প্রতিভা বিকাশে প্রয়োজন নিয়মিত অনুশীলন
Published: 28th, April 2025 GMT
আবার শুরু হচ্ছে পটুয়াখালী সুহৃদ সমাবেশের বিশেষ কর্মসূচি ‘প্রতিভা অন্বেষণ’। লতিফ মিউনিসিপ্যাল সেমিনারিতে অনুষ্ঠেয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার এবারের বিষয় ছিল ‘সংবাদ উপস্থাপনা’।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন জেলা সুহৃদ সদস্য ঈশিতা, দ্বিতীয় সরকারি কলেজের সাংগঠনিক সম্পাদক সুমন হোসেন এবং তৃতীয় হয়েছেন সদস্য অহিদুল ইসলাম।
সমকালের জেলা প্রতিনিধি ও জেলা সুহৃদ সমন্বয়ক মুফতী সালাহউদ্দিনের সঞ্চালনায় ও ব্যবস্থাপনায় প্রতিযোগিতা শেষে জেলা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা সুহৃদ উপদেষ্টা কবি ও লেখক গাজী হানিফ, সৈয়দ আব্দুল ওয়াদুদ ও সৈয়দ তাজুল ইসলাম, জেলা সুহৃদ যুগ্ম আহ্বায়ক ঐশী রায়, কাজী রফিকুল ইসলাম রাহাত, কলেজ ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি ফারহানা ইয়াছমিন ছন্দা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ সুহৃদরা।
মুফতী সালাহউদ্দিন জানান, চর্চার মাধ্যমে মেধার বিকাশ ঘটে। তাই বুদ্ধিবৃত্তির বিকাশে নিয়মিত জ্ঞানচর্চা প্রয়োজন। সবার মধ্যে কোনো না কোনো প্রতিভা লুকায়িত থাকে। সুহৃদদের সৃজনশীল ও বুদ্ধিবৃত্তির বিকাশে নিয়মিতভাবে এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। v
সুহৃদ পটুয়াখালী
উৎস: Samakal
কীওয়ার্ড: স হ দ সম ব শ
এছাড়াও পড়ুন:
বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার
২০২৪ সালে বিশ্বজুড়ে সামরিক ব্যয় রেকর্ড পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২.৭ ট্রিলিয়ন ডলারে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিপরি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইউক্রেন, গাজা যুদ্ধসহ বৈশ্বিক উত্তেজনা বৃদ্ধির মধ্যেই সামরিক ব্যয়ে এ ঊর্ধ্বগতি দেখা গেছে।
গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে বিশ্বজুড়ে সামরিক ব্যয় বেড়েছে ৯.৪ শতাংশ। এটিই টানা দশম বছর, যখন সামরিক খরচ বৃদ্ধি পেয়েছে।
ইউক্রেন যুদ্ধ ও ন্যাটো জোটে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিকে ঘিরে সংশয়ের প্রভাবে ইউরোপে সামরিক ব্যয় নজিরবিহীন হারে বেড়েছে। সিপরির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ইউরোপীয় দেশগুলোর সামরিক ব্যয় ১৭ শতাংশ বেড়েছে, যা শীতল যুদ্ধের সমাপ্তির পর সর্বোচ্চ।
বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে সামরিক শক্তি বৃদ্ধিতে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত ও সৌদি আরব। এর মধ্যে যুক্তরাষ্ট্র ৮৯৫ বিলিয়ন ডলার, চীন ২৬৬.৮৫ বিলিয়ন ডলার, রাশিয়া ১২৬ বিলিয়ন ডলার, ভারত ৭৫ বিলিয়ন ডলার এবং সৌদি আরব ৭৪.৭৬ বিলিয়ন ডলার।
সিপরি সতর্ক করে বলেছে, সামরিক নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার ফলে অন্যান্য খাতের বাজেট কমে যাচ্ছে, যা সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
রাশিয়ার সামরিক ব্যয় ২০২৪ সালে দাঁড়িয়েছে ১৪৯ বিলিয়ন ডলারে, যা ২০২৩ সালের তুলনায় ৩৮ শতাংশ বেশি। এ খরচ দেশটির মোট জিডিপির ৭.১ শতাংশ এবং সরকারি ব্যয়ের ১৯ শতাংশ। অন্যদিকে, ইউক্রেনের সামরিক ব্যয় বেড়ে ৬৪.৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা তাদের জিডিপির ৩৪ শতাংশ। খবর এনডিটিভির।