‘স্কাই ফোর্স’ সিনেমা মুক্তির মাধ্যমে চলতি বছর শুরু করেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। বক্স অফিসে ততটা সাড়া ফেলতে পারেনি এটি। গত ১৮ এপ্রিল বিশ্বব্যাপী সাড়ে ৫ হাজার পর্দায় মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘কেসারি চ্যাপ্টার টু’। এটি পরিচালনা করেছেন করন সিং ত্যাগী।
চলতি বছর বলিউডের বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে আয় করা সিনেমার তালিকার শীর্ষে রয়েছে ‘ছাবা’ (২৯ কোটি রুপি)। এ তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে অক্ষয়ের ‘কেসারি চ্যাপ্টার টু’। অর্থাৎ প্রথম দিনে আয় করে মাত্র ৭.
গত কয়েক বছর ধরেই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে অক্ষয় কুমার অভিনীত সিনেমা। তবে কী ‘কেসারি চ্যাপ্টার টু’ সিনেমাও ব্যর্থ সিনেমার তালিকায় জায়গা পাবে? চলুন তার আগে জেনে নিই ১১ দিনে কত টাকা আয় করেছে সিনেমাটি—
আরো পড়ুন:
অতীত জেনে মাধুরীকে বিয়ে করিনি: শ্রীরাম নেনে
১৫ দিন নিজের প্রস্রাব নিজে পান করেছি: পরেশ রাওয়াল
স্যাকনিল্কের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে ‘কেসারি চ্যাপ্টার টু’ সিনেমা ভারতে আয় করে ৭.৭৫ কোটি রুপি (নিট), দ্বিতীয় দিনে আয় করে ৯.৭৫ কোটি রুপি (নিট), তৃতীয় দিনে আয় করে ১২ কোটি রুপি (নিট), চতুর্থ দিনে আয় করে ৬.৫ কোটি রুপি (নিট), পঞ্চম দিনে আয় করে ৫ কোটি রুপি (নিট), ষষ্ঠ দিনে আয় করে ৩.৬ কোটি রুপি (নিট), সপ্তম দিনে আয় করে ৩.৭ কোটি রুপি (নিট)।
অষ্টম দিনে ‘কেসারি চ্যাপ্টার টু’ সিনেমা ভারতে আয় করে ৪.০৫ কোটি রুপি (নিট), নবম দিনে আয় করে ৭.১৫ কোটি রুপি (নিট), দশম দিনে আয় করে ৮.১ কোটি রুপি (নিট), এগারো দিনে আয় করে ২.৭৫ কোটি রুপি (নিট)। বিদেশে আয় করেছে ২৭.২৫ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১০৮.৫ কোটি রুপি (গ্রস) (বাংলাদেশি মুদ্রায় ১৫৩ কোটি ৪৫ লাখ টাকার বেশি)।
১৯১৯ সালের ১৩ এপ্রিল ঘটে যাওয়া জালিয়ানওয়ালাবাগ-কাণ্ড ভারতের ইতিহাসে কালো অধ্যায়। এদিন নিরপরাধ ভারতীয়দের নৃশংসভাবে হত্যা করেছিল তৎকালীন ব্রিটিশ সরকার। মর্মান্তিক এই ঘটনার পর ব্রিটিশদের থেকে পাওয়া ‘নাইট’ উপাধি ফিরিয়ে দেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘কেসারি চ্যাপ্টার টু’ সিনেমা।
এ সিনেমায় শঙ্করণ নায়ারের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। তাছাড়াও অভিনয় করেছেন আর মাধবান, অনন্যা পাণ্ডে, রেজিনা প্রমুখ। এটি নির্মাণে ব্যয় হয়েছে ১৫০ কোটি রুপি।
ঢাকা/শান্ত
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র ৭৫ ক ট
এছাড়াও পড়ুন:
তারেক রহমানের খালাতো ভাই তুহিনকে কারাগারে পাঠানোর আদেশ
দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির পৃথক দুই মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার পৃথক দুই বিশেষ জজ আদালতে তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহর মাধ্যমে আত্মসমর্পণ করেন তিনি।
প্রথমে কর ফাঁকি মামলায় জামিন শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক কবির উদ্দিন প্রামাণিক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর কিছুসময় পর অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমার রায় এ মামলাতেও তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী আব্দুস সালাম হিমেল।
জানা যায়, কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে তার বিরুদ্ধে গুলশান থানায় পৃথক দুটি মামলা দায়ের করে দুদক। এর মধ্যে কর ফাঁকির মামলায় ২০০৮ সালে পৃথক দুটি ধারায় তিন বছর ও পাঁচ বছরসহ মোট আট বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। দুই ধারার সাজা একত্রে চলবে বিধায় তাকে সর্বোচ্চ পাঁচ বছরের সাজা ভোগ করতে হবে বলে বিচারক রায়ে উল্লেখ করা হয়।
এ ছাড়া অবৈধ সম্পদের মামলায় ২০০৮ সালে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার দীর্ঘ ১৭ বছর পর তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলেন। শুনানি শেষে আজ এ আদেশ দিলেন আদালত।