আইসিবির ৯ মাসে লোকসান বেড়েছে ৪.৫৪ শতাংশ
Published: 29th, April 2025 GMT
পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি তালিকাভুক্ত ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২৫) ও নয় মাসে (জুলাই-মার্চ, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির নয় মাসে শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) বেড়েছে ৪.
সোমবার (২৮ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে রবিবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিক ও আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
তথ্য মতে, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে (১.৮৬) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (০.৬৫) টাকা। সেহিসেবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ১.২১ টাকা বা ১৮৬.১৫ শতাংশ।
এদিকে, তিন প্রান্তিক মিলে বা ৯ মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে হয়েছে (৩.২২) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (৩.০৮) টাকা। সে হিসেবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.১৪ টাকা বা ৪.৫৪ শতাংশ।
২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৮.৫৩ টাকা।
ঢাকা/এনটি/ইভা
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হ স ব বছর র
এছাড়াও পড়ুন:
চার বিজয়ীকে ‘প্রিয়জন’র সংবর্ধনা
কয়েক দিন আগে অনুষ্ঠিত হয়েছে ছোট পর্দার অভিনয়শিল্পীদের অন্যতম সংগঠন অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। এ নির্বাচনে ‘প্রিয়জন’ প্ল্যাটফর্ম থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন পাঁচজন তরুণ অভিনয়শিল্পী, যাদের মধ্যে চারজনই জয়ী হয়েছেন। এই সাফল্য উদযাপন উপলক্ষে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয় ‘প্রিয়জন বিজয় সংবর্ধনা ২০২৫’।
বিজয়ী চারজন হলেন— তানভীর মাসুদ (দপ্তর সম্পাদক), এম এ সালাম সুমন (অনুষ্ঠান সম্পাদক), আর এ রাহুল (তথ্যপ্রযুক্তি সম্পাদক), ইমরান হাসো (কার্যকরী সদস্য)।
অনুষ্ঠানে প্রিয়জনের সদস্যগণ, সিনিয়র শিল্পীবৃন্দ এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে বিজয়ীদের শুভেচ্ছা জানান। প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
আরো পড়ুন:
মামলার গ্যাঁড়াকলে ইরেশ যাকের, শোবিজ তারকাদের ক্ষোভ
মা হতে যাচ্ছেন শিরিন
২০১৮ সালের ৫ জুন যাত্রা শুরু করা প্রিয়জন শুরুতে মাত্র পাঁচজন সদস্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। সপ্তম বর্ষে এসে সংগঠনটি এখন শতাধিক সদস্য নিয়ে একটি দৃঢ় সাংগঠনিক অবস্থানে পৌঁছেছে। এই সংগঠন শুধুই শিল্পীদের প্ল্যাটফর্ম নয়; এটি একটি সচেতন, মানবিক এবং সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবেও পরিচিত।
২০২২–২০২৫ মেয়াদের নির্বাচনেও প্রিয়জন থেকে তানভীর মাসুদ ও আইনুন পুতুল বিজয়ী হয়েছিলেন।
প্রিয়জন শুধু সাংগঠনিক উন্নয়নেই থেমে নেই— তারা তাদের সদস্যদের আর্থিক সহায়তায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নিয়মিত শিক্ষা উপকরণ বিতরণ করে থাকে।
অনুষ্ঠানে প্রিয়জনের সভাপতি অপু আহমেদ বলেন, “বর্তমানে আমাদের শিক্ষা সহায়তা কার্যক্রম শহরকেন্দ্রিক হলেও, আগামী ৫ জুন থেকে তা সারা দেশের গ্রাম পর্যায়েও বিস্তৃত করা হবে।”
নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের সক্রিয় অংশগ্রহণ ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখার এই উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।
ঢাকা/রাহাত/শান্ত