প্রক্সি ভোটের মাধ্যমে প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা শুরু করতে চাই: সিইসি
Published: 29th, April 2025 GMT
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, প্রক্সি ভোটের মাধ্যমে আমরা প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা শুরু করতে চাই। এজন্য সকল রাজনৈতিক দলের সমর্থন ও মতামত প্রয়োজন। রাজনৈতিক সমর্থন না পেলে পুরো প্রক্রিয়া ভেস্তে যাবে।
প্রবাসীদের ভোট দেওয়ার পদ্ধতিগত প্রক্রিয়া নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও জ্যৈষ্ঠ সাংবাদিকসহ বিভিন্ন বিশেষজ্ঞের নিয়ে মঙ্গলবার সকালে আগারগাঁও নির্বাচন ভবনে জাতীয় সংলাপ অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
দিনব্যাপী সংলাপ অনুষ্ঠানে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজ, নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত রয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমাদের পাশের দেশ ভারতে এখনও প্রক্সিভোট চালু করতে পারেনি। এমন প্রেক্ষাপটে আমরা এই প্রক্সি ভোটের যাত্রা শুরু করতে চাই। এজন্য এরই মধ্যে সংশ্লিষ্টদের সহায়তায় কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। দেশের আর্থ-সামাজিক বাস্তবায়তায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিস্তারিত আসছে.
উৎস: Samakal
কীওয়ার্ড: প রক স ভ ট প রব স র জন ত ক
এছাড়াও পড়ুন:
মুমিনুলের পর সাদমানকেও হারাল বাংলাদেশ
ব্যক্তিগত ৩৩ রানে ফিরলেন মুমিনুল। তার বিদায়ের পরের বলেই সেঞ্চুরিয়ান সাদমানকেও হারাল বাংলাদেশ। বেনেটের ডেলিভারিতে লেগ বিফোরের শিকার হয়ে ফেরার আগে ১৮১ বলে ১২০ রান করেন সাদমান। তার ইনিংসে ছিল ১৬টি চার এক ছক্কা। ক্রিজে এখন নতুন দুই ব্যাটসম্যান মুশফিক ও শান্ত। ৫৫ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৯৬। এখনও ৩১ রানে পিছিয়ে বাংলাদেশ।
সাদমানের সেঞ্চুরি, দেড়শ’তে বাংলাদেশ
টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিলেন সাদমান। শুরু থেকেই ইতিবাচকভাবে খেলা সাদমান সেঞ্চুরি পেয়েছেন ১৪২ বলে, ১৬টি চারের সৌজন্যে। টেস্টে দুই সেঞ্চুরির সাথে ৫টি ফিফটি এখন তার। হারারেতে ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ১১৫ রানের ইনিংস খেলেছিলেন সাদমান, সেটি প্রথম শতক। এদিকে আজ টেস্টে হাজার রানের মাইলফলকেও পা রেখেছেন বাঁহাতি এই ওপেনার। চট্টগ্রামে ক্যারিয়ারের ২২তম টেস্টে নামার আগে ৪১ ইনিংস খেলে হাজার থেকে ৬১ রান দূরে ছিলেন তিনি।
৪২ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ১৫০। ১৪৫ বলে ১০১ রানে খেলছেন সাদমান। ২৭ বলে মুমিনুল হকের রান ৯।
এনামুলের বিদায়ে ভাঙল উদ্বোধনী জুটি
লাঞ্চ বিরতির পর মাত্র ১ রান যোগ করেই সাজঘরের পথ ধরলেন এনামুল হক বিজয়। ব্লেসিং মুজারাবানির বলে লেগ বিফোর উইকেটের শিকার হন, রিভিউ নিলেও লাভ হয়নি। তিন বছর পর টেস্ট দলে ফিরে ৮০ বলে ৩৯ রান করেন এনামুল। তার বিদায়ে ভাঙে ১১৮ রানের ওপেনিং জুটি। ক্রিজে সাদমানের সঙ্গী মুমিনুল। ৩৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১২০ রান।
বিজয়-সাদমানের শতরানের জুটি, প্রথম সেশন বাংলাদেশের