অনলাইনে বিনোদনের অন্যতম মাধ্যম এখন ইউটিউব। ভিডিও দেখার পাশাপাশি ইউটিউবে ভিডিও প্রকাশ করে আয়ও করছেন অনেকে। ব্যবহারকারীদের বর্তমানের তুলনায় আরও ভালোভাবে ভিডিও দেখার সুযোগ দিতে ভিডিও প্লেয়ারের নকশায় বড় ধরনের পরিবর্তন আনছে ইউটিউব। ইতিমধ্যে বেশ কিছু ব্যবহারকারী পরীক্ষামূলকভাবে নতুন নকশার ভিডিও প্লেয়ার ব্যবহার করতে পারছেন।

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘রেডিট’-এ কয়েকজন ব্যবহারকারী জানিয়েছেন, ইউটিউবে ভিডিও চালুর সময় নতুন ইন্টারফেস দেখা যাচ্ছে। নতুন নকশায় ভিডিও প্লেয়ারের নিয়ন্ত্রণ সুবিধাগুলো আলাদা ক্যাপসুল আকারে দেখা যাচ্ছে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ভলিউম নিয়ন্ত্রণে। আগে ভলিউম বাটনটি ছিল ভিডিওর নিচের বাঁ পাশে। নতুন নকশায় সেটি সরিয়ে ডান পাশে যুক্ত করা হয়েছে। এখন ভলিউম বাড়ানো-কমানোর জন্য অনুভূমিক নয়, বরং উল্লম্ব স্লাইডারের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে। ইউটিউব জানিয়েছে, এ পরিবর্তনের ফলে ভলিউম নিয়ন্ত্রণ আরও সহজ হবে।

আরও পড়ুনইউটিউব চ্যানেলে যে ধরনের ভিডিও প্রকাশ করলে অর্থ আয়ের সুযোগ বন্ধ হবে০৬ এপ্রিল ২০২৫

দীর্ঘদিন ধরেই ভিডিও প্লেয়ারের চেহারা একই রকম থাকায় প্রতিষ্ঠানের ২০ বছর পূর্তি উপলক্ষে নিজেদের ভিডিও প্লেয়ারের নকশায় বড় ধরনের পরিবর্তন আনছে ইউটিউব। তবে ভিডিও প্লেয়ারের নতুন নকশা নিয়ে ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ নতুন নকশাকে ইতিবাচকভাবে দেখছেন, আবার কেউ পুরোনো নকশাকেই ভালো বলছেন।

আরও পড়ুনভিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে এক বছরে ইউটিউবের আয় কত০৭ ফেব্রুয়ারি ২০২৫

ইউটিউব টিভির ভিডিও প্লেয়ারের নকশাতেও পরিবর্তন আনা হবে বলে জানিয়েছে ইউটিউব। নতুন নকশায় বাঁ পাশে চ্যানেলের তথ্য, বিবরণ ও সাবস্ক্রাইব বাটন দেখা যাবে। প্লে অপশনের নিয়ন্ত্রণ মাঝখানে এবং অন্যান্য অপশন ডান পাশে দেখা যাবে। নতুন নকশা চালু হলে ইউটিউব টিভি ব্যবহারকারীরা শিগগিরই নিজেদের মতো করে মাল্টিভিউ তৈরি করতে পারবেন। শুরুতে কিছু নির্দিষ্ট জনপ্রিয় চ্যানেলের কনটেন্ট দিয়ে এ সুবিধা চালু করা হবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

আরও পড়ুনইউটিউবে প্রথম ভিডিও আপলোডের ২০ বছর, কে করেছিলেন ২৩ এপ্রিল ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র নকশ য়

এছাড়াও পড়ুন:

ভারত-পাকিস্তানের প্রতি উত্তেজনা নিরসনের আহ্বান চীন-যুক্তরাষ্ট্রের

কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহতের ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে রয়েছে। সীমান্তে চতুর্থ রাতের মতো গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে উত্তেজনা নিরসনে দুই পক্ষকেই এগিয়ে আসার আহ্বান জানিয়েছে চীন ও যুক্তরাষ্ট্র।

সংযম প্রদর্শনের আহ্বান চীনের

রোববার পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইশাক দারের সঙ্গে কথা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়েং ই। পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তান যে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে, তার প্রতি বেইজিংয়ের সমর্থন ব্যক্ত করেছেন তিনি। 

চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে ওয়েং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, ‘চীন একটি দ্রুত ও স্বচ্ছ তদন্তের পক্ষে এবং বিশ্বাস করে যে, এই সংঘাত পাকিস্তান ও ভারত কারো মৌলিক স্বার্থের প্রতিনিধিত্ব করে না, তা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্যেও উপকারী নয়।’

দুই পক্ষই সংযম প্রদর্শন করবে এবং উত্তেজনা নিরসনে এগিয়ে আসবে, এমনটা প্রত্যাশা তার। ওয়েং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামির সঙ্গেও আলাপ করেছেন। 

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ‘ভারতের মিথ্যা দাবি, ভিত্তিহীন প্রচারণা এবং একতরফা পদক্ষেপ’ নিয়ে তারা কথা বলেছেন।

‘দায়িত্বশীল সমাধান’ চায় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর রোববার জানিয়েছে তারা ভারত ও পাকিস্তান উভয়ের সঙ্গে যোগাযোগ রেখেছে। দুই দেশই যাতে একটি ‘দায়িত্বশীল সমাধান’ নিয়ে কাজ করে সেটি চায় যুক্তরাষ্ট্র।

বার্তা সংস্থা রয়টার্সকে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানিয়েছেন তারা দুই দেশের মধ্যকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি বলেন, ‘আমরা ভারত ও পাকিস্তান সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ রেখেছি। মার্কিন যুক্তরাষ্ট্র সব পক্ষকে একটি দায়িত্বশীল সমাধানের জন্য একসাথে কাজ করার জন্য উৎসাহ দিচ্ছে।’

হামলার পরপর যুক্তরাষ্ট্র ভারতের প্রতি সমর্থন ব্যক্ত করেছিল। চীনের ক্রমবর্ধমান প্রভাবের প্রেক্ষিতে ভারত ও পাকিস্তান উভয়ই যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার।

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পর্যটনকেন্দ্র পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক। হামলায় পাকিস্তানকে দায়ী করে বিভিন্ন পদক্ষেপ নেয় ভারত। নিজেদের কোনো সম্পৃক্ততা অস্বীকার করে ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেয় পাকিস্তানও। সূত্র: ডয়েচে ভেলে

সম্পর্কিত নিবন্ধ