্যমে একটি সহায়ক পরিবেশ সৃষ্টি করা জরুরি।
বাংলাদেশের এই স্থায়ী প্রতিনিধি বাংলাদেশের আন্তঃমন্ত্রণালয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন এফএফডি ফোরাম এবং চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনের (এফএফডি৪) চতুর্থ প্রস্তুতিমূলক কমিটির বৈঠকে।
বাংলাদেশ সক্রিয়ভাবে এফএফডি৪ সম্মেলনের আলোচনা প্রক্রিয়ায় যুক্ত রয়েছে এবং সর্বোচ্চ পর্যায়ে সম্মেলনে অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স ম জ ক ব যবস
এছাড়াও পড়ুন:
সামাজিক ব্যবসা ড. ইউনূসের নেতৃত্বে বিকশিত হয়েছে: সালাহউদ্দিন নোমান
সামাজিক ব্যবসার মাধ্যমে বেসরকারি বিনিয়োগ সক্রিয় করার গুরুত্ব তুলে ধরেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী। এছাড়াও টেকসই উন্নয়নের জন্য বেসরকারি বিনিয়োগ সক্রিয় করতে সামাজিক ব্যবসার সম্ভাবনাকে উদ্ভাবনী উপায় হিসেবে গুরুত্বারোপ করেছেন তিনি।
মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে ইকোসক ফোরামের (ইকোসক ফোরাম অন ফিন্যান্সিং ফর ডেভেলপমেন্ট) এক প্যানেল আলোচনায় বক্তব্য প্রদানকালে তিনি এসব বিষয় তুলে ধরেন।
সামাজিক ব্যবসাকে একটি পরীক্ষিত মডেল হিসেবে তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বিকশিত হয়েছে এটি। এই মডেলে বিনিয়োগের লক্ষ্য থাকে ব্যক্তিগত মুনাফার পরিবর্তে সামাজিক উন্নয়ন।
বাংলাদেশের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, এ পদ্ধতিতে নারীর ক্ষমতায়ন, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তা এবং খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা ও নবায়নযোগ্য শক্তির মতো গুরুত্বপূর্ণ খাতে চ্যালেঞ্জ মোকাবিলায় সফলভাবে বেসরকারি সম্পদ কাজে লাগানো হয়েছে।
বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আরও উল্লেখ করেন, উদ্ভাবনী অর্থায়ন পদ্ধতির প্রসার ঘটানো এবং যথাযথ নীতিমালা, মিশ্র অর্থায়ন পদ্ধতি ও ঝুঁকি হ্রাসকারী ব্যবস্থার মাধ্যমে একটি সহায়ক পরিবেশ সৃষ্টি করা জরুরি।
বাংলাদেশের এই স্থায়ী প্রতিনিধি বাংলাদেশের আন্তঃমন্ত্রণালয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন এফএফডি ফোরাম এবং চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনের (এফএফডি৪) চতুর্থ প্রস্তুতিমূলক কমিটির বৈঠকে।
বাংলাদেশ সক্রিয়ভাবে এফএফডি৪ সম্মেলনের আলোচনা প্রক্রিয়ায় যুক্ত রয়েছে এবং সর্বোচ্চ পর্যায়ে সম্মেলনে অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করছে।