বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
Published: 28th, April 2025 GMT
বগুড়ার শেরপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি করতে গিয়ে অজ্ঞাতপরিচয় (৩৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সোয়া দুইটার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালি গ্রামের একটি কারখানা থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধারের সময় অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির পরনে লাল রঙের একটি হাফপ্যান্ট ও লুঙ্গি ছিল। ময়নাতদন্তের জন্য লাশটি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাছের খাদ্য প্রস্তুতকারী ওই কারখানার নৈশপ্রহরী আবদুল খালেক বলেন, গতকাল রোববার রাতের যেকোনো সময় ওই ব্যক্তি মিলের বিদ্যুৎ–সংযোগের ট্রান্সফরমার রুমে ঢুকে পড়েন। সম্ভবত ট্রান্সফরমারের তামার তার ও ট্রান্সমিটারের যন্ত্রাংশ চুরির উদ্দেশ্যে গিয়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন। মিলটিতে বিদ্যুৎ–সংযোগ থাকলেও মিলটি এখনো চালু হয়নি।
ঘটনাস্থলে বৈদ্যুতিক তার কাটার একটি সরঞ্জাম পাওয়ার কথা জানিয়ে শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) রকিব হোসেন প্রথম আলোকে বলেন, বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে ওই ব্যক্তির শরীরের বিভিন্ন জায়গা পুড়ে গেছে। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, নিহত ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ট র ন সফরম র র
এছাড়াও পড়ুন:
বন্দরে ক্রাউন সিমেন্টের গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে খাদে, আহত ১
বন্দরে বেপরোয়া ভাবে গাড়ী চালিয়ে যাওয়ার সময় ক্রাউন সিমেন্টের একটি গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পরে র্দূঘটনা সংগঠিত হয়েছে। ওই সময় নিয়ন্ত্রনহীন গাড়ীটি একটি বিদ্যুৎ খুঁটিতে ধাক্কা দিলে খুঁটিতে থাকা ৩ টি ট্রান্সফরমার নিচে পড়ে যায়।
এ ঘটনায় সুদূর রাজশাহী জেলার উল্লাপাড়া থানার সরাতৈল এলাকার আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে হেলপার সুজন (২৪) মারাত্মক ভাবে জখম হয়।
স্থানীয়রা আহতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ৫টায় বন্দর উপজেলার মদনগঞ্জ টু মদনপুর সড়কের ধামগড় ইউনিয়নের ইস্পাহানি বাজার এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
প্রত্যেক্ষদৃশি সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর ৫টায় ক্রাউন সিমেন্ট কোম্পানি ঢাকা মেট্রো-ম ১১-৭৭৭৭ নাম্বারের মুন্সিগঞ্জগামী একটি গাড়ী বেপরোয়াভাবে চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে একটি বিদ্যুৎ খুঁটিতে ধাক্কা দিলে খুঁটিতে থাকা ৩টি ট্রান্সফরমার নিচে পড়ে যায়। ওই সময় গাড়ী হেলপার মারাত্মক ভাবে জখম হয়।