সাহাসী দৃশ্য, ভরপুর অ্যাকশন বা মনে দাগ কেটে যাওয়া কোনো কমেডি দৃশ্য—বলিউডের এমন বেশির ভাগ সিনেমাতেই পুরুষকে প্রধান চরিত্রে দেখা যায়। নারীকে প্রধান চরিত্র করে যে সিনেমা হয়নি, তা নয়; কিন্তু সেগুলো দেখতে গিয়ে মনে হয়, বলিউড বোধ হয় ছকে বাঁধা নিয়মেই চলে! ‘সিস্টার মিডনাইট’, ‘সন্তোষ’, ‘গার্লস উইল বি গার্লস’, ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ ও ‘শ্যাডোবক্স’-এর মতো সিনেমাগুলো অবশ্যই নারীপ্রধান। এসব সিনেমার সুবাদে আন্তর্জাতিক মহলের দর্শক ভারতীয় নারীদের পরিস্থিতি দেখার সুযোগ পাচ্ছেন। তবে এই চরিত্রগুলো বলিউডের ছকে বাঁধা নায়িকাদের থেকে আলাদা। প্রশ্ন হলো, ভারতীয় দর্শকেরা এ ধরনের চরিত্র দেখতে চান কি না, কিংবা তাঁরা কতটা গ্রহণ করতে পারছেন?

‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সিনেমার দৃশ্য.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চর ত র

এছাড়াও পড়ুন:

পুতুলের ৫৭ লাখ টাকার ফ্ল্যাট জব্দের আদেশ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের ৫৭ লাখ টাকার গুলশানের একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম ফ্ল্যাট জব্দের আবেদন করেন।

আবেদনে বলা হয়, সায়মা ওয়াজেদ পুতুল স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে এ সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে ক্ষতির সম্ভবনা রয়েছে।

এ অবস্থায় অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির স্থাবর সম্পদ, সম্পত্তির মালিকানা পরিবর্তন বা স্থানান্তর বা অন্য কোনো প্রক্রিয়ায় হস্তান্তর করতে না পারেন এজন্য ফ্ল্যাট জব্দ করা প্রয়োজন।

এর আগে গত ১১ মার্চ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে থাকা ধানমন্ডির সুধা সদন বাড়ি জব্দের আদেশ দেন আদালত।

একইসঙ্গে শেখ হাসিনার বোন শেখ রেহেনা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের নামে থাকা জমিসহ বাড়ি ও আটটি ফ্ল্যাট জব্দের আদেশ দেওয়া হয়।

২০২৪ সালের ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। সে দিন ভারতে পালিয়ে যান তিনি। তার পরিবারের অন্যরাও দেশের বাইরে।

গত ২৬ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের পাঁচ সদস্যের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। এরপর গত ১৪ জানুয়ারি শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে পৃথক মামলা করে দুদক।

প্লট বরাদ্দের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার ও নিয়মের অভিযোগে ১২ জানুয়ারি শেখ হাসিনার মেয়ে পুতুলের বিরুদ্ধে প্রথম মামলা করে দুদক।

ঢাকা/এম/ইভা 

সম্পর্কিত নিবন্ধ