৯ দাবিতে রাজশাহী কলেজ অধ্যক্ষকে স্মারকলিপি দিল ছাত্রদল
Published: 28th, April 2025 GMT
মুসলিম ছাত্রাবাসের সাধারণ শিক্ষার্থীদের নয় দফা দাবির ভিত্তিতে কলেজ অধ্যক্ষের বরাবর স্মারকলিপি প্রদান করেছে রাজশাহী কলেজ শাখা ছাত্রদল।
সোমবার (২৮ এপ্রিল) দুপুর ১টায় অধ্যক্ষের কক্ষে এ স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতাকর্মীরা।
এ সময় কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালেদ বিন ওয়ালিদ (আবির), যুগ্ম আহ্বায়ক রাশিফুজ্জামান প্রীতম, আবু মুছা, শান্ত, ছাত্রনেতা সামিউল ইসলাম শিমুল, জাহিদ হাসান, রুহুল আমিন, উজ্জ্বল মিয়া, শাফি, রাহাত, জুবায়ের রুহুল প্রমুখ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন:
রাবির ভর্তি পরীক্ষা: একটি ইউনিটেই ৭৫০ ওএমআর বাতিল
৫ বিভাগীয় কেন্দ্রে রাবির সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ছাত্রদল আহ্বায়ক খালেদ বিন ওয়ালিদ (আবির) বলেন, “রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের সাধারণ শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে নয় দফা দাবি নিয়ে আমরা আজ অধ্যক্ষের কাছে স্মারকলিপি জমা দিয়েছি। আশা করি, কলেজ প্রশাসন অতি দ্রুত আমাদের দাবিগুলো বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করবে।”
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, হোস্টেলের ভর্তি ফি কমানো; এককালীন ফি পরিশোধের পরিবর্তে ২-৩ কিস্তিতে পরিশোধের সুযোগ প্রদান; বিদ্যুৎ বিলের পরিমাণ কমানো; খাবারের মান উন্নত করা; হোস্টেলের রুম ও দেয়ালের ফাটল দ্রুত মেরামত করা; ওয়াশরুম পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত রাখার কার্যকর ব্যবস্থা গ্রহণ; হোস্টেলে সাইকেল গ্যারেজের ব্যবস্থা করা; ছাত্র মনিটরিং কনভেনার প্রতি ২ মাস অন্তর পরিবর্তন ও ব্যবস্থার উন্নতি; হোস্টেলের মানোন্নয়নে পরিকল্পিত রূপরেখা প্রকাশ করা।
ঢাকা/ফারজানা/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ম রকল প ছ ত রদল
এছাড়াও পড়ুন:
রেকর্ড তছনছ করে ১৪ বছরের বৈভবের সেঞ্চুরি
সূর্যবংশী বৈভবের বয়স নিয়ে সন্দেহ আছে। কাগজে-কলমে তার বয়স ১৪ বছর ৩২ দিন। বয়স কমালে কতই বা কমিয়েছেন তিনি? দুই বছর? তবু তো ১৬! ওই বয়সেই আইপিএলের রেকর্ড এলোমেলো করে দেওয়া এক সেঞ্চুরি করেছেন রাজস্থান রয়েলসে খেলা এই ওপেনার।
গুজরাট টাইটান্সের ২১০ রান তাড়া করতে নেমে তরুণ এই ব্যাটার মাত্র ৩৫ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন। তাও আবার তার খেলতে নামা তৃতীয় আইপিএল ম্যাচে। ৩৫ বলে করা তার এই সেঞ্চুরি আইপিএলের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।
বৈভবের ব্যাটিংয়ের সময় মনে হচ্ছিল ক্রিস গেইলের ঝড়ো সেঞ্চুরির রেকর্ড তিনি ভেঙে দেবেন। আইপিএলে মাত্র ৩০ বলে সেঞ্চুরির কীর্তি আছে তার। দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ইউসুফ পাঠানের দখলে ছিল। তিনি ৩৭ বলে শতক ছুঁয়েছিলেন।
বৈভব তার চেয়ে দুই বল কম খেলে সেঞ্চুরির দেখা পেলেন। শতরানের ইনিংস খেলার পথে ১১টি ছক্কা তোলেন এই তরুণ। চার মারেন সাতটি। শেষ পর্যন্ত আউট হন ৩৮ বলে ১০১ রান করেই।
দুর্দান্ত এই সেঞ্চুরির পথে বৈভব ইনিংসের চতুর্থ ওভারে অভিজ্ঞ ইশান্ত শর্মাকে তিনটি ছক্কা ও দুটি চার মারেন। অর্থাৎ পাঁচ বলে বাউন্ডারি হাঁকান এই তরুণ। ইশান্ত ওই ওভারে দেন ২৮ রান। পরের ওভারে ওয়াশিংটন সুন্দরের তিন বল খেলে দুটি ছক্কা ও একটি চার মারেন তিনি।
দশম ওভারে করিম জানাতের ৬ বলেই বাউন্ডারি হাঁকান ১৪ বছরের বৈভব। ওই ওভারে তিন ছক্কা ও তিন চার মারেন। তুলে নেন ৩০ রান। ১১তম ওভারে রশিদ খানকে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন। আইপিএলের সব চেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে নিলামে উঠে ও দল পেয়ে আগেই রেকর্ড গড়েছেন তিনি। সবচেয়ে কম বয়সে আইপিএল খেলে রেকর্ড দখলে নিয়েছেন। এবার সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির বিশ্বরেকর্ডও করে ফেলেছেন বৈভব।