১০০ সেঞ্চুরি করে ১ কোটি ৬২ লাখ টাকা পেলেন ট্রাম্প
Published: 29th, April 2025 GMT
স্নুকারে বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা জাড ট্রাম্প এ মৌসুমে ‘সেঞ্চুরি’র সেঞ্চুরি বা ১০০ বার ‘সেঞ্চুরি’ করে ১ লাখ পাউন্ড (প্রায় ১ কোটি ৬২ লাখ টাকা) বোনাস পেয়েছেন। বিশ্ব স্নুকার চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোয় শন মার্ফির বিপক্ষে মাইলফলকটির দেখা পান ট্রাম্প।
আরও পড়ুনএক মাসে ৩ পদক সামিউলের, থাইল্যান্ডের পর মালয়েশিয়ায় সোনা২৫ এপ্রিল ২০২৫স্নুকারের স্টিক (কিউ) হাতে একটানা ১০০ পয়েন্ট পেলে সেটাকে বলা হয় সেঞ্চুরি। ৯৮ সেঞ্চুরি নিয়ে গত রোববারের ম্যাচ শুরু করেছিলেন ট্রাম্প। মাইলফলকটিতে পৌঁছানোর সম্ভাবনা শুধু তাঁরই ছিল। মোট তিনবার সেঞ্চুরির সেঞ্চুরি করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন ট্রাম্প। ফ্রেম এইটে করেছেন ৯৮, ফ্রেম টেনে ৮৯ এবং ফ্রেম টুয়েলভে ৯৭।
জাড ট্রাম্প.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
১০০ সেঞ্চুরি করে ১ কোটি ৬২ লাখ টাকা পেলেন ট্রাম্প
স্নুকারে বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা জাড ট্রাম্প এ মৌসুমে ‘সেঞ্চুরি’র সেঞ্চুরি বা ১০০ বার ‘সেঞ্চুরি’ করে ১ লাখ পাউন্ড (প্রায় ১ কোটি ৬২ লাখ টাকা) বোনাস পেয়েছেন। বিশ্ব স্নুকার চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোয় শন মার্ফির বিপক্ষে মাইলফলকটির দেখা পান ট্রাম্প।
আরও পড়ুনএক মাসে ৩ পদক সামিউলের, থাইল্যান্ডের পর মালয়েশিয়ায় সোনা২৫ এপ্রিল ২০২৫স্নুকারের স্টিক (কিউ) হাতে একটানা ১০০ পয়েন্ট পেলে সেটাকে বলা হয় সেঞ্চুরি। ৯৮ সেঞ্চুরি নিয়ে গত রোববারের ম্যাচ শুরু করেছিলেন ট্রাম্প। মাইলফলকটিতে পৌঁছানোর সম্ভাবনা শুধু তাঁরই ছিল। মোট তিনবার সেঞ্চুরির সেঞ্চুরি করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন ট্রাম্প। ফ্রেম এইটে করেছেন ৯৮, ফ্রেম টেনে ৮৯ এবং ফ্রেম টুয়েলভে ৯৭।
জাড ট্রাম্প