সিনিয়র স্টাফ নার্সের মৌখিক পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ
Published: 28th, April 2025 GMT
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ১০ম গ্রেডের ‘সিনিয়র স্টাফ নার্স’ পদের মৌখিক পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন-পিএসসি। মৌখিক পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ভবনে (আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা) অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষা ২৭ এপ্রিল থেকে শুরু হয়েছে। মৌখিক পরীক্ষা শেষ হবে ২২ মে’তে। বিভিন্ন কারণে যাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে, সেই তালিকাও প্রকাশ করা হয়েছে। আজ সোমবার (২৭ এপ্রিল) পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
সিনিয়র স্টাফ নার্সের সংশোধিত সূচি.pdfডাউনলোডআরও পড়ুনবিসিএসে নতুন সিলেবাস, ভারত–শ্রীলঙ্কা–সিঙ্গাপুরের চাকরির পরীক্ষার সিলেবাস নিয়ে কাজ করছে পিএসসি১০ ঘণ্টা আগে
মৌখিক পরীক্ষার বোর্ডে প্রার্থীদের করণীয় সম্পর্কেও জানিয়েছে পিএসসি। এগুলোর মধ্য অন্যতম—
শিক্ষাগত যোগ্যতার সকল মূল/সাময়িক সনদ, প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ এবং চাকরিরত প্রার্থীকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক সিল স্বাক্ষরিত ছাড়পত্রের মূল কপি দাখিল করতে হবে, উল্লিখিত সনদ/কাগজপত্রের মূল কপি ছাড়া মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মূল আবেদনপত্র অর্থাৎ BPSC Form 5A ( Applicant's Copy) কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিম্নোক্ত কাগজপত্র/তথ্যাদির ০১ সেট মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে : ক. পরীক্ষার প্রবেশপত্র ২ (দুই) কপি; খ. BPSC Form 5A (Applicant's Copy) ০২ (দুই) কপি; গ. সকল শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদের সত্যায়িত ফটোকপি প্রভৃতি।
মৌখিক পরীক্ষার সংশোধিত সূচি দেখুন এখানে।
আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের১ ঘণ্টা আগেউৎস: Prothomalo
কীওয়ার্ড: ম খ ক পর ক ষ র পর ক ষ র স প এসস
এছাড়াও পড়ুন:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি শুরু আজ, শিক্ষার্থীদের যা যা করণীয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’ ও ‘ই’ ইউনিটের প্রথম পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আজ রোববার দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে ভর্তি ফি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ দুপুর ১২টা থেকে আগামী ৫ মে রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে নিজ নিজ প্যানেলে প্রবেশ করে ভর্তি ফি অনলাইনে জমা দিতে হবে। ভর্তি ফি জমাদানকারী শিক্ষার্থীদের আজ থেকে ৬ মে ২০২৫ তারিখ পর্যন্ত (সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে) সরাসরি সংশ্লিষ্ট ডিন অফিসে প্রয়োজনীয় কাগজপত্রাদি জমা দিয়ে কাগজপত্র জমাদান স্লিপ সংগ্রহ করে ভর্তি নিশ্চিত করতে হবে।
আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে ৪ কোর্সে মাস্টার্স, ডিগ্রি পাসেও আবেদন১২ এপ্রিল ২০২৫ভর্তি ফিসের পরিমাণবিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত বিভাগগুলোর জন্য (ব্যবহারিক ক্লাসের ফিসহ) ১২ হাজার ৪৩০ টাকা, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগগুলোর জন্য ১০ হাজার ৪৩০ টাকা, কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষদভুক্ত বিভাগ এবং ইনস্টিটিউটগুলোর জন্য (ফিল্ম অ্যান্ড টেলিভিশন, সংগীত ও নাট্যকলা বিভাগ ব্যতীত) ১০ হাজার ৪৩০ টাকা, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ, সংগীত ও নাট্যকলা বিভাগ (ব্যবহারিক ক্লাসের ফিসহ) ১২ হাজার ৪৩০ টাকা, চারুকলা অনুষদভুক্ত বিভাগগুলোর জন্য (ব্যবহারিক ক্লাসের ফিসহ) ১২ হাজার ৪৩০ টাকা।
ভর্তির জন্য যে যে কাগজপত্র জমা দিতে হবেসংশ্লিষ্ট ডিন অফিসে এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র; ভর্তি পরীক্ষার প্রত্যবেক্ষক (Invigilator) কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র (Admit Card); অনলাইন থেকে প্রিন্টকৃত ভর্তি ফরম;২ (দুই) কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে বিষয় নির্বাচনের (Subject Choice) জন্য ৮ থেকে ১৭ এপ্রিল ২০২৫ পর্যন্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোট আসনসংখ্যা ২ হাজার ৮১৫।
আরও পড়ুনপিএইচডি ফেলোশিপ দিচ্ছে সরকার, গবেষকেরা মাসে পাবেন ২৫০০০২৬ এপ্রিল ২০২৫‘এ’ ইউনিটের তিনটি পালায় মোট আসন ৮৬০টি। প্রথম পালায় মোট আসন ২৮৪টি, দ্বিতীয় পালায় মোট আসন ২৮৭টি এবং তৃতীয় পালায় মোট আসন ২৮৯টি।
‘বি’ ইউনিটের তিনটি পালায় মোট আসন ৭৮৫টি, প্রথম পালায় মোট আসন ২৯৪টি, দ্বিতীয় পালায় মোট আসন ২৯২টি এবং তৃতীয় পালায় মোট আসন ১৯৯টি।
‘সি’ ইউনিটের দুটি পালায় মোট আসন ৫২০টি। প্রথম পালায় মোট আসন ২৩০টি এবং দ্বিতীয় পালায় মোট আসন ২৯০টি।
‘ডি’ ইউনিটের দুটি পালায় মোট আসন ৫৯০টি। প্রথম পালায় মোট আসন ২৯৪টি এবং দ্বিতীয় পালায় মোট আসন ২৯৬টি।
‘ই’ ইউনিটের মোট আসন ৬০টি। ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগের জন্য ২০টি আসন। প্রিন্ট মেকিং বিভাগের জন্য ২০টি আসন। ভাস্কর্য বিভাগের জন্য ২০টি আসন।