বিল গেটস ও মেলিন্ডা গেটসের সবচেয়ে ছোট ও সবচেয়ে ফ্যাশনসচেতন মেয়ে ফোয়েবে গেটস। এখন তিনি নিজে একজন উদ্যোক্তা। তিনি নতুন একটি অনলাইন শপিং টুল চালু করেছেন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর ইউনিয়ন স্কয়ারের কাছে একটি ভবনের ওপরতলায় ছোট্ট সাদা দেয়ালের অফিস। সেখানে কিছু ব্যস্ত তরুণ-তরুণী কাজ করছেন। কেউ সিরিল খাচ্ছেন, কেউ জেলি বিন। দেয়ালে লাল মার্কারে লেখা ক্ষণগণনার ক্যালেন্ডার। পাশে একটা রোমান মূর্তি, যার মুখে ফোলানো গোলাপি বেলুন। আর অফিসের বাইরে ঝোলানো নামফলক ‘ফিয়া (Phia)’।

এই নতুন অনলাইন শপিং প্ল্যাটফর্মের ভাবনা শুরু করেছিলেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ফোয়েবে গেটস ও সোফিয়া কিয়ানি। কলেজের আবাসিক হলের একটি কক্ষ থেকে এ ভাবনার সূচনা।

সব দিক থেকে দেখতে গেলে এটা একটা সাধারণ স্টার্টআপই। তবে একটা বড় পার্থক্য আছে; ফোয়েবের পদবি যে ‘গেটস’!

ফ্যাশনের জগতে Booking.

com (বুকিং ডটকম) বানাতে চায় ফিয়া। ২৪ এপ্রিল ফিয়ার ব্রাউজারভিত্তিক অ্যাপ চালু হয়, যা ফ্যাশনের জন্য বুকিং ডটকমের মতো কাজ করবে। নতুন বা পুরোনো যেকোনো পোশাক বা ফ্যাশন আইটেমের দাম হাজারো ওয়েবসাইটে তুলনা করে দেখাবে, যাতে এক ক্লিকেই সবচেয়ে সাশ্রয়ী দামে কেনা যায়।

নতুন এই চিন্তার পেছনে আছেন ফোয়েবে গেটস (২২) যিনি বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের ছোট সন্তান এবং তাঁর কলেজের রুমমেট সোফিয়া কিয়ানি (২৩)।

নারী হিসেবে নতুন উদ্যোগ শুরু করাটা বেশ কঠিন। তার ওপর যদি আপনি হন বিশ্বের অন্যতম ধনী প্রযুক্তি–উদ্যোক্তার মেয়ে, তাহলে তা আরও জটিল।

ফোয়েবে বলেন, ‘আমি জানি, মানুষ সব সময় কিছু না কিছু বলবেই। আমাদের উদ্যোগ সফল হলে অনেকে বলবেন, ‘ও তো গেটসের মেয়ে, তাই পারছে। অনেকটা সত্যি। আমি হয়তো স্ট্যানফোর্ডে পড়তে পারতাম না, যদি আমার পরিবার না থাকত। কিন্তু এ নিয়ে আমার নিজের ভেতরেই একটা চাপ কাজ করে।’

২৪ এপ্রিল ফিয়ার ব্রাউজারভিত্তিক অ্যাপ চালু হয়, যা ফ্যাশনের জন্য বুকিং ডটকমের মতো কাজ করবে। নতুন বা পুরোনো যেকোনো পোশাক বা ফ্যাশন আইটেমের দাম হাজারো ওয়েবসাইটে তুলনা করে দেখাবে, যাতে এক ক্লিকেই সবচেয়ে সাশ্রয়ী দামে কেনা যায়।

ফোয়েবে বুঝে গেছেন, অনেকে ধরেই নেবেন যে তাঁর নামের জোরেই তাঁরা বিনিয়োগ পেয়েছেন, বড় বড় মেন্টর পেয়েছেন। যেমন ক্রিস জেনার (কার্দাশিয়ানের মা), সারা ব্ল্যাকলি (স্প্যানক্স) বা জোয়ান ব্র্যাডফোর্ড (হানির সাবেক প্রেসিডেন্ট)।

এমনকি জনপ্রিয় পডকাস্ট নির্মাতা অ্যালেক্স কুপার তাঁদের নিজস্ব পডকাস্ট ‘দ্য বার্নআউটস উইথ ফোয়েবে অ্যান্ড সোফিয়া’র জন্য চুক্তিবদ্ধ করেছেন। এসবও অনেকে নামের কারণেই হয়েছে বলে ধরে নেবেন।

বিল গেটসের ছোট মেয়ে বলেন, ‘আমরা দুই রুমমেট আসলে জামাকাপড় নিয়ে ঝগড়া করি, অনলাইন শপিং সাইটে ঘেঁটে ঘেঁটে অফার খুঁজি। আমাদের মতো হাজারো মেয়ে আছেন।’

হ্যাঁ, হয়তো ফোয়েবের জীবনযাপন একটু আলাদা, কিন্তু চিন্তাভাবনায় অনেকেই কাছাকাছি।

ফোয়েবে গেটস

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ টস র ক জ কর সবচ য়

এছাড়াও পড়ুন:

বর্ণিল আয়োজনে রাইজিংবিডির যুগপূর্তি উদযাপন

বস্তুনিষ্ঠ ও বিশ্বাসযোগ্য সাংবাদিকতায় যুগ পেরিয়ে যুগান্তরের পথে বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ও ডিজিটাল প্ল্যাটফর্ম রাইজিংবিডি ডটকম। এ অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার নিয়ে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে সংবাদমাধ্যমটির প্রতিষ্ঠাবার্ষিকী ও যুগপূর্তি উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর মিরপুরে রাইজিংবিডির নিজস্ব কার্যালয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় কেক কেটে উদযাপন করা হয় প্রতিষ্ঠার সেই মাহেদ্রক্ষণ।

আরো পড়ুন:

রাইজিংবিডির যুগপূর্তি এবং গণমাধ্যমের চ্যালেঞ্জ

সাতক্ষীরায় সাংবাদিক টিপুর জামিন

১২ বছর পেরিয়ে ১৩ বছরে পদার্পণের শুভক্ষণে আরো দায়িত্বশীলভাবে পাঠকের খবরের চাহিদা পূরণে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংবাদমাধ্যমটির বিনিয়োগকারী ও সম্পাদনা পরিষদ। এ লক্ষ্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কথা বলেন বক্তারা।

রাইজিংবিডির প্রকাশক এস এম জাহিদ হাসান বলেন, “সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক বিষয়ে রাইজিংবিডি সব সময় কাজ করছে। এক যুগ ধরে পাঠকের মন জয় করতে সক্ষম হয়েছে রাইজিংবিডি। আশা করি ভবিষ্যতেও রাইজিংবিডি তার এই ধারা অব্যাহত রাখবে। যুগপূর্তি উপলক্ষে পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতাসহ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।”

রাইজিংবিডি ডটকমের নির্বাহী সম্পাদক তাপস রায় বলেন, “দেশে অনলাইন গণমাধ্যমগুলোর মধ্যে যে কয়েকটি গণমাধ্যম বাংলাদেশের পাঠকদের মনে শক্তিশালী জায়গা করে নিয়েছে, তার মধ্যে রাইজিংবিডি ডটকম অন্যতম। আমরা সবসময় চেষ্টা করি সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক দিকগুলো পাঠকের কাছে তুলে ধরতে।”

“আমরা দেশ ছাড়িয়ে বহির্বিশ্বের পাঠকদের আস্থার জায়গা হতে চাই। রাইজিংবিডির যুগপূর্তি উপলক্ষে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি,” বলেন তাপস রায়।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড পিএলসির এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) নজরুল ইসলাম সরকার বলেন, “রাইজিংবিডি বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টালের মধ্যে রাইজিংবিডি পাঠকদের কাছে অন্যতম আস্থার জায়গা কর নিতে পেরেছে।”

“আমার দিন শুরু হয় রাইজিংবিডি পাঠের মধ্য দিয়ে। এই সংবাদমাধ্যমটির খবরের ভাষা সহজ, সুন্দর ও প্রাঞ্জল। তবে সংবাদ পরিবেশের ক্ষেত্রে আরো সতর্ক ও সজাগ হতে হবে,” বলেন তিনি।

রাইজিংবিডির যুগপূর্তি উপলক্ষে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানান নজরুল ইসলাম সরকার।

ওয়ালটনের উপদেষ্টা সৈয়দ কোহিনুর রহমান বলেন, “বর্তমান সময়ে অনলাইন ও ডিজিটাল মাধ্যমে সংবাদপ্রবাহ ব্যাপকভাবে বেড়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় অসমর্থিত বহু খবরের ভিড়ে সত্য ও বস্তুনিষ্ট সংবাদ তুলে ধরার ক্ষেত্রে আরো দায়িত্ব নিতে হবে অনলাইন নিউজপোর্টালগুলোকে। ঘটনা ঘটলেই খবর হয় না, যতক্ষণ না সেটি বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা যায়।”

রাইজিংবিডি ডটকম অনুসন্ধানী সাংবাদিকতায় জোর দিতে পারে বলে পরামর্শ দেন সৈয়দ কোহিনুর রহমান।

রাইজিংবিডি ডটকমের মূল প্রতিষ্ঠান স্কাইরুট মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ওয়ালটনের সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন বলেন, “পজিটিভ বাংলাদেশ ধারণাকে সঙ্গে দেশ-বিদেশের পাঠকের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরছে রাইজিংবিডি। শুরু থেকে রাইজিংবিডি ডটকম নির্ভরযোগ্য ও সাংবাদিকতা করে আসছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। আমাদের লক্ষ্য-উদ্দেশ্য হচ্ছে বস্তুনিষ্ঠ ও পজিটিভ সাংবাদিকতার মধ্যে দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অবদান রাখা।”

“আমাদের এই যাত্রায় সঙ্গে থাকার জন্য পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতাসহ সবাইকে শুভেচ্ছা,” যোগ করেন রবিউল ইসলাম মিল্টন।

যুগপূর্তি উদযাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহজাদা সেলিম, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মোস্তাফিজুর রহমান, ওয়ালটন প্লাজার হেড অব হিউম্যান রিসোর্সেস ফয়সাল ওয়াহিদ, ওয়ালটন প্লাজার সার্ভিস ইনচার্জ নেওয়ামুল হক এবং ওয়ালটন কর্মকর্তা মো. রবিউলসহ ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ও মার্সেল পরিবারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাইজিংবিডি ডটকমের বার্তা সম্পাদক রাসেল পারভেজ, প্রধান প্রতিবেদক হাসান মাহামুদ ও সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান সাজ্জাদ চিশতি অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন।

এ সময় রাইজিংবিডির সব বিভাগীয় সংবাদকর্মী, কর্মকর্তা এবং ওয়ালটন ও মার্সেল পরিবারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা রাইজিংবিডি পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন।

কেক কাটার পর উপস্থিত অতিথি এবং প্রতিষ্ঠানটির সাংবাদিক ও কর্মকর্তারা তাদের অনুভূতি ব্যক্ত করেন।

রাইজিংবিডি যুগপূর্তি উপলক্ষে গণমাধ্যমের সম্ভাবনা, সংকট ও ভবিষ্যৎতের যাত্রাকে উপজীব্য করে প্রকাশ করা হয়েছে মুদ্রিত বিশেষ সংখ্যা। দেশের প্রথিতযশা বুদ্ধিজীবী, সাংবাদিক, কলামিস্ট ও লেখকদের অবদানে সমৃদ্ধ বিশেষ সংখ্যা সাজানো হয়েছে।

রাইজিংবিডি ডটকমের যাত্রা শুরু ২০১৩ সালের ২৬ এপ্রিল। জাতীয় ও আন্তর্জাতিক পাঠকদের কাছে খবরপ্রবাহের মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরার প্রয়াসে দায়িত্ব পালন করে যাচ্ছে সংবাদমাধ্যমটি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সামাজিক দায়বদ্ধতা, ঘটনার তাৎক্ষণিক নির্ভরশীল তথ্য প্রদান ও সুস্থ সংস্কৃতির লালন- এই চারটি বিষয়ে সাফল্যের সঙ্গে অবদান রেখে যাচ্ছে রাইজিংবিডি ডটকম।

ঢাকা/রায়হান/হাসান/সাইফ

সম্পর্কিত নিবন্ধ

  • অনলাইনে জুয়া বন্ধে হচ্ছে নতুন সাইবার সুরক্ষা আইন
  • বর্ণিল আয়োজনে রাইজিংবিডির যুগপূর্তি উদযাপন