বলিউডের কিং খান। শাহরুখ খান। বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে যাঁর রাজত্ব। এত বছর ধরে অগণিত আন্তর্জাতিক সম্মাননা পেলেও এখনও একটা জায়গায় পড়েনি তাঁর পদচিহ্ন। তা হলো ‘মেট গালা’। বিশ্ব ফ্যাশন জগতের সবচেয়ে প্রতীক্ষিত ও মর্যাদাপূর্ণ আসর এটি। শাহরুখ যা পরেন বা যেভাবে পরেছেন, তাতে মুগ্ধ ভক্তরা। তিনি সবসময় বুঝিয়ে দিয়েছেন নিজেকে ভালো দেখানোর জন্য ফ্যাশনের পিছু নেওয়া দরকার নেই। স্টাইল থাকলেই হবে। সেই তিনিই এবার হাজির হচ্ছেন ফ্যাশনের তীর্থক্ষেত্র মেট গালায়।
২০২৫ সালের মেট গালায় প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছেন শাহরুখ খান। আর এ আয়োজনের জন্য তাকে সাজাবেন ভারতের প্রখ্যাত বাঙালি ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জি।
শাহরুখের মেট গালায় অংশগ্রহণের খবর প্রথম প্রকাশ করে জনপ্রিয় ফ্যাশন ইনস্টাগ্রাম পেজ ‘ডায়েট সব্য’। তাদের পোস্টে লেখা ছিল, ‘দ্য কিং ইজ কামিং টু মেট!– এক লাইনেই যেন শাহরুখের আগমনের মাহাত্ম্য প্রকাশ পেয়েছে। এর পরপরই শাহরুখের দীর্ঘদিনের ম্যানেজার পূজা দাদলানির একটি ইনস্টাগ্রাম পোস্টে ‘লাইক’ দেওয়ার বিষয়টি নজরে আসে, যা আরও জোরালো করে এ গুঞ্জন। অবশেষে আন্তর্জাতিক বিভিন্ন ফ্যাশন ও বিনোদনমাধ্যম খবরটি নিশ্চিত করে: সত্যিই, শাহরুখ খান মেট গালায় হাঁটতে চলেছেন।
এর আগে মেট গালায় বলিউড থেকে প্রতিনিধিত্ব করেছেন প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট। গত কয়েক বছরে তারা নজর কেড়েছেন সেখানে। তবে বলিউডের ইতিহাসে শাহরুখ হলেন প্রথম পুরুষ, যিনি মেট গালার লাল গালিচায় হাঁটবেন। কেমন পোশাক পরে হাঁটবেন তিনি, আপাতত জল্পনা শুরু হয়েছে তা নিয়েই।
২০২৫ সালের মেট গালার থিম ‘থাইলরেড ফর ইউ’। অর্থাৎ আপনার জন্য সাজানো’। এ থিমে বিশেষভাবে উদযাপন করা হবে ক্ল্যাসিক টেইলারিং এবং কৃষ্ণাঙ্গ ফ্যাশনের ইতিহাস ও বিবর্তন। পাশাপাশি এ আয়োজনে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের কস্টিউম ইনস্টিটিউটের এ প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে ‘সুপারফাইন: ধাইলরিং ব্ল্যাক স্টাইল’। পুরো আয়োজনের নেতৃত্ব দেবেন কো-চেয়ার ফারেল উইলিয়ামস, লুইস হ্যামিলটন, কোলম্যান ডমিঙ্গো এবং এস্যাপ রকি। এ ছাড়াও থাকছেন বাস্কেটবল তারকা লেব্রন জেমস।
‘মেট গালা হলো’ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাশনের আয়োজন। যেখানে প্রায় ৪০০ জন তারকাশিল্পী অংশ নেন। মেট গালায় অংশগ্রহণ করা সহজ বিষয় নয়। এতে একজনের একক টিকিটের মূল্য প্রায় ৭৫ হাজার মার্কিন ডলার। কর্পোরেট টেবিল বুকিং শুরু ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার থেকে। তবুও বিশ্বের সব তারকারা বছরের পর বছর ধরে অপেক্ষা করে এ লাল গালিচায় হাঁটার জন্য। কারণ, মেট গালা শুধু ফ্যাশন প্রদর্শন নয়, এটি এক ধরনের সম্মান।
এখন অপেক্ষা শুধু ৫ মে’র সন্ধ্যার। নিউইয়র্কের আকাশে যখন উজ্জ্বল আলো ঝলমল করবে, ক্যামেরার ফ্ল্যাশে ভরে উঠবে লালগালিচায়, তখন বিশ্বের সামনে প্রকাশ পাবে শাহরুখ খানের মেট গালা অভিষেক। আর সেই মুহূর্ত নিশ্চয়ই ইতিহাসের পাতায় লেখা থাকবে– কিং খান মেট গালা জয় করলেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
পরিবেশ নিয়ে যাঁরা কাজ করতে চান, তাঁদের জন্য সুযোগ
শুরু হচ্ছে ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৫’। পরিবেশবাদী সংস্থা দ্য আর্থ এর আয়োজক। এবারের ক্লাইমেট ক্যাম্পের থিম নির্ধারণ করা হয়েছে ‘এন্ডিং পলিউশন’ অর্থাৎ ‘দূষণের অবসান’।
উদ্যোক্তা, উদ্ভাবক বা পরিবেশ নিয়ে কাজ করতে আগ্রহী তরুণেরা দুইভাবে এ আয়োজনে অংশ নিতে পারেন। প্রথমত, আপনার নিজ অঞ্চলে ছোট পরিসরে নিজেই একটি ক্লাইমেট ক্যাম্প আয়োজন করতে পারেন। প্রয়োজনীয় প্রশিক্ষণ, প্রচারণা কিংবা পরামর্শ দিয়ে সাহায্য করবে দ্য আর্থ।
আপনার মাথায় যদি কোনো পরিবেশবান্ধব উদ্যোগের আইডিয়া থাকে, এই সুযোগে সেটিকেও বাস্তবায়িত করতে পারেন। পরিবেশসংক্রান্ত উদ্যোক্তাদের বলা হচ্ছে ‘ক্লাইমেটপ্রেনার্স’। পরিবেশের কোনো সমস্যার সমাধান করবে, এমন উদ্যোগও আপনি নিতে পারেন। নির্বাচিত ক্লাইমেটপ্রেনারদের প্রশিক্ষণ থেকে শুরু করে বিনিয়োগপ্রাপ্তিরও সুযোগ থাকবে।
আরও পড়ুনবাংলাদেশেও অনেক প্রতিষ্ঠানের সাফল্য ও ব্যর্থতার গল্প তৈরি হয়েছে: ইফাদের ভাইস চেয়ারম্যান৯ ঘণ্টা আগেআয়োজকেরা বলছেন, ২০২১ সাল থেকে ক্লাইমেট ক্যাম্পের মাধ্যমে অনুপ্রাণিত হয়েছেন ১৫ শতাধিক তরুণ। ৪০ জনের বেশি উদ্যোক্তাকে তাঁরা প্রশিক্ষণ, বিনিয়োগ বা প্রচারণা সহায়তা দিয়েছেন। এবার আট বিভাগেই ক্যাম্প আয়োজনের পরিকল্পনা আছে। দ্য আর্থের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাকিলা সাত্তার বলেন, ‘ক্লাইমেট ক্যাম্প করতে গিয়ে আমরা দেখেছি, কীভাবে ছোট ছোট উদ্যোগ এক হয়ে একটা টেকসই, পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে ভূমিকা রাখতে পারে। একটা প্রজন্মকে আমরা পরিবেশ রক্ষায় অনুপ্রাণিত করতে চেষ্টা করছি।’
ক্লাইমেট ক্যাম্প ২০২৫-এর নিবন্ধন চলবে আগামী ১০ মে পর্যন্ত। আবেদন করতে হবে এই লিংকের মাধ্যমে।