সোনারগাঁয়ে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় দুই চোর গ্রেপ্তার
Published: 28th, April 2025 GMT
সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের ভারগাঁও কাজিপাড়া এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় দুই চোরকে গণধোলাই দিয়ে পুলিশের সোপার্দ করেছে এলাকাবাসী।
গত রবিবার দিবাগত রাতে তাদের আটক করে গণধোলাই দেওয়া হয়। এঘটনায় গতকাল সোমবার সকালে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম( প্রশাসন) মোহাম্মদ রেজাউল করিম বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে চোরদের আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- রূপগঞ্জের মাসাবো এলাকার মিজানুর রহমানের ছেলে মো.
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির দায়ে দুই চোরকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় মামলা গ্রহন করা হয়েছে। দুই চোরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ স ন রগ
এছাড়াও পড়ুন:
আকিজ টেলিকমে নতুন গ্যাজেটস
বাংলাদেশে চারটি সুপরিচিত এআইওটি ব্র্যান্ডের পণ্য উন্মোচন করেছে আকিজ টেলিকম লিমিটেড। ব্র্যান্ডের মধ্যে রয়েছে ফিলিপস, ট্রান্সফরমার, মনস্টার ও এয়ারমার্স। উল্লিখিত সবকটি ব্র্যান্ড-ভক্তরা সময়োপযোগী প্রযুক্তি নিশ্চিতের সঙ্গে স্মার্টফোন ও গ্যাজেট খাতের সম্প্রসারণে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলে উদ্যোক্তারা জানান।
বক্তারা বলেন, আকিজ টেলিকমের হাত ধরে দেশের বাজারে যাত্রা শুরু হওয়া ফিলিপস, ট্রান্সফরমার, মনস্টার ও এয়ারমার্স ব্র্যান্ড ইতোমধ্যে স্মার্ট প্রযুক্তি ও উদ্ভাবনের জন্য সারাবিশ্বে সাড়া জাগিয়েছে। বাংলাদেশে এসব ব্র্যান্ডের পণ্য বিপণনে আকিজ টেলিকম বহুজাতিক করপোরেশন শেনজেন ওয়ানলিন টেকনোলজি কোম্পানি লিমিটেডের সঙ্গে অংশীজন হয়েছে।
আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ জসিম উদ্দিন বলেন, বিশ্বজুড়ে সমাদৃত ব্র্যান্ডের পণ্য বাংলাদেশের গ্রাহকের জন্য নিয়ে আসার লক্ষ্যে শেনজেন ওয়ানলিনের সঙ্গে আকিজ টেলিকম এমন উদ্যোগ নিয়েছে। দেশকে আরও স্মার্ট ও সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে উদ্যোগটি সহায়ক হবে।
আকিজ টেলিকমের প্রধান নির্বাহী কর্মকর্তা জি এম কামরুল হাসান বলেন, বিশ্বের জনপ্রিয় প্রযুক্তি ব্র্যান্ড বাংলাদেশের গ্রাহকের প্রত্যাশা পূরণ করবে; সঙ্গে উন্মোচন করবে নতুন সম্ভাবনা। প্রযুক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ সবার জন্য স্মার্ট ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণের প্রতিশ্রুতির প্রতিফলন। নতুন আসা চারটি ব্র্যান্ডের পণ্য গ্রাহকের জীবনযাত্রার মানোন্নয়নে সঞ্চালকের কাজ করবে। দেশের প্রযুক্তি খাতে ইতিবাচক পরিবর্তনের উদ্দেশ্যে সবার জন্য অনবদ্য ডিজিটাল লাইফস্টাইল অভিজ্ঞতা নিশ্চিতে আমরা কাজ করব।
আইওটি পণ্য পরিচিতিতে উপস্থিত ছিলেন ওয়ানলিন টেকের কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ) মোহাম্মদ তৌফিকুল ইসলাম
এবং ভার্চুয়ালি যুক্ত হন ওয়ানলিন টেকের গ্লোবাল ম্যানেজার পল।