কাশ্মীর অঞ্চলে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারের মধ্যে রবিবার টেলিফোনে আলোচনা হয়েছে।

ইসহাক দার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-কে কাশ্মীর অঞ্চলে সন্ত্রাসী হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা সম্পর্কে অবহিত করেন।

তিনি দৃঢ়ভাবে বলেন, “পাকিস্তান ধারাবাহিকভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে আসছে এবং পরিস্থিতি আরও খারাপ হতে পারে এমন যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে। পাকিস্তান পরিস্থিতি দক্ষতার সঙ্গে পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং চীন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যোগাযোগ বজায় রাখবে।”

আরো পড়ুন:

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন
পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত

কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে ফের গোলাগুলি

জবাবে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান, চীন এই ঘটনাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি জোর দিয়ে বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা সমগ্র বিশ্বের দায়িত্ব এবং পাকিস্তান সন্ত্রাসবাদ দমনে যে প্রচেষ্টা চালাচ্ছে, চীন তার প্রতি সমর্থন জানায়।”

ওয়াং ই আরও বলেন, “একজন সত্যিকারের বন্ধু এবং সর্বকালীন কৌশলগত সহযোগিতামূলক অংশীদার হিসেবে, চীন পাকিস্তানের বৈধ নিরাপত্তা উদ্বেগগুলো সম্পূর্ণরূপে বোঝে এবং তার সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থ রক্ষায় পাকিস্তানকে সমর্থন করে।”

তিনি দ্রুত ও সুষ্ঠু তদন্তের পক্ষে মত দেন এবং বিশ্বাস করেন যে, এই সংঘাত ভারত বা পাকিস্তান কারোরই মৌলিক স্বার্থে কাজ করে না, এমনকি এটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্যও ক্ষতিকর।

চীনা পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, উভয়পক্ষই সংযত থাকবে, একে অপরের দিকে এগিয়ে যাবে এবং পরিস্থিতির উত্তেজনা কমাতে একসাথে কাজ করবে।

ঢাকা/হাসান/সাইফ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পরর ষ ট রমন ত র

এছাড়াও পড়ুন:

বিজয়নগরে দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ২০

ছবি: সংগৃহীত

সম্পর্কিত নিবন্ধ