না’গঞ্জ আদালতের এজলাসের প্রবেশমুখে সাবেক আইনমন্ত্রীকে মারধর (ভিডিও)
Published: 28th, April 2025 GMT
নারায়ণগঞ্জে আদালতের এজলাসের প্রবেশমুখে বিক্ষুব্ধ জনতা ও বিএনপিপন্থী আইনজীবীদের মারধরের শিকার হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক।
সোমবার (২৮ এপ্রিল) পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত হাফেজ সোলাইমান হত্যা মামলায় রিমাণ্ড শুনানির জন্য নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদিরের আদালতে তোলা হয় তাকে বলে জানান আদালত পুলিশের পরিদর্শক মো.
তিনি বলেন, হত্যা মামলাটিতে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমাণ্ড আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শুনানি শেষে আদালত চারদিনের রিমাণ্ড আবেদন মঞ্জুর করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী একাধিক গণমাধ্যমকর্মী বলেন, দুপুরে আদালতে তোলার সময় বাইরে বিএনপন্থী আইনজীবীরা ‘আনিসুল হকের ফাঁসি’ চেয়ে স্লোগান দেন। শুনানি শেষে এজলাস থেকে বের হওয়ার সময় প্রবেশমুখে তাকে চর-থাপ্পর দেন বিক্ষুব্ধ জনতা ও বিএনপিপন্থী আইনজীবীরা।
এই সময় আনিসুল হকের মাথায় পুলিশের হেলমেট ছিল। বিশৃঙ্খল পরিস্থিতি দেখে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা সাবেক এ আইনমন্ত্রীকে নিয়ে দৌঁড়ে আদালতের বারান্দা ত্যাগ করেন এবং একইভাবে তাকে দ্রুততার সাথে প্রিজন ভ্যানে তোলা হয়।
গণমাধ্যমকর্মীদের ধারণ করা ভিডিওতেও এজলাসের প্রবেশমুখে আনিসুল হককে চর-থাপ্পর দিতে দেখা যায়।
প্রিজন ভ্যানে থাকা অবস্থায়ও বাইরে আদালত প্রাঙ্গণে ‘ফাঁসি চাই, ফাঁসি চাই, আনিসুল হকের ফাঁসি চাই’ বলে স্লোগন দিতে থাকেন বিএনপিপন্থী আইনজীবীরা।
শুনানির আগে ও পরে বিএনপির মিছিলে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি সরকার হুমায়ূন কবির ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধানকে নেতৃত্ব দিতে দেখা যায় বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।
এ বিষয়ে জানতে চাইলে জেলা আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, এজলাস থেকে বের হওয়ার পর বিশৃঙ্খল পরিস্থিতি হয়, পরে পুলিশ দ্রুততার সাথে আসামিকে প্রিজন ভ্যানে তোলে। কিন্তু সেখানে কেউ চর-থাপ্পর দিয়েছে এমনটা আমার নজরে পড়েনি।
যোগাযোগ করা হলে ‘আনিসুল হককে উৎসুক জনগণ মারধর করেছে’ বলে জানিয়ে এতে বিএনপন্থী আইনজীবীদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ূন কবির।
তিনি আরও বলেন, ফাঁসির দাবিতে মিছিল করছি আমরা কিন্তু চর-থাপ্পর দিছে জনগণ। আইনজীবীরা কেন মারবে, তাদের প্রতি মানুষের ক্ষোভ আছে, সেই ক্ষোভ থেকে জনগণ তাকে মারধর করেছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ আইনজ ব আইনজ ব র ব এনপ এজল স ম রধর
এছাড়াও পড়ুন:
‘সিন্ধু দিয়ে হয় আমাদের পানি, নয় তাদের রক্ত বইবে’, ভারতকে বিলাওয়ালের হুঁশিয়ারি
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতকে হুঁশিয়ার করে বলেছেন, ঐকমত্যের বাইরে গিয়ে তাঁর দল যেমন একটি বিতর্কিত খাল প্রকল্প হতে দেয়নি, ঠিক একইভাবে পাকিস্তানের জনগণ সিন্ধু নদের ওপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন ও এর সমুচিত জবাব দেবেন।
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পেহেলগামে গত মঙ্গলবার বিকেলে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দেয় দিল্লি। এর পরিপ্রেক্ষিতে বিলাওয়াল গতকাল শুক্রবার ওই হুঁশিয়ারি দেন।
সিন্ধু পানি চুক্তি (আইডব্লিউটি) স্থগিত করার ভারতের একতরফা সিদ্ধান্তেরও নিন্দা জানান বিলাওয়াল ভুট্টো। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিন্ধু আমাদের ও এটি আমাদেরই থাকবে—এর ওপর দিয়ে হয় আমাদের পানি, নয় তাদের রক্ত বইবে।’
সুক্কুরে এক জনসমাবেশে দেওয়া বক্তব্যে বিলাওয়াল বলেন, তাঁদের শান্তিপূর্ণ সংগ্রামের সফলতা হিসেবে কেন্দ্রীয় সরকার কাউন্সিল অব কমন ইন্টারেস্টের (সিসিআই) ঐকমত্য ছাড়া সিন্ধুতে কোনো খাল নির্মাণ না করার সিদ্ধান্ত নিয়েছে। এ সময় উপস্থিত জনতাকে অভিনন্দন জানান তিনি।
বিলাওয়াল জানান, পিপিপি ও পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজ (পিএমএল–এন) একটি চুক্তিতে উপনীত হয়েছে। এতে উভয় দলের নেতাদের স্বাক্ষর রয়েছে।
বিলাওয়াল বলেন, ‘ভারতের অবৈধভাবে দখল করা জম্মু ও কাশ্মীরে একটি সন্ত্রাসী ঘটনা ঘটেছে। নয়াদিল্লি এ জন্য পাকিস্তানকে দায়ী করেছে। পাকিস্তান জোরালোভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানায়। পাকিস্তানই সন্ত্রাসী কর্মকাণ্ডের সবচেয়ে বড় ভুক্তভোগী।’‘পাকিস্তান সরকারের এখন আনুষ্ঠানিক নীতি, সব প্রাদেশিক সরকারের পারস্পরিক সম্মতি ছাড়া কোনো নতুন খাল খনন করা হবে না’, বলেন পিপিপির চেয়ারম্যান। বিতর্কিত খাল নির্মাণ প্রকল্পের বিরুদ্ধে সংগ্রাম করায় পিপিপির কর্মীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
আরও পড়ুনপারমাণবিক অস্ত্রে এগিয়ে পাকিস্তান, সার্বিক সক্ষমতায় ভারত৩ ঘণ্টা আগেবিলাওয়াল বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা সিন্ধু রক্ষা করব। আজ কেন্দ্রীয় সরকারের হুমকি থেকে সিন্ধু রক্ষা পেয়েছে। এটা আপনাদের বিজয়।’
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠক ও সেখানে ঐকমত্যে পৌঁছানোর প্রসঙ্গ তুলে ধরে পিপিপির চেয়ারম্যান ইঙ্গিত দেন যে কেন্দ্রীয় সরকার ওই প্রকল্প সিসিআইয়ের কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
‘আমরা প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের প্রতি কৃতজ্ঞ। তিনি আমাদের (জনগণের) উদ্বেগের কথা শুনেছেন। এখন কাউন্সিলের বেশির ভাগ দল—পিএমএলএন ও পিপিপি সম্মত হয়েছে, আপনাদের সম্মতি ছাড়া সিন্ধুতে কোনো খাল নির্মাণ করা হবে না’, বলেন বিলাওয়াল।
আরও পড়ুনভারত-পাকিস্তান উত্তেজনা কতটা গড়াতে পারে২৪ এপ্রিল ২০২৫‘নিজের ব্যর্থতা ঢাকতেই মোদির এ উদ্যোগ’
সমাবেশে বিলাওয়াল ভুট্টো আরও বলেন, ‘সিন্ধু আরেকবার আক্রমণের শিকার—এখন ভারতের মাধ্যমে।’
বিলাওয়াল বলেন, ‘ভারতের অবৈধভাবে দখল করা জম্মু ও কাশ্মীরে একটি সন্ত্রাসী ঘটনা ঘটেছে। নয়াদিল্লি এ জন্য পাকিস্তানকে দায়ী করেছে।’ তিনি গুরুত্বের সঙ্গে বলেন, ‘পাকিস্তান জোরালোভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানায়। পাকিস্তানই সন্ত্রাসী কর্মকাণ্ডের সবচেয়ে বড় ভুক্তভোগী।’
নিজের ব্যর্থতাগুলো ঢাকতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীরের ওই ঘটনায় অযথাই পাকিস্তানকে দায়ী করছেন অভিযোগ করে বিলাওয়াল বলেন, ওই ঘটনার পর ভারত একপক্ষীয়ভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে।
বিলাওয়াল এই কঠিন সময়ে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার ও ভারতকে সমুচিত জবাব দেওয়া আহ্বান জানান। বলেন, ‘ভারত এখন সিন্ধুর ওপর শ্যেন দৃষ্টি দিয়েছে। ভারত তার একতরফা সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত সিন্ধু নদকে রক্ষায় আমাদের সংগ্রাম চলবে।’ এ ইস্যুতে পিপিপি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পাশে থাকবে বলেও ঘোষণা দেন তিনি।আরও পড়ুনসীমান্তে গোলাগুলি, ফিরছেন ভিসা বাতিল হওয়া নাগরিকেরা ১৫ ঘণ্টা আগেবিলাওয়াল বলেন, ‘সিন্ধুতে কোনো খাল নির্মাণ না করার জন্য পিপিপি যেমন শহর ও দেশজুড়ে কণ্ঠ সোচ্চার করে কেন্দ্রীয় সরকারকে রাজি করিয়েছে, ঠিক তেমনি আরেকবার সংগ্রাম করতে হবে। পাকিস্তানের জনগণ সাহসী—আমরা ভারতের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে দাঁড়াব এবং আমাদের সশস্ত্র বাহিনী সীমান্তে উপযুক্ত জবাব দেবে।’
‘ভারত এক দিনে সিন্ধু পানি চুক্তিকে আর স্বীকৃতি না দেওয়ার সিদ্ধান্ত নিল—এটা মেনে নেওয়া যায় না। এ ধরনের সিদ্ধান্ত আন্তর্জাতিক পর্যায়ে তো নয়ই, পাকিস্তানের জনগণের কাছেও গ্রহণযোগ্য নয়’, বলেন পিপিপির এই নেতা।
আরও পড়ুনভারত কি পাকিস্তানে পানির প্রবাহ আটকে দিতে পারবে১৫ ঘণ্টা আগেবিলাওয়াল এই কঠিন সময়ে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার ও ভারতকে সমুচিত জবাব দেওয়া আহ্বান জানান। বলেন, ‘ভারত এখন সিন্ধুর ওপর শ্যেন দৃষ্টি দিয়েছে। ভারত তার একতরফা সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত সিন্ধু নদকে রক্ষায় আমাদের সংগ্রাম চলবে।’ এ ইস্যুতে পিপিপি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পাশে থাকবে বলেও ঘোষণা দেন তিনি।
আরও পড়ুনভারতের অভিযোগ প্রত্যাখ্যান করে পাকিস্তানের সিনেটে প্রস্তাব পাস২১ ঘণ্টা আগে