গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ সোমবার (২৮ এপ্রিল) বিকেলে ফল প্রকাশ করা হয়েছে বলে গুচ্ছের ওয়েবসাইটে বলা হয়েছে। সি ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস; অর্থাৎ ৩০ কিংবা তার চেয়ে বেশি নম্বর পেয়েছেন ১৩ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী।
এদিকে বি ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা ০২–০৫–২০২৫ (শুক্রবার) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং এ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা ০৯–০৫–২০২৫ (শুক্রবার) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা ০৯–০৫–২০২৫ (শুক্রবার) বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।
প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচি: এ ইউনিটের প্রবেশপত্র ০৭–০৫–২০২৫ দুপুর ১২টা থেকে ডাউনলোড করা যাবে। বি ইউনিটে ৩০–৪–২০২৫ দুপুর ১২টা থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের৩ ঘণ্টা আগেগুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয় হলো ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
আরও পড়ুনজাপানে উচ্চশিক্ষা: যাত্রা শুরু করবেন কোথা থেকে, কীভাবে?১২ ঘণ্টা আগেআরও পড়ুনঅস্ট্রেলিয়ায় বিদেশি ছাত্রদের ভিসা ফি আরও বাড়ছে২ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: দ প র ১২ট ইউন ট র পর ক ষ
এছাড়াও পড়ুন:
পরিবেশ নিয়ে যাঁরা কাজ করতে চান, তাঁদের জন্য সুযোগ
শুরু হচ্ছে ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৫’। পরিবেশবাদী সংস্থা দ্য আর্থ এর আয়োজক। এবারের ক্লাইমেট ক্যাম্পের থিম নির্ধারণ করা হয়েছে ‘এন্ডিং পলিউশন’ অর্থাৎ ‘দূষণের অবসান’।
উদ্যোক্তা, উদ্ভাবক বা পরিবেশ নিয়ে কাজ করতে আগ্রহী তরুণেরা দুইভাবে এ আয়োজনে অংশ নিতে পারেন। প্রথমত, আপনার নিজ অঞ্চলে ছোট পরিসরে নিজেই একটি ক্লাইমেট ক্যাম্প আয়োজন করতে পারেন। প্রয়োজনীয় প্রশিক্ষণ, প্রচারণা কিংবা পরামর্শ দিয়ে সাহায্য করবে দ্য আর্থ।
আপনার মাথায় যদি কোনো পরিবেশবান্ধব উদ্যোগের আইডিয়া থাকে, এই সুযোগে সেটিকেও বাস্তবায়িত করতে পারেন। পরিবেশসংক্রান্ত উদ্যোক্তাদের বলা হচ্ছে ‘ক্লাইমেটপ্রেনার্স’। পরিবেশের কোনো সমস্যার সমাধান করবে, এমন উদ্যোগও আপনি নিতে পারেন। নির্বাচিত ক্লাইমেটপ্রেনারদের প্রশিক্ষণ থেকে শুরু করে বিনিয়োগপ্রাপ্তিরও সুযোগ থাকবে।
আরও পড়ুনবাংলাদেশেও অনেক প্রতিষ্ঠানের সাফল্য ও ব্যর্থতার গল্প তৈরি হয়েছে: ইফাদের ভাইস চেয়ারম্যান৯ ঘণ্টা আগেআয়োজকেরা বলছেন, ২০২১ সাল থেকে ক্লাইমেট ক্যাম্পের মাধ্যমে অনুপ্রাণিত হয়েছেন ১৫ শতাধিক তরুণ। ৪০ জনের বেশি উদ্যোক্তাকে তাঁরা প্রশিক্ষণ, বিনিয়োগ বা প্রচারণা সহায়তা দিয়েছেন। এবার আট বিভাগেই ক্যাম্প আয়োজনের পরিকল্পনা আছে। দ্য আর্থের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাকিলা সাত্তার বলেন, ‘ক্লাইমেট ক্যাম্প করতে গিয়ে আমরা দেখেছি, কীভাবে ছোট ছোট উদ্যোগ এক হয়ে একটা টেকসই, পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে ভূমিকা রাখতে পারে। একটা প্রজন্মকে আমরা পরিবেশ রক্ষায় অনুপ্রাণিত করতে চেষ্টা করছি।’
ক্লাইমেট ক্যাম্প ২০২৫-এর নিবন্ধন চলবে আগামী ১০ মে পর্যন্ত। আবেদন করতে হবে এই লিংকের মাধ্যমে।