কলম্বোতে পাঁচ ম‌্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরে পিছিয়ে গিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের কাছে প্রথম ম‌্যাচে পাত্তা পায়নি। তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি যুবারা। সোমবার (২৮ এপ্রিল) ৯ উইকেটের বিশাল ব‌্যবধানে স্বাগতিকদের হারিয়েছে বাংলাদেশ।

যে ম‌্যাচে জয়ের নায়ক পেসার আল ফাহাদ ও ওপেনার জাওয়াদ আবরার। পেসার আল ফাহাদ ৪৪ রানে ৬ উইকেট পেয়েছেন। জাওয়াদ ১০৬ বলে ১৩০ রান করেছেন ১৪ চার ও ৬ ছক্কায়। দুই ক্রিকেটারের ব‌্যাট-বলের দাপটে স্রেফ উড়ে গেছে লঙ্কান যুবারা।

কলম্বোতে আগে ব‌্যাটিং করতে নেমে শ্রীলঙ্কা যুব দল ৪৮.

৫ ওভারে ২১১ রানে গুটিয়ে যায়। জবাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৩৪.৩ ওভারে লক্ষ‌্য ছুঁয়ে ফেলে।

আরো পড়ুন:

বল ঘুরল, বাংলাদেশ হাসল

আবাহনীর ২৪ নাকি মোহামেডানের ১০!

যুব ক্রিকেটে বাংলাদেশের হয়ে তিন বোলার ৬ উইকেট শিকার করেছেন। ফাহাদ সবশেষ এই তালিকায় প্রবেশ করলেন। তবে প্রথম পেসার হিসেবে তিনি পেলেন ৬ উইকেট। এর আগে সঞ্জিত সাহা ১৯ রানে ৬ উইকেট পেয়েছিলেন। এছাড়া মাহফুজুল রহমান রাব্বী ২৯ রানে ৬ উইকেট পেয়েছিলেন। আজ নতুন বলে ফাহাদ শুরুতে ১ উইকেট পান। পরবর্তীতে শেষ দিকে বোলিংয়ে ফিরে ধস নামান। ফাহাদ বাদে বল হাতে দ্যুতি ছড়িয়েছেন ইকবাল ইমন। ২ উইকেট পেয়েছেন এই পেসার।

শ্রীলঙ্কার হয়ে ব্যাটিংয়ে সর্বোচ্চ ৫১ রান করেন চামিকা হেনাটিগালা। ৪৭ রান আসে দিনুরা ডামিসিথের ব‌্যাট থেকে।

জবাব দিতে নেমে জাওয়াদের ব‌্যাটে উড়ে যায় শ্রীলঙ্কা। ডানহাতি এই ওপেনার চার-ছক্কার বৃষ্টি নামান ২২ গজে। আরেক ওপেনার কালাম সিদ্দীক ৫ রানে আউট হলেও রান তাড়ায় কোনো প্রভাব পড়েনি। জাওয়াদ ও আজিজুল জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। দুজন দ্বিতীয় উইকেটে ১৮০ রানের জুটি গড়েন যা দ্বিতীয় উইকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। তারা ভেঙেছেন এনামুল হক ও লিটন দাসের ১৭৯ রানের রেকর্ড।

যুব ক্রিকেটে জাওয়াদের এটি প্রথম সেঞ্চুরিতে। ১৩০ রানে অপরাজিত থাকেন এই ব‌্যাটসম‌্যান। যা যুব ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৫ সালে ডারবানে ১৫০ রান করেছিলেন পিনাক ঘোষ। ১৩০ রানের ইনিংসে জাওয়াদ ৯২ রানই করেছেন বাউন্ডারিতে। যা এক ইনিংসে বাংলাদেশের কোনো ব্যাটসম‌্যানের যুব ক্রিকেটে সর্বোচ্চ রান। পিনাক তার ১৫০ রানের ইনিংসে বাউন্ডারিতে ৯০ রান পেয়েছিলেন। জাওয়াদের সঙ্গে ৬৯ রানে অপরাজিত থাকেন আজিজুল হাকিম। ৮৯ বলে ৫ চার ও ৩ ছক্কায় আজিজুল ইনিংসটি খেলেন।

৯৩ বল হাতে রেখে বাংলাদেশ জয়ের বন্দরে পৌঁছে যায়। এর চেয়েও বড় জয় যুব ক্রিকেটে আছে বাংলাদেশের।

কলম্বোতে পহেলা মে সিরিজের তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উইক ট প য় ছ ৬ উইক ট

এছাড়াও পড়ুন:

কাশ্মীরে ব্যাপক ধরপাকড়, ভাঙা হচ্ছে বাড়ি: ‘আমার ভাই জড়িত থাকলেও পরিবারের অপরাধ কী’

কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনার পর রোববার রাতেও নিয়ন্ত্রণরেখায় ভারত ও পাকিস্তানের সামরিক বাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে। এ নিয়ে টানা চার রাত ধরে পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটল। এ ছাড়া হামলার পর কাশ্মীরে প্রায় ২ হাজার জনকে আটক করেছে ভারতীয় বাহিনী। হামলায় জড়িত সন্দেহের অনেকের ঘর–বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

রোববার রাতের গোলাগুলির বিষয়ে ভারতের সামরিক বাহিনীর ভাষ্য আগের দিনগুলোর মতোই। তারা জানিয়েছে, কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় কোনো উসকানি ছাড়াই গুলি ছোড়েন পাকিস্তানি সেনারা। এরপর ভারত এর পাল্টা জবাব দেয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আর আগেই মতোই এদিনও গোলাগুলির বিষয়ে কোনো মন্তব্য করেনি পাকিস্তান সরকার বা দেশটির বাহিনী।

এই গোলাগুলি নিয়ন্ত্রণরেখার কাছাকাছি অবস্থান করা বাসিন্দাদের নতুন করে দুর্দশার মধ্যে ফেলেছে। এমনই একজন ভারতের ডাওকে এলাকার বাসিন্দা হরদেব সিং। তিনি বলেন, ‘আমরা আমাদের মাঠে কৃষিকাজ করতে যেতে পারছি না।’ অন্যদিকে লানজোত এলাকার বাসিন্দা শওকাত আওয়ান বলেন, ‘আমরা এমন পরিস্থিতির মধ্যেই বড় হয়েছি। আমাদের মধ্যে আর ভয় কাজ করে না।’

পাকিস্তানের রেলমন্ত্রী মোহাম্মদ হানিফ আব্বাসি শনিবার বলেছেন, পাকিস্তানের ১৩০টির বেশি পারমাণবিক ক্ষেপণাস্ত্র ভারতের জন্য সাজিয়ে রাখা হয়েছে।

কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় ভারত ও পাকিস্তানের মধ্যে গোলাগুলির ঘটনা নতুন নয়। ১৯৪৭ সালে দেশভাগের পর থেকে কাশ্মীরের মালিকানা নিয়ে তিনবার যুদ্ধে জড়িয়েছে দুই দেশ। তবে ২২ এপ্রিল পেহেলগামে হামলায় ২৬ জনের মৃত্যুর পর শুরু হওয়া গোলাগুলি বড় উদ্বেগ সৃষ্টি করেছে। কারণ, ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে নয়াদিল্লি। যদিও এ অভিযোগ নাকচ করেছে ইসলামাবাদ।

হামলার পর ভিসা বাতিল, সিন্ধু পানিচুক্তি বাতিল, আকাশসীমা বন্ধসহ একরাশ পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে ভারত ও পাকিস্তান। পাকিস্তানের নাম না নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘কঠিন জবাব’ দেওয়ার হুমকি দিয়েছেন। আর পাকিস্তানের রেলমন্ত্রী মোহাম্মদ হানিফ আব্বাসি শনিবার বলেছেন, পাকিস্তানের ১৩০টির বেশি পারমাণবিক ক্ষেপণাস্ত্র ভারতের জন্য সাজিয়ে রাখা হয়েছে।

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় স্বজনের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন একজন নারী

সম্পর্কিত নিবন্ধ