কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনার পর এবার পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেল বন্ধ করে দিল ভারতের কেন্দ্রীয় সরকার। এ তালিকায় ডন নিউজ, সামা টিভি, এআরওয়াই নিউজ ও জিও নিউজের মতো পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যমও রয়েছে। ভারতের বিরুদ্ধে, বিশেষ করে ভারতীয় সেনা ও নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে উসকানিমূলক, সাম্প্রদায়িক উত্তেজনামূলক ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

একটি সূত্র জানায়, পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (এমএইচএ) সুপারিশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। চ্যানেলগুলোর মোট অনুসারী ৬ কোটি ৩০ লাখের বেশি।

সূত্র জানায়, বন্ধ করে দেওয়া ইউটিউব চ্যানেলগুলো হলো ডন নিউজ টিভি, সামা টিভি, ইর্শাদ ভাট্টি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, দ্য পাকিস্তান রেফারেন্স, জিও নিউজ, সামা স্পোর্টস, জিএনএন, উজায়ের ক্রিকেট, উমর চিমা এক্সক্লুসিভ, আসমা শিরাজি, মুনীব ফারুক, সুনো নিউজ এইচডি ও রাজি নামা।

আরও পড়ুনপাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে ভারতীয় নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র পরীক্ষা১ ঘণ্টা আগে

চ্যানেলগুলোয় ঢুকতে গেলে এখন ব্যবহারকারীরা দেখতে পাচ্ছেন,‘ এই কনটেন্ট এই দেশে আপাতত দেখা যাবে না। জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা–সংক্রান্ত সরকারি নির্দেশের কারণে এটি সরানো হয়েছে। আরও বিস্তারিত জানতে গুগলের ট্রান্সপারেন্সি রিপোর্ট দেখুন।’

এ ছাড়া একটি সূত্র জানায়, বিবিসি ইন্ডিয়া তাদের এক প্রতিবেদনে হামলাকারীদের সন্ত্রাসী না বলে জঙ্গি (মিলিট্যান্ট) বলায় ভারতের কেন্দ্রীয় সরকার বিবিসির প্রধান জ্যাকি মার্টিনের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) মাধ্যমে কড়া বার্তা পাঠিয়েছে। সূত্রের ভাষ্য, ‘নয়াদিল্লির উদ্বেগ বিবিসির কাছে পরিষ্কারভাবে জানানো হয়েছে এবং এখন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্সপি বিভাগ বিবিসির রিপোর্টিং পর্যবেক্ষণ করবে।’

আরও পড়ুনপেহেলগাম নিয়ে ভারতের সংসদে বিশেষ অধিবেশনের দাবি বিরোধীদের১ ঘণ্টা আগে

একই ধরনের উদ্বেগ জানানো হয়েছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সকেও। সূত্রের দাবি, ভবিষ্যতেও যদি কোনো সংস্থা কাশ্মীর ইস্যুতে পরিস্থিতির গুরুত্ব কমিয়ে দেখায় বা তথ্যগত ভুল করে, তাহলে এমইএ তাদের সতর্ক করবে।

আরও পড়ুনপেহেলগামের ঘটনায় একের পর এক বাড়ি ধ্বংস, সরকারকে সতর্ক করল কাশ্মীরের দলগুলো৩ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সরক র

এছাড়াও পড়ুন:

বিজিএমইএর ৩৫ পরিচালক পদে ৯৩ প্রার্থী, ভোটগ্রহণ ২৮ মে

তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর পরিচালনা পর্ষদের ৩৫ পরিচালক পদে ঢাকা ও চট্টগ্রাম মিলে মোট ৯৩ প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। ৬ মে পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। আগামী ৮ মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনে ভোট গ্রহণ আগামী ২৮ মে। ঢাকা এবং চট্রগ্রাম অঞ্চলে একযোগে ভোটগ্রহণ হবে। তবে ভোট কেন্দ্র এখনো ঠিক হয়নি। 

স্বচ্ছতার স্বার্থে দুই অঞ্চলেই বিজিএমইএর নিজস্ব ভবনের বাইরে নিরপেক্ষ কোন ভেন্যুতে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচিত পরিচালকরা ১১ জুন ভোটের মাধ্যমে একজন সভাপতি এবং সাত জন সহ-সভাপতি নির্বাচিত করবেন। শনিবার নির্বাচনের এ তফসিল ঘোষণা করা হয়। 

দুই একটি ব্যতিক্রম বাদে সাধারণত, দুটি প্যানেল ‘সম্মিলিত পরিষদ’ এবং ‘ফোরাম’ বিজিএমইএ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করে থাকে। এবারের নির্বাচনেও দুই পক্ষ থেকে ইতিমধ্যে প্যানেল লিডারের নাম ঘোষণা করেছে। ফোরামের প্যানেল লিডার নির্বাচিত হয়েছেন সাবেক সহ-সভাপতি এবং রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবু এবং সম্মিলিত প্যানেল থেকে প্যানেল লিডার হয়েছেন চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম। 

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন–বিসিআইসির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল এবার নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। ল ফার্ম সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটসের ব্যাবস্থাপনা অংশিদার ব্যারিস্টার সৈয়দ আফজাল হাসান উদ্দিন এবং ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আশরাফ আহমেদ এ বোর্ডের সদস্য। অন্যদিকে নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে এপেক্স ফুটঅয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুরকে। এ বোর্ডের দুই সদস্য হচ্ছেন বার্জার পেইন্টের ব্যবস্থাপনা পরিচালক রুপালী হক চৌধুরী এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব এ এন এম কুদরত-ই-খু্দা। 

গত বছর ৬ মার্চ অনুষ্ঠিত বিজিএমইএ নির্বাচনে সম্মিলিত পরিষদ নিরঙ্কুশ বিজয় পায়। প্যানেল লিডার এস এম মান্নাক কচি সভাপতি নির্বাচিত হন। ওই সময়  নির্বাচনে ভোটারের যোগ্যতা নিয়ে আপত্তি তোলে ফোরাম। অবশ্য নির্বাচনের ফলাফল মেনে নেয় তারা। ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর পর্ষদ ভেঙ্গে দেওয়ার দাবি জানানো হয় ফোরামের পক্ষ থেকে। সমঝোতায় সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলামকে সভাপতি করা হয়। এতেও ফোরামের আপত্তি থাকায় পর্ষদ ভেঙ্গে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • বিজিএমইএর ৩৫ পরিচালক পদে ৯৩ প্রার্থী, ভোটগ্রহণ ২৮ মে