আজ টিভিতে যা দেখবেন (২৯ এপ্রিল ২০২৫)
Published: 29th, April 2025 GMT
ঢাকা প্রিমিয়ার লিগে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান–আবাহনী। বিকেলে ফেডারেশন কাপ ফাইনাল।ঢাকা প্রিমিয়ার লিগ
মোহামেডান–আবাহনী
সকাল ৯টা, টি স্পোর্টস
গাজী গ্রুপ–অগ্রণী ব্যাংক
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল
গুলশান–লিজেন্ডস অব রূপগঞ্জ
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল
ফাইনাল
বসুন্ধরা কিংস–আবাহনী
বিকেল ৩–৩০ মি.
দিল্লি ক্যাপিটালস–কলকাতা নাইট রাইডার্স
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
কোয়েটা গ্ল্যাডিয়েটর্স–মুলতান সুলতানস
রাত ৯টা, নাগরিক টিভি
সেমিফাইনাল ১ম লেগ
আর্সেনাল–পিএসজি
রাত ১টা, সনি স্পোর্টস টেন ২
উৎস: Prothomalo
কীওয়ার্ড: স প র টস
এছাড়াও পড়ুন:
সহজ হলো হজ রোমিং সুবিধা
বাংলাদেশে প্রথমবার হজযাত্রীদের জন্য বিদেশি মুদ্রার বদলে স্থানীয় মোবাইল ব্যালান্স দিয়ে রোমিং পরিষেবা গ্রহণের সুবিধা ঘোষণা করেছে স্থানীয় অপারেটর গ্রামীণফোন। উদ্যোক্তারা জানান, বহুল প্রতীক্ষিত এ রেগুলেটরি সিদ্ধান্ত ২০২৫ সালে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমনকারী ৮৭ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রীর যোগাযোগকে করবে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময়।
বাংলাদেশের টেলিকম খাতে যথাযথ প্রচেষ্টার ফলেই এমন জরুরি সুবিধা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। সরকার-সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে বাস্তবায়িত হচ্ছে এমন পদক্ষেপ। স্থানীয় টেলিকম অপারেটরদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার ২০২৫ সালের হজ কার্যক্রমকে কেন্দ্র করে দুই মাসের জন্য উল্লিখিত পরিষেবার অনুমোদন দেয়। কিছুদিন আগে এ-সংক্রান্ত বিশেষ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আগে হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বিদেশি সিমকার্ড কিনতে হতো। ফলে পরিবার-পরিজনের সঙ্গে যোগাযোগে বিলম্ব ছাড়াও নানা জটিলতায় পড়তে হতো। তবে নতুন এই ব্যবস্থার ফলে হজযাত্রীরা এখন থেকে নিজের মোবাইল ব্যালান্স ব্যবহার করে গ্রামীণফোনের হজ রোমিং প্যাক অ্যাকটিভ করতে পারবেন। ফলে সৌদি আরবে পৌঁছানোর পরই নিরবচ্ছিন্নভাবে ও সহজে মোবাইলে যোগাযোগ করতে পারবেন হাজিরা। গ্রাহকরা যে কোনো সময়, যে কোনো স্থান থেকে মোবাইল ব্যালান্স বা সহজ রিচার্জের মাধ্যমে প্রয়োজনে প্যাক কিনতে পারবেন।
গ্রামীণফোনের হজ রোমিং করার সব প্যাকে সাশ্রয়ী মূল্যে পরিষেবা গ্রহণ করতে পারবেন গ্রাহক। যাত্রীদের হজকালীন সময়জুড়ে সর্বোচ্চ সুবিধা, বিস্তৃত কাভারেজ ও মানোন্নত সেবা নিশ্চিত করতে এমন প্যাকেজ ডিজাইন করা হয়েছে। প্যাকেজবিষয়ক বিস্তারিত তথ্য পাওয়া যাবে অপারেটরের দাপ্তরিক এবং মাইজিপি অ্যাপে।
পরিষেবা প্রসঙ্গে গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম বলেন, বাংলাদেশি হজযাত্রীদের জন্য রূপান্তরমূলক পদক্ষেপ গ্রহণে নেতৃত্ব দিতে পারা গর্বের। সময়োপযোগী এমন উদ্যোগ বাস্তবায়নে টেলিযোগাযোগ খাত, সরকার ও নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছি, যেন দেশি গ্রাহক পবিত্র ধর্মীয় সফরে তাদের প্রিয়জনের সঙ্গে সব সময় যুক্ত থাকতে পারবেন।
এমন উদ্যোগ বাংলাদেশের হজযাত্রীদের সামগ্রিক হজ অভিজ্ঞতাকে আরও সহজ ও সমৃদ্ধ করবে। ফলে তারা জীবনের অন্যতম ধর্মীয় সফরে সহজেই যুক্ত থাকতে, প্রয়োজনীয় তথ্য জানতে ও জানাতে উদ্বেগমুক্ত থাকতে পারবেন বলে জানানো হয়।