বাগেরহাটের মোরেলগঞ্জে মাছের ঘের থেকে মেহেদী হাসান (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মুখে কস্টেপ লাগানো ছিল।  

সোমবার (২৮ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার বারইখালী ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামের মামুন ও কবির মোল্লার ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মেহেদী হাসান মোংলা উপজেলার উত্তর মালগাজী গ্রামের কাসেম শেখের ছেলে। তিনি মোংলায় ইজিবাইক চালাতেন। 

মোড়েলগঞ্জ থানার ওসি মো.

রাজিব আল রশিদ বলেন, “উপজেলার তেতুলবাড়িয়া বাজার সংলগ্ন তাফালবাড়িয়া গ্রামের মামুন মোল্লা ও কবির মোল্লার ৮ বিঘার একটি মৎস্য ঘেরের পানিতে ভাসমান অবস্থায় সকালে স্থানীয় পথচারিরা মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ মরদহটি উদ্ধার করেছে। উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাটে মর্গে প্রেরণ করা হয়েছে।”

ঢাকা/শহিদুল/টিপু 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

দুর্নীতির মামলায় পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক সাময়িক বরখাস্ত

দুর্নী‌তির মামলায় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুনকে সাম‌য়িক বরখাস্ত করা হ‌য়ে‌ছে।

সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯ (২) এর বিধি মোতাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে রবিবার (২৭ এপ্রিল) এ বরখাস্তের আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন সমন্বতি জেলা কার্যালয় ঢাকা-১ এর চার্জশিট চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি আদালতে গৃহীত হয়।

সেহেতু, আব্দুল্লাহ আল মামুনকে সরকারি চাকরি আইন ২০১৮ এর ৩৯ (২) এর বিধি মোতাবেক সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।

২ কোটি ৮১ লাখ ২ হাজার ১০৪ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ২ কোটি ৫৬ লাখ ৭১ হাজার ৯৪৯ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ঢাকা/নঈমুদ্দীন/রফিক

সম্পর্কিত নিবন্ধ