ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামের হামলা ‘কাশ্মীরিয়ৎ’–এর ওপর আক্রমণ। জম্মু–কাশ্মীর বিধানসভার বিশেষ অধিবেশনে আজ সোমবার সর্বসম্মতিক্রমে পাস করা এক প্রস্তাবে এ কথা বলা হয়েছে। প্রস্তাবে এ কথাও বলা হয়েছে, ওই ঘৃণ্য ও জঘন্য আক্রমণের মোকাবিলায় কেন্দ্রীয় সরকার কূটনৈতিক স্তরে যে সিদ্ধান্ত নিয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার তা অনুমোদন ও পূর্ণ সমর্থন করছে।

অন্যদিকে কেন্দ্রীয় সরকারের সর্বদলীয় বৈঠকে অনুপস্থিত থাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেছেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

জম্মু-কাশ্মীর বিধানসভার অধিবেশনে প্রস্তাবটি পেশ করেন উপমুখ্যমন্ত্রী সুরেন্দ্র চৌধুরী। পেহেলগামের ঘটনায় নিহতদের স্মৃতিতে কিছু সময় নীরবতা পালন করা হয়। ওই হামলায় নিহত স্থানীয় ঘোড়াওয়ালা সৈয়দ আদিল হুসেন শাহর সাহসিকতা ও মানসিকতার বিশেষ উল্লেখ করে বলা হয়, সন্ত্রাসীদের হাত থেকে নিরীহ পর্যটকদের বাঁচাতে তিনি বীরের মতো প্রাণ দিয়েছেন। দেশের সংবিধানে যে মূল্যবোধের কথা বলা হয়েছে, ওই হামলা ছিল তার প্রতি আক্রমণ। কাশ্মীরি জনতার যাবতীয় মূল্যবোধ, মানবিকতা, সৌভ্রাতৃত্ববোধ, শালীনতা—এককথায় যা ‘কাশ্মীরিয়ৎ’ বলে পরিচিত, ওই আক্রমণের লক্ষ্য ছিল তাতে আঘাত করা। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা।

পেহেলগামের হামলার পরদিন ভারত যা কিছু ব্যবস্থা গ্রহণ করেছে, যেমন সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখা, ভিসা বাতিল করা ও অন্যান্য কূটনৈতিক পদক্ষেপ, প্রস্তাবে তার প্রতি পূর্ণ সমর্থন জানানো হয়।

পেহেলগামের সন্ত্রাসী হানার পর কেন্দ্রীয় সরকার সর্বদলীয় বৈঠক ডেকেছিল। সেই বৈঠকে উপস্থিত সব বিরোধী নেতা এই সন্ধিক্ষণে সরকারের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর কথাও জানিয়েছিলেন। প্রত্যেকেই বলেছিলেন, পরিস্থিতির মোকাবিলায় সরকার যা উপযুক্ত মনে করবে, বিরোধীদের তাতে সম্মতি থাকবে।

কিন্তু সেই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত ছিলেন না। তাঁর সেই অনুপস্থিতির কড়া সমালোচনা করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সোমবার রাজস্থানের রাজধানী জয়পুরে এক অনুষ্ঠানে সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের দুর্ভাগ্য, সব দলের নেতারা পেহেলগাম নিয়ে ডাকা সভায় উপস্থিত থাকলেও প্রধানমন্ত্রী অনুপস্থিত ছিলেন। তিনি ব্যস্ত ছিলেন বিহারে ভাষণ দিতে।

খাড়গে বলেন, দেশ সবার আগে। তারপর দল বা ধর্ম। দেশের জন্য সবার জোটবদ্ধ থাকা জরুরি। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের সমালোচনা করে তিনি বলেন, যখনই দেশ এগোতে থাকে, এ ধরনের লোকজন চেষ্টা করে তাদের পিছু টানতে। কংগ্রেসকে ওইভাবে দমানো সম্ভবপর নয়।

বিজেপির সমালোচনা করে খাড়গে বলেন, কংগ্রেস ঐকবদ্ধতার প্রয়োজনীয়তার কথা বলে, ওরা দেশকে ভাঙার চেষ্টা করে। কংগ্রেস সংবিধান রক্ষার কথা বলে, ওরা অমান্য করতে চায়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রস ত ব উপস থ ত য় সরক র

এছাড়াও পড়ুন:

মিয়ানমারের গৃহযুদ্ধ পরিস্থিতিতে মার্কিন তৎপরতা

বাংলাদেশের রাজনীতির পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্ব ও আঞ্চলিক রাজনীতি এবং কূটনীতির ক্ষেত্রেও দৃশ্যমান কিছু পরিবর্তন ও সমীকরণ লক্ষ্য করা যাচ্ছে। যেমন এ মুহূর্তে যে বিষয়টি আলোচনা ও বিশ্লেষণের দাবি রাখে সেটি হচ্ছে, প্রতিবেশী মিয়ানমারে গৃহযুদ্ধ ও বাংলাদেশের নিরাপত্তা ইস্যু। মিয়ানমারে গৃহযুদ্ধের এই পরিস্থিতিতে আঞ্চলিক ও বৃহৎ পরাশক্তিগুলো তৎপর হয়ে উঠেছে। তাদের সেই পারস্পরিক স্বার্থ ও সমীকরণ যেমন এক ধরনের বোঝাপড়া গড়ে তুলেছে, তেমনি একে অন্যের প্রতি সতর্ক অবস্থানও তৈরি করছে। কেননা, এখানে সব পক্ষের স্বার্থের হিসাব এক নয়। আছে বিভিন্ন পক্ষের নিজস্ব এজেন্ডা।

চীন-রাশিয়া ও কিছু ক্ষেত্রে ভারতের বলয়ে থাকা মিয়ানমার নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির আগ্রহ নতুন নয়; কিন্তু কোনোভাবেই তারা এখানে সুবিধা করতে পারছিল না। মিয়ানমারের গৃহযুদ্ধ ও আরাকান আর্মির অগ্রগতি তাদের সেই সুযোগ এনে দিয়েছে। তারা এখন মানবিক সাহায্যের কৌশলে এখানে তাদের কর্তৃত্ব, প্রভাব ও অবস্থান বাড়াতে চায়। 
আমরা দেখেছি, গত ফেব্রুয়ারিতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছিলেন। সেটা কতখানি রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তামূলক সফর; কতখানি মিয়ানমার বিষয়ে পশ্চিমা ছকের অংশ, তা ভবিষ্যতে আরও স্পষ্ট হবে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, সেই সফরে তিনি আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছেন বাংলাদেশকে। এ ক্ষেত্রে তাঁর যুক্তি ছিল, আরাকান আর্মি রাখাইন রাজ্য দখল ও পূর্ণ নিয়ন্ত্রণ নিলে তখন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব হবে।  
সাদা চোখে এই সরল কৌশল সামনে রেখে গুতেরেস বলেছেন, জাতিসংঘের দাতা দেশগুলোও রাখাইন রাজ্যে তাদের সাহায্য সরবরাহের একটি নিরাপদ করিডোর চায়। সেখানে মানবিক সহায়তা পাঠানোর জন্য করিডোরটি প্রয়োজন; যদিও তিনি কোনো সামরিক সাহায্যের বিষয়ে কিছু বলেননি। ইতোমধ্যে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, রাখাইনের জন্য করিডোর দিতে অন্তর্বর্তী সরকার নীতিগতভাবে সম্মত হয়েছে (সমকাল, ২৮ এপ্রিল ২০২৫)।

বাংলাদেশের সীমান্তের ভেতরে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) তৎপরতা দৃশ্যমান না হলেও অজানা নয়। সীমান্তের বাইরে আরাকান আর্মি ও চিন ন্যাশনাল ফ্রন্টের যোদ্ধারা মিয়ানমারের সামরিক জান্তাকে উৎখাত করে মিয়ানমারের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টায় যুদ্ধরত। সেটা না হলেও আপাত তাদের লক্ষ্য আরাকান রাজ্যের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া। 
মার্চ মাসে মার্কিন সামরিক কর্মকর্তা লে. জেনারেল জোয়েল ভাওয়েল বাংলাদেশ সফর করেন। যতদূর জানা যাচ্ছে, তাঁর সফরেরও অন্যতম ইস্যু ছিল মিয়ানমার পরিস্থিতি ও রাখাইনে আরাকান আর্মির নিয়ন্ত্রণ-পরবর্তী হিসাব-নিকাশ। আরাকান আর্মি যাতে রাখাইন রাজ্য দখলে নিতে পারে, সে জন্য যুক্তরাষ্ট্র সহায়তা করবে বলে শোনা যাচ্ছে। রাখাইন রাজ্যে অবাধ প্রবেশের মানবিক সহায়তা করিডোর সেই লক্ষ্যে ব্যবহৃত হতে পারে? নানা কথাই শোনা যাচ্ছে।

চলতি মাসে দক্ষিণ-পূর্ব এশিয়ার দায়িত্বপ্রাপ্ত মার্কিন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসেন। তাদের সঙ্গে যোগ দেন মার্কিন নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত। বাংলাদেশে তারা বৈঠক করেন। সেখানে কী নিয়ে আলোচনা হয়েছে, বাংলাদেশের মিডিয়ায় তেমন আলোকপাত হয়নি। যদি সামরিক সহায়তার আলোচনা থেকে থাকে, সে ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কী হবে?    
আরও প্রশ্ন হচ্ছে, কোন কোন দেশ মিয়ানমারের গৃহযুদ্ধে জড়িয়ে পড়ছে? মিয়ানমারের রাখাইন রাজ্যের পাশের চিন রাজ্যটিও আরাকান আর্মি দখল করেছে। এ অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর নাম ‘চিন ন্যাশনাল ফ্রন্ট’। এরা যৌথভাবে সামরিক জান্তার বিরুদ্ধে যুদ্ধ করছে। এই চিন ন্যাশনাল ফ্রন্টের সঙ্গে বাংলাদেশের পার্বত্যাঞ্চলের এক সময়ের আলোচিত সন্ত্রাসী সংগঠন ‘কুকি চিন গোষ্ঠী’র যোগাযোগ থাকার সংবাদ বিভিন্ন সময় পত্রপত্রিকায় এসেছিল। 

এটা স্পষ্ট, আরাকান আর্মি ও চিন ন্যাশনাল ফ্রন্ট এ দুই শক্তিকে সমর্থন দিয়ে মিয়ানমার সামরিক জান্তাকে উৎখাতে ইন্ধন দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর সঙ্গে যুক্ত হয়েছে ভারতও। তারাও আরাকান আর্মির রাখাইন রাজ্যের পূর্ণ দখল দেখতে চায়। তাদের স্বার্থ ভারতের মিজোরামের সঙ্গে থাইল্যান্ডের সংযোগ। বাংলাদেশে আত্মগোপনে থাকা আরসাপ্রধানের হঠাৎ গ্রেপ্তারের কারণ যা-ই হোক; এই অঙ্ক মেলানো যায়, জান্তার বিরুদ্ধে যুদ্ধে আরসা ও আরাকান আর্মির সংযোগ ঘটিয়ে দেওয়া গেলে সেটা হবে রাখাইনের ‘গেম চেঞ্জার’। 

প্রশ্ন হচ্ছে, এসব হিসাব-নিকাশে রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রসঙ্গটি কতটা গুরুত্ব পাচ্ছে? বাংলাদেশের প্রধান এজেন্ডা সেটাই হওয়া উচিত। আরাকান আর্মির রাখাইন রাজ্য নিয়ন্ত্রণের সঙ্গে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর যে কৌশলের কথা বলা হচ্ছে, সে ক্ষেত্রে মনে রাখতে হবে জান্তা সরকার চীন-রাশিয়ার সমর্থনে টিকে আছে। শুধু তাই নয়; বিদ্রোহীদের সঙ্গেও চীনের ঘনিষ্ঠ কৌশলগত যোগাযোগ আছে। চীন বঙ্গোপসাগর এলাকাজুড়ে কৌশলগত অবস্থান ও নিজেদের সামরিক প্রভাব বাড়াচ্ছে। শেখ হাসিনার শাসনামলে চীন থেকে সাবমেরিন কেনা হয়েছিল। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ চীন, ভারত, যুক্তরাষ্ট্রকে নিয়েই সমাধান চেয়ে এসেছে। বঙ্গোপসাগর ঘিরে এই পরিস্থিতিতে রাশিয়া কি নীরব দর্শকের ভূমিকা পালন করবে? এ কারণেই কি তাদের তিনটি যুদ্ধজাহাজ বাংলাদেশে ‘শুভেচ্ছা সফর’ করেছিল? 
রোহিঙ্গা প্রত্যাবর্তনে মিয়ানমার ও রাখাইন রাজ্যের ক্ষমতা কাঠামোর এই পরিবর্তনের পরিস্থিতিকে কাজে লাগানোর যুক্তিকে সমর্থন করা যেতে পারে। কিন্তু সীমান্ত খুলে দেওয়ার মাধ্যমে কোনো আঞ্চলিক প্রক্সি যুদ্ধের ঝুঁকি তৈরি সমীচীন হবে না।
    
ড. মঞ্জুরে খোদা: লেখক-গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক 

সম্পর্কিত নিবন্ধ