রোদঝলমলে দিনে হঠাৎ আকাশে মেঘ। অন্ধকার ঢেকে যায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামও। কিন্তু ওই আঁধারের মধ্যেই বাংলাদেশ দলকে এক টুকরা আলো এনে দেন নাঈম হাসান। পরপর দুই ওভারে তাঁর দুই উইকেট নেওয়ার আগপর্যন্ত চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটা বাংলাদেশের জন্য হতাশারই ছিল।  

প্রথম দিন শেষে জিম্বাবুয়ে শেষ পর্যন্ত থেমেছে ৯ উইকেট ২২৭ রান করে। অথচ একপর্যায়ে ৪ উইকেটে তাদের রান ছিল ২০০।  নাঈম ওই ২ উইকেট না নিলে বা এর আগে যদি জিম্বাবুয়ের ব্যাটসম্যান নিক ওয়েলচ মাংসপেশির টানে আহত অবসর না হতেন, দিনটা আরও ভালোভাবে শেষ করতে পারত সফরকারীরা।

সকালের সেশনে দুই উইকেট তুলে নেওয়ার পর শন উইলিয়ামসকে সঙ্গে নিয়ে জিম্বাবুয়েকে বড় সংগ্রহের পথে তিনি নিয়ে যাচ্ছিলেন ওয়েলচ। বাংলাদেশের ফিল্ডার আর বোলারদের ব্যর্থতায় তাঁদের ফেরানোটা মনে হচ্ছিল বেশ দুরূহ কাজ। কিন্তু চা–বিরতির পর ব্যথা আর সহ্য করতে না পেরে ৫৪ রানে থাকতেই মাঠ ছাড়তে হয় ওয়ালচকে।

তীব্র গরমে ওয়েলচের মাঠ ছেড়ে চলে যাওয়াটাই জিম্বাবুয়ের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উইক ট

এছাড়াও পড়ুন:

কালীগঞ্জে সেন্ট্রাল হাসপাতালকে ২ লক্ষাধিক টাকা জরিমানা

গাজীপুরের কালীগঞ্জে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিয়ম বহির্ভূত কার্যকলাপের অভিযোগে কালীগঞ্জ সেন্ট্রাল হাসপাতালকে দুই লাখ পাঁচ হাজার টাকা এবং কালীগঞ্জ বাজারের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) রাতে এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ লঙ্ঘনের প্রমাণ মেলায় এ জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ, বেঞ্চ সহকারী মো. আলামিন ভূঁইয়া, থানা পুলিশ ও আনসার সদস্যরা।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন কালীগঞ্জ পৌর এলাকার মুনসুপপুর গ্রামের আব্দুল বাসেদ মিয়ার ছেলে আরিফুর রহমান (৪৯), যিনি সেন্ট্রাল হাসপাতালের ম্যানেজার হিসেবে কর্মরত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, তার প্রতিষ্ঠানে একাধিক অনিয়ম ও আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। এজন্য তাকে দুই লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, নরসিংদীর পলাশ উপজেলার ফায়সাল (৩৪), যিনি কালীগঞ্জ বাজারের একজন ব্যবসায়ী। তাকেও ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ বলেন, “জনস্বাস্থ্য এবং ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। আইন ভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

ঢাকা/রফিক/এস

সম্পর্কিত নিবন্ধ