ব্যাপক বিদ্যুৎবিভ্রাটের কারণে গতকাল থেকে ভুগছে ইউরোপের দুই দেশ স্পেন ও পর্তুগাল। দুই দেশেই বিমান চলাচল বন্ধ হয়ে যায়, গণপরিবহন থেমে যায় এবং হাসপাতালগুলো জরুরি নয় এমন অপারেশন স্থগিত করতে বাধ্য হয়। পরিস্থিতি গতকাল রাত থেকে কিছুটা উন্নতি হতে শুরু করেছে। তবে এখনো স্বাভাবিক হয়নি। যে কারণে শঙ্কা জাগছে বার্সেলোনা ও ইন্টার মিলানের মধ্যে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগ নিয়েও। বার্সেলোনার মাঠে আগামীকাল রাতে ম্যাচটি হওয়ার কথা।

আরও পড়ুন১৪ বছর বয়সে অন্যরা আইসক্রিম খায়, সুর্যবংশী বোলারদের পেটায়৪২ মিনিট আগে

বিদ্যুৎবিভ্রাটের কারণে দুই দেশ থেকেই গতকাল থেকেই উড়োজাহাজের বিভিন্ন ফ্লাইট দেরি করে ছেড়েছে। এদিকে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে আজ বিকেলে ইন্টার মিলানের বার্সেলোনায় যাওয়ার কথা। ইতালিয়ান ক্লাবটি সেই পরিকল্পনা অনুযায়ী এগোবে কি না, এটা নিশ্চিত নয়। স্পেনের রাজধানী মাদ্রিদে শত শত মানুষ এখনো ভোগান্তির মধ্যে আছেন। হোটেলগুলোতে থাকা অতিথিরাও বেশ ঝামেলায় পড়েছেন। মোট কথা, স্বাভাবিক জীবনযাত্রা নেই এখন স্পেনের অনেক জায়গায়।

বিদ্যুৎবিভ্রাটের কারণে স্পেনের একটি ট্রেন যাত্রার মাঝপথে বন্ধ হয়ে যায়.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

পুতুলের ৫৭ লাখ টাকার ফ্ল্যাট জব্দের আদেশ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের ৫৭ লাখ টাকার গুলশানের একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম ফ্ল্যাট জব্দের আবেদন করেন।

আবেদনে বলা হয়, সায়মা ওয়াজেদ পুতুল স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে এ সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে ক্ষতির সম্ভবনা রয়েছে।

এ অবস্থায় অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির স্থাবর সম্পদ, সম্পত্তির মালিকানা পরিবর্তন বা স্থানান্তর বা অন্য কোনো প্রক্রিয়ায় হস্তান্তর করতে না পারেন এজন্য ফ্ল্যাট জব্দ করা প্রয়োজন।

এর আগে গত ১১ মার্চ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে থাকা ধানমন্ডির সুধা সদন বাড়ি জব্দের আদেশ দেন আদালত।

একইসঙ্গে শেখ হাসিনার বোন শেখ রেহেনা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের নামে থাকা জমিসহ বাড়ি ও আটটি ফ্ল্যাট জব্দের আদেশ দেওয়া হয়।

২০২৪ সালের ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। সে দিন ভারতে পালিয়ে যান তিনি। তার পরিবারের অন্যরাও দেশের বাইরে।

গত ২৬ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের পাঁচ সদস্যের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। এরপর গত ১৪ জানুয়ারি শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে পৃথক মামলা করে দুদক।

প্লট বরাদ্দের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার ও নিয়মের অভিযোগে ১২ জানুয়ারি শেখ হাসিনার মেয়ে পুতুলের বিরুদ্ধে প্রথম মামলা করে দুদক।

ঢাকা/এম/ইভা 

সম্পর্কিত নিবন্ধ